যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য আনা সোলার প্যানেলবাহী ট্রাক আটকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন ও প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে ট্রাকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করে পণ্য খালাস করে।
গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ট্রাক আটকের ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নির্দেশনায় ৮-১০ জন কর্মী ট্রাকগুলো থেকে সোলার প্যানেলগুলো খালাস আটকে দেন।
তবে অভিযোগ অস্বীকার করে তানভীর ফয়সাল বলেন, ‘তাঁদের কাছে কেন চাঁদা চাইব। এমন ধরনের অভিযোগ মিথ্যা। একটি পক্ষ ছাত্রলীগের সুনাম নষ্ট করতে এমন অভিযোগ করতে পারে। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এই কাজের সঙ্গে জড়িত নয়। আমি ঈদের ছুটিতে এখনো গ্রামে। আর সভাপতি দেশের বাইরে।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি গ্রিন এনার্জির আওতায় আনার জন্য গতকাল চট্টগ্রাম থেকে ১২টি ট্রাকে করে সোলার প্যানেল নিয়ে আসে সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড। কিন্তু পাঁচটি ট্রাক সোলার প্যানেল আনলোড করতে পারলেও চাঁদা দাবি করে বাকি ট্রাকগুলো আটকে দেওয়া হয়।
তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা কত টাকা চাঁদা দাবি করেন, সে বিষয়ে কেউ তথ্য দিতে পারেননি।
বিশ্ববিদ্যালয় উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সৌরবিদ্যুতের আওতায় আনা কার্যাদেশ পাওয়া কোম্পানির প্রতিনিধিরা আমাকে জানান, মোট ১২টি ট্রাকের মধ্যে পাঁচটির পণ্য খালাস করা গেছে। বাকি সাতটি ট্রাক বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রনেতা আটকে রেখে চাঁদা দাবি করেছেন। তাই আজ (বৃহস্পতিবার) সকালে আমি নিজের তত্ত্বাবধানে গাড়িগুলো ক্যাম্পাসে প্রবেশের ব্যবস্থা করে দিই।’
উপাচার্য আরও বলেন, ‘যারা এই অপকর্মে জড়িত ছিল, তাদের পরিচয় জানা গেছে। তবে আমি এখন নাম প্রকাশ করতে চাচ্ছি না। যদি কোম্পানি জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য আনা সোলার প্যানেলবাহী ট্রাক আটকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন ও প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে ট্রাকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করে পণ্য খালাস করে।
গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ট্রাক আটকের ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নির্দেশনায় ৮-১০ জন কর্মী ট্রাকগুলো থেকে সোলার প্যানেলগুলো খালাস আটকে দেন।
তবে অভিযোগ অস্বীকার করে তানভীর ফয়সাল বলেন, ‘তাঁদের কাছে কেন চাঁদা চাইব। এমন ধরনের অভিযোগ মিথ্যা। একটি পক্ষ ছাত্রলীগের সুনাম নষ্ট করতে এমন অভিযোগ করতে পারে। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এই কাজের সঙ্গে জড়িত নয়। আমি ঈদের ছুটিতে এখনো গ্রামে। আর সভাপতি দেশের বাইরে।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি গ্রিন এনার্জির আওতায় আনার জন্য গতকাল চট্টগ্রাম থেকে ১২টি ট্রাকে করে সোলার প্যানেল নিয়ে আসে সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড। কিন্তু পাঁচটি ট্রাক সোলার প্যানেল আনলোড করতে পারলেও চাঁদা দাবি করে বাকি ট্রাকগুলো আটকে দেওয়া হয়।
তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা কত টাকা চাঁদা দাবি করেন, সে বিষয়ে কেউ তথ্য দিতে পারেননি।
বিশ্ববিদ্যালয় উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সৌরবিদ্যুতের আওতায় আনা কার্যাদেশ পাওয়া কোম্পানির প্রতিনিধিরা আমাকে জানান, মোট ১২টি ট্রাকের মধ্যে পাঁচটির পণ্য খালাস করা গেছে। বাকি সাতটি ট্রাক বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রনেতা আটকে রেখে চাঁদা দাবি করেছেন। তাই আজ (বৃহস্পতিবার) সকালে আমি নিজের তত্ত্বাবধানে গাড়িগুলো ক্যাম্পাসে প্রবেশের ব্যবস্থা করে দিই।’
উপাচার্য আরও বলেন, ‘যারা এই অপকর্মে জড়িত ছিল, তাদের পরিচয় জানা গেছে। তবে আমি এখন নাম প্রকাশ করতে চাচ্ছি না। যদি কোম্পানি জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে