খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
অবসরপ্রাপ্ত এক কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ মুজিবুরের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে আজ মঙ্গলবার অপর এক অফিস আদেশে উপাচার্যের সচিব ও উপপরিচালক আবু সালেহ মো. পারভেজকে অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। খানজাহান আলী হলের সহকারী পরিচালক মিজানুর রহমান খানকে উপাচার্যের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

শেখ মুজিবুর রহমানকে বরখাস্তের আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রহমত আলীর দেওয়া অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৩০তম সভায় তদন্ত প্রতিবেদন উত্থাপন করা হলে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি তাঁকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করেন একই বিভাগের অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার মো. রহমত আলী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তিনি লিখিত অভিযোগ করেন। তাতে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে শেখ মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
অবসরপ্রাপ্ত এক কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ মুজিবুরের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে আজ মঙ্গলবার অপর এক অফিস আদেশে উপাচার্যের সচিব ও উপপরিচালক আবু সালেহ মো. পারভেজকে অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। খানজাহান আলী হলের সহকারী পরিচালক মিজানুর রহমান খানকে উপাচার্যের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

শেখ মুজিবুর রহমানকে বরখাস্তের আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রহমত আলীর দেওয়া অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৩০তম সভায় তদন্ত প্রতিবেদন উত্থাপন করা হলে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি তাঁকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করেন একই বিভাগের অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার মো. রহমত আলী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তিনি লিখিত অভিযোগ করেন। তাতে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে শেখ মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
৯ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
১৯ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২০ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
৪৪ মিনিট আগে