Ajker Patrika

ট্রাকের ধাক্কায় জীবননগরে কলেজছাত্র নিহত

ট্রাকের ধাক্কায় জীবননগরে কলেজছাত্র নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান রিয়াজ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের আন্দুলবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত জাহিদ হাসান রিয়াজ (১৭) দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের নওশের আলীর ছেলে। তিনি উথলী ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে জাহিদ হাসান রিয়াজ মোটরসাইকেলে করে কোরবানির পশু কেনার আন্দুলবাড়ীয়া বাজারের দিকে যাচ্ছিলেন। তার মোটরসাইকেলটি আন্দুলবাড়ীয়া বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। 

এতে সড়কের ওপর ছিটকে পড়েন রিয়াজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘রিয়াজ ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে তার শরীর কোমর মারাত্মক আঘাত লাগে। সেখান থেকে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় রিয়াজের পরিবার বাদী হয়ে ট্রাকচালক মো. ইব্রাহীম হোসেনর (৩৭) বিরুদ্ধে থানায় মামলা করেছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। আমরা তাঁকে আটকের চেষ্টা করছি। রিয়াজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত