খুলনা প্রতিনিধি

খুলনায় এক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের জেরে চাচাতো ভাইদের হাতে এক ব্যক্তি নিহতের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ৯–১০ জন আহত হয়েছেন।
নিহত রসুল মিনা (৪২) ওই গ্রামের ইকতিয়ার মিনার ছেলে। তিনি পেশায় কৃষক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন রূপসা উপজেলার বামনডাঙ্গা গ্রামের দুই চাচাতো ভাই আমিনুল মিনা ও রসুল মিনা। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর মধ্যে ২৯ মে বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনের কমিটির বিষয় নিয়ে গতকাল সোমবার রাতে মিনা বাড়িতে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। এর একপর্যায়ে রাত ১০টার দিকে আমিনুল মিনা ও রসুল মিনার মধ্যে তর্ক শুরু হয়।
পরে তাঁরা বাড়ি থেকে পার্শ্ববর্তী বামনডাঙ্গা বাজারে এসে হাতুড়ি লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রসুল মিনা, আতাহার মিনা, জাহিদুল মিনা, পান্না মিনা, ফারুক মিনা, টুকু মিনা, শাকিল মিনা, হাবিব মিনা ও আলামিন মিনাসহ উভয় পক্ষের ৯-১০ জন আহত হন।
এর মধ্যে গুরুতর আহত রসুল মিনাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদের খুমেক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বামনডাঙ্গা গ্রামে রসুল মিনা নামে একজন চাচাতো ভাইদের হাতে নিহত হয়েছে। তবে এ ঘটনায় আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

খুলনায় এক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের জেরে চাচাতো ভাইদের হাতে এক ব্যক্তি নিহতের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ৯–১০ জন আহত হয়েছেন।
নিহত রসুল মিনা (৪২) ওই গ্রামের ইকতিয়ার মিনার ছেলে। তিনি পেশায় কৃষক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন রূপসা উপজেলার বামনডাঙ্গা গ্রামের দুই চাচাতো ভাই আমিনুল মিনা ও রসুল মিনা। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর মধ্যে ২৯ মে বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনের কমিটির বিষয় নিয়ে গতকাল সোমবার রাতে মিনা বাড়িতে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। এর একপর্যায়ে রাত ১০টার দিকে আমিনুল মিনা ও রসুল মিনার মধ্যে তর্ক শুরু হয়।
পরে তাঁরা বাড়ি থেকে পার্শ্ববর্তী বামনডাঙ্গা বাজারে এসে হাতুড়ি লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রসুল মিনা, আতাহার মিনা, জাহিদুল মিনা, পান্না মিনা, ফারুক মিনা, টুকু মিনা, শাকিল মিনা, হাবিব মিনা ও আলামিন মিনাসহ উভয় পক্ষের ৯-১০ জন আহত হন।
এর মধ্যে গুরুতর আহত রসুল মিনাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদের খুমেক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বামনডাঙ্গা গ্রামে রসুল মিনা নামে একজন চাচাতো ভাইদের হাতে নিহত হয়েছে। তবে এ ঘটনায় আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে