যশোর প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য আনা সোলার প্যানেলবাহী ট্রাক আটকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন ও প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে ট্রাকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করে পণ্য খালাস করে।
গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ট্রাক আটকের ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নির্দেশনায় ৮-১০ জন কর্মী ট্রাকগুলো থেকে সোলার প্যানেলগুলো খালাস আটকে দেন।
তবে অভিযোগ অস্বীকার করে তানভীর ফয়সাল বলেন, ‘তাঁদের কাছে কেন চাঁদা চাইব। এমন ধরনের অভিযোগ মিথ্যা। একটি পক্ষ ছাত্রলীগের সুনাম নষ্ট করতে এমন অভিযোগ করতে পারে। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এই কাজের সঙ্গে জড়িত নয়। আমি ঈদের ছুটিতে এখনো গ্রামে। আর সভাপতি দেশের বাইরে।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি গ্রিন এনার্জির আওতায় আনার জন্য গতকাল চট্টগ্রাম থেকে ১২টি ট্রাকে করে সোলার প্যানেল নিয়ে আসে সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড। কিন্তু পাঁচটি ট্রাক সোলার প্যানেল আনলোড করতে পারলেও চাঁদা দাবি করে বাকি ট্রাকগুলো আটকে দেওয়া হয়।
তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা কত টাকা চাঁদা দাবি করেন, সে বিষয়ে কেউ তথ্য দিতে পারেননি।
বিশ্ববিদ্যালয় উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সৌরবিদ্যুতের আওতায় আনা কার্যাদেশ পাওয়া কোম্পানির প্রতিনিধিরা আমাকে জানান, মোট ১২টি ট্রাকের মধ্যে পাঁচটির পণ্য খালাস করা গেছে। বাকি সাতটি ট্রাক বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রনেতা আটকে রেখে চাঁদা দাবি করেছেন। তাই আজ (বৃহস্পতিবার) সকালে আমি নিজের তত্ত্বাবধানে গাড়িগুলো ক্যাম্পাসে প্রবেশের ব্যবস্থা করে দিই।’
উপাচার্য আরও বলেন, ‘যারা এই অপকর্মে জড়িত ছিল, তাদের পরিচয় জানা গেছে। তবে আমি এখন নাম প্রকাশ করতে চাচ্ছি না। যদি কোম্পানি জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য আনা সোলার প্যানেলবাহী ট্রাক আটকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন ও প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে ট্রাকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করে পণ্য খালাস করে।
গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ট্রাক আটকের ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নির্দেশনায় ৮-১০ জন কর্মী ট্রাকগুলো থেকে সোলার প্যানেলগুলো খালাস আটকে দেন।
তবে অভিযোগ অস্বীকার করে তানভীর ফয়সাল বলেন, ‘তাঁদের কাছে কেন চাঁদা চাইব। এমন ধরনের অভিযোগ মিথ্যা। একটি পক্ষ ছাত্রলীগের সুনাম নষ্ট করতে এমন অভিযোগ করতে পারে। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এই কাজের সঙ্গে জড়িত নয়। আমি ঈদের ছুটিতে এখনো গ্রামে। আর সভাপতি দেশের বাইরে।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি গ্রিন এনার্জির আওতায় আনার জন্য গতকাল চট্টগ্রাম থেকে ১২টি ট্রাকে করে সোলার প্যানেল নিয়ে আসে সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড। কিন্তু পাঁচটি ট্রাক সোলার প্যানেল আনলোড করতে পারলেও চাঁদা দাবি করে বাকি ট্রাকগুলো আটকে দেওয়া হয়।
তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা কত টাকা চাঁদা দাবি করেন, সে বিষয়ে কেউ তথ্য দিতে পারেননি।
বিশ্ববিদ্যালয় উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সৌরবিদ্যুতের আওতায় আনা কার্যাদেশ পাওয়া কোম্পানির প্রতিনিধিরা আমাকে জানান, মোট ১২টি ট্রাকের মধ্যে পাঁচটির পণ্য খালাস করা গেছে। বাকি সাতটি ট্রাক বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রনেতা আটকে রেখে চাঁদা দাবি করেছেন। তাই আজ (বৃহস্পতিবার) সকালে আমি নিজের তত্ত্বাবধানে গাড়িগুলো ক্যাম্পাসে প্রবেশের ব্যবস্থা করে দিই।’
উপাচার্য আরও বলেন, ‘যারা এই অপকর্মে জড়িত ছিল, তাদের পরিচয় জানা গেছে। তবে আমি এখন নাম প্রকাশ করতে চাচ্ছি না। যদি কোম্পানি জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মিজান মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
৭ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়াকে (৫০) নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বৈরামপুর গ্রামের আব্দুল মতিন ও পৌর শহরের ১২ নম্বর রেলওয়ে এলাকার রেজাউল হক। এ নিয়ে লাভলু হত্যাকাণ্ডে ছয়জনকে গ্রেপ্ত
২১ মিনিট আগেদিনাজপুরের বিরলে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম ভোবেশ চন্দ্র রায় (৫২)। তিনি উপজেলার শহর গ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃত তারকানন্দ রায়ের ছেলে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে একদল দুর্বৃত্ত ভোবেশ চন্দ্র রায়কে তাঁর বাড়ি
৪২ মিনিট আগেফেনীর সোনাগাজীতে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা হাসপাতাল ভাঙচুর করেছেন। আজ শুক্রবার দুপুরে আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামে সোনাপুর মা ও শিশু হাসপাতালে এ হামলা চালানো হয়। এ সময় অভিযুক্ত সেবিকা কল্পনা রানী দাসকে মারধর করা হয়। পরে পুলিশ এসে
১ ঘণ্টা আগে