ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা উমনে হুমাইদ একাডেমি এতিমখানায় এক শিশু শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে ওপরের ক্লাসের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।
নিহত শিক্ষার্থী মো. আশরাফুল শেখ (১২) উপজেলার টাউন-নওয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের হাফেজিয়ার ছাত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তার শিক্ষার্থীদের একজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র (১৪)। তার বাড়ি পিরোজপুরের কাউখালীতে। আরেকজন সপ্তম শ্রেণির ছাত্র (১৪)। তার বাড়ি খুলনার বটিয়াঘাটায়।
শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার (১৯ মে) বেলা সাড়ে ৩টার দিকে ওপরের ক্লাসের দুই শিক্ষার্থী মাদ্রাসার পাশের একটি বাগানে আশরাফুল শেখকে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে। এরপর লাশ এতিমখানার পেছনে টয়লেটে রেখে দেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে লাশ উঁচু দেয়ালের ওপর দিয়ে বাইরে ফেলে দেয় তারা। রাত সাড়ে ১২টার দিকে আরেক ছাত্রকে ঘটনাটি জানায় দুই শিক্ষার্থী। সেই ছাত্র অধ্যক্ষ হাফেজ নাজমুল ইসলামকে জানান। এরপর কর্তৃপক্ষ ফকিরহাট থানা-পুলিশকে অবহিত করে।
এদিকে নিহত শিক্ষার্থীর মা মোসা. ফাতেমা বেগম বলেন, এতিমখানা কর্তৃপক্ষ ঘটনার দিন সন্ধ্যায় জানায় যে তাঁর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতে জানতে পারেন, তাঁর ছেলেকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা উমনে হুমাইদ একাডেমি এতিমখানায় এক শিশু শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে ওপরের ক্লাসের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।
নিহত শিক্ষার্থী মো. আশরাফুল শেখ (১২) উপজেলার টাউন-নওয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের হাফেজিয়ার ছাত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তার শিক্ষার্থীদের একজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র (১৪)। তার বাড়ি পিরোজপুরের কাউখালীতে। আরেকজন সপ্তম শ্রেণির ছাত্র (১৪)। তার বাড়ি খুলনার বটিয়াঘাটায়।
শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার (১৯ মে) বেলা সাড়ে ৩টার দিকে ওপরের ক্লাসের দুই শিক্ষার্থী মাদ্রাসার পাশের একটি বাগানে আশরাফুল শেখকে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে। এরপর লাশ এতিমখানার পেছনে টয়লেটে রেখে দেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে লাশ উঁচু দেয়ালের ওপর দিয়ে বাইরে ফেলে দেয় তারা। রাত সাড়ে ১২টার দিকে আরেক ছাত্রকে ঘটনাটি জানায় দুই শিক্ষার্থী। সেই ছাত্র অধ্যক্ষ হাফেজ নাজমুল ইসলামকে জানান। এরপর কর্তৃপক্ষ ফকিরহাট থানা-পুলিশকে অবহিত করে।
এদিকে নিহত শিক্ষার্থীর মা মোসা. ফাতেমা বেগম বলেন, এতিমখানা কর্তৃপক্ষ ঘটনার দিন সন্ধ্যায় জানায় যে তাঁর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতে জানতে পারেন, তাঁর ছেলেকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
১ ঘণ্টা আগে