তুচ্ছ ঘটনার জেরে সহপাঠীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে বাগেরহাটের ফকিরহাটে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার উপজেলার মূলঘর ইউনিয়নের শান্তিগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত শিক্ষার্থী নাছির সরদারকে (২৩) পুলিশ আটক করেছে। তিনি উপজেলার আড়য়াডাঙ্গা গ্রামের জাহান আলীর ছেলে।
আহতরা হলেন একাদশ শ্রেণির ছাত্র–জাকারিয়া হাওলাদার (১৭), জয়ন্তরাহা (১৭) ও একই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্র মুসা আব্দুল্লাহ (১৬)।
তারা সবাই উপজেলার মূলঘর সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের ছাত্র এবং একই এলাকার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সবুজ শেখ আজকের পত্রিকাকে জানান, ‘আহতদের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখমের চিহ্ন রয়েছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার দুপুরে মূলঘর সাকিনা আজহার টেকনিক্যাল কলেজে পরীক্ষা শেষে ছাত্ররা বের হওয়ার সময় অভিযুক্ত নাসির সরদারের গায়ে ধাক্কা লাগে আহতদের। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাসির ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে তিনজন আহত হন।
আহতদের অন্য সহপাঠীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে গুরুতর আহত জাকারিয়া হাওলাদার ও জয়ন্ত রাহাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ ঘটনার কারণ সম্পর্কে পুলিশ ও কলেজের শিক্ষার্থীরা কিছুই জানাতে পারেননি। তবে কলেজ থেকে বের হওয়ার সময় গায়ে ধাক্কা লাগার ঘটনায় কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে নাসির হামলা করে বলে জানান আহতরা।
সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শেখ মিজানুর রহমান জানান, অভিযুক্ত ও আহত সবাই তাঁর প্রতিষ্ঠানে শিক্ষার্থী। ঘটনার পর তিনি অন্য শিক্ষকদের নিয়ে ঘটনাস্থল ও হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন বলে জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।’ ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৭ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৭ মিনিট আগে