যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য আনা সোলার প্যানেলবাহী ট্রাক আটকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন ও প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে ট্রাকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করে পণ্য খালাস করে।
গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ট্রাক আটকের ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নির্দেশনায় ৮-১০ জন কর্মী ট্রাকগুলো থেকে সোলার প্যানেলগুলো খালাস আটকে দেন।
তবে অভিযোগ অস্বীকার করে তানভীর ফয়সাল বলেন, ‘তাঁদের কাছে কেন চাঁদা চাইব। এমন ধরনের অভিযোগ মিথ্যা। একটি পক্ষ ছাত্রলীগের সুনাম নষ্ট করতে এমন অভিযোগ করতে পারে। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এই কাজের সঙ্গে জড়িত নয়। আমি ঈদের ছুটিতে এখনো গ্রামে। আর সভাপতি দেশের বাইরে।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি গ্রিন এনার্জির আওতায় আনার জন্য গতকাল চট্টগ্রাম থেকে ১২টি ট্রাকে করে সোলার প্যানেল নিয়ে আসে সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড। কিন্তু পাঁচটি ট্রাক সোলার প্যানেল আনলোড করতে পারলেও চাঁদা দাবি করে বাকি ট্রাকগুলো আটকে দেওয়া হয়।
তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা কত টাকা চাঁদা দাবি করেন, সে বিষয়ে কেউ তথ্য দিতে পারেননি।
বিশ্ববিদ্যালয় উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সৌরবিদ্যুতের আওতায় আনা কার্যাদেশ পাওয়া কোম্পানির প্রতিনিধিরা আমাকে জানান, মোট ১২টি ট্রাকের মধ্যে পাঁচটির পণ্য খালাস করা গেছে। বাকি সাতটি ট্রাক বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রনেতা আটকে রেখে চাঁদা দাবি করেছেন। তাই আজ (বৃহস্পতিবার) সকালে আমি নিজের তত্ত্বাবধানে গাড়িগুলো ক্যাম্পাসে প্রবেশের ব্যবস্থা করে দিই।’
উপাচার্য আরও বলেন, ‘যারা এই অপকর্মে জড়িত ছিল, তাদের পরিচয় জানা গেছে। তবে আমি এখন নাম প্রকাশ করতে চাচ্ছি না। যদি কোম্পানি জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য আনা সোলার প্যানেলবাহী ট্রাক আটকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন ও প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে ট্রাকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করে পণ্য খালাস করে।
গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ট্রাক আটকের ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নির্দেশনায় ৮-১০ জন কর্মী ট্রাকগুলো থেকে সোলার প্যানেলগুলো খালাস আটকে দেন।
তবে অভিযোগ অস্বীকার করে তানভীর ফয়সাল বলেন, ‘তাঁদের কাছে কেন চাঁদা চাইব। এমন ধরনের অভিযোগ মিথ্যা। একটি পক্ষ ছাত্রলীগের সুনাম নষ্ট করতে এমন অভিযোগ করতে পারে। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এই কাজের সঙ্গে জড়িত নয়। আমি ঈদের ছুটিতে এখনো গ্রামে। আর সভাপতি দেশের বাইরে।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি গ্রিন এনার্জির আওতায় আনার জন্য গতকাল চট্টগ্রাম থেকে ১২টি ট্রাকে করে সোলার প্যানেল নিয়ে আসে সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড। কিন্তু পাঁচটি ট্রাক সোলার প্যানেল আনলোড করতে পারলেও চাঁদা দাবি করে বাকি ট্রাকগুলো আটকে দেওয়া হয়।
তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা কত টাকা চাঁদা দাবি করেন, সে বিষয়ে কেউ তথ্য দিতে পারেননি।
বিশ্ববিদ্যালয় উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সৌরবিদ্যুতের আওতায় আনা কার্যাদেশ পাওয়া কোম্পানির প্রতিনিধিরা আমাকে জানান, মোট ১২টি ট্রাকের মধ্যে পাঁচটির পণ্য খালাস করা গেছে। বাকি সাতটি ট্রাক বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রনেতা আটকে রেখে চাঁদা দাবি করেছেন। তাই আজ (বৃহস্পতিবার) সকালে আমি নিজের তত্ত্বাবধানে গাড়িগুলো ক্যাম্পাসে প্রবেশের ব্যবস্থা করে দিই।’
উপাচার্য আরও বলেন, ‘যারা এই অপকর্মে জড়িত ছিল, তাদের পরিচয় জানা গেছে। তবে আমি এখন নাম প্রকাশ করতে চাচ্ছি না। যদি কোম্পানি জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
২ ঘণ্টা আগে
নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি থেকে সংগঠক ও আহত জুলাই যোদ্ধাসহ একসঙ্গে ১০ জন পদত্যাগ করেছেন। জেলা আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক, কমিটির গঠনপ্রক্রিয়া ও কার্যক্রমে অস্বচ্ছতা এবং আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক অভিযোগ তুলে তাঁরা পদত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোহাম্মদ আবু সাঈদ নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
৩ ঘণ্টা আগে