Ajker Patrika

চাল সংগ্রহ হলেও ধান হয়নি এক ছটাকও

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৭: ৩৭
চাল সংগ্রহ হলেও ধান হয়নি এক ছটাকও

সাতক্ষীরার তালায় আমন মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে গত ১৯ ডিসেম্বর। এক মাস ১২ দিন পার হলেও এক ছটাক ধানও সংগ্রহ করতে পারেনি উপজেলা খাদ্য বিভাগ। তবে নির্ধারিত পরিমাণের প্রায় অর্ধেক চাল সংগ্রহ হয়েছে। এমন অবস্থায় ধান সংগ্রহে ব্যর্থতার জন্য কেনার দামের ব্যবস্থাপনাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। 

তালা উপজেলা খাদ্য কার্যালয় জানায়, উপজেলা এবার আমন মৌসুমে ৫৩১ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪৭১ টন। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত খাদ্যগুদামে এক ছটাক ধানও সংগৃহীত হয়নি। এ সময়ের মধ্যে প্রায় ১ হাজার ৩৭৭ টন চাল সংগ্রহ করা হয়েছে। 

চলতি মৌসুমে প্রতি কেজি আমন ধানের দাম ধরা হয়েছে ২৮ টাকা ও চাল ৪২ টাকা। ধান-চাল সংগ্রহ শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। 

কৃষকেরা জানান, ২৮ টাকা দরে সরকারিভাবে ধানের সংগ্রহমূল্য প্রতি মণ ১ হাজার ১২০ টাকা। অন্যদিকে হাট-বাজারে বর্তমানে প্রতি মণ ধান প্রকারভেদে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষক ধান কাটার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীরা ধান কিনে রেখেছেন। কৃষকের কাছে ধানই নেই। 

একদিকে সরকারি দামের চেয়ে ধানের বাজারদর বেশি, অন্যদিকে চালের সরকারি মূল্য প্রতি কেজি ৪২ টাকা হলেও বাজারে এ দরে কোনো চাল নেই বলে জানান কৃষকেরা। 

স্থানীয় কৃষক মামুন শেখ জানান, সরকারি গুদামগুলোয় নানা ধরনের নিয়ম রয়েছে। এগুলো বাড়তি ঝামেলা। এরপর রয়েছে পরিবহন ব্যয়। ব্যবসায়ীদের কাছে অনেক সময় বাড়িতে বসেই ধান বিক্রি করা যায় এবং সেটা নগদ টাকায়। তাই কৃষকেরা মোকাম বা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। 

কৃষক মামুন শেখ বলেন, সরকারি গুদামে বিক্রির পর টাকা পেতেও কয়েক ধাপের প্রক্রিয়া পার করতে হয়। 

উপজেলা মিল মালিক সমিতির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন রঞ্জু বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে প্রতি কেজি চাল দাম তিন থেকে চার টাকা বেশি। বর্তমান বাজারে যে দামে ধান বিক্রি হচ্ছে তা থেকে চাল তৈরি করলে সর্বনিম্ন দাম দাঁড়ায় ৪৬ থেকে ৪৮ টাকা। কিন্তু সরকার নির্ধারণ করেছে ৪২ টাকা। ফলে কেজিতে ৪-৬ টাকা লোকসান গুনে কীভাবে চাল দেওয়া সম্ভব! 

তালার পাটকেলঘাটা খাদ্যগুদাম (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষকের কাছ থেকে কোনো ধান সংগ্রহ করা যাচ্ছে না। কারণ সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি হওয়ায় কৃষক গুদামে ধান দিতে আগ্রহী নন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
আলতাফুজ্জামান মিতা‌। ছবি: আজকের পত্রিকা
আলতাফুজ্জামান মিতা‌। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুর জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। শুক্রবার দিবাগত রা‌তে দিনাজপু‌রের বিরামপুর পৌরসভার মাহমুদপুর এলাকা থে‌কে তাঁকে গ্রেপ্তার ক‌রা হয়।

আলতাফুজ্জামান মিতা ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদকের দা‌য়িত্বে আছেন। জুলাই অভ্যুত্থানের পর থে‌কে তি‌নি পলাতক। তবে পলাতক থাকলেও সম্প্রতি সামা‌জিক যোগা‌যোগমাধ্যম ফেসবু‌কে তাঁকে সরব থাক‌তে দেখা গে‌ছে।

দিনাজপুরের অতি‌রিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম) আনোয়ার হো‌সেন জানান, ‘সাম্প্রতিক সম‌য়ে নেতা-কর্মীদের চাঙা রাখ‌তে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালে ফেসবু‌কে তি‌নি নানা কর্মকাণ্ডের ঘোষণা দিয়েছিলেন। পু‌লিশ বেশ কিছুদিন থে‌কে তাঁ‌কে খুঁজছিল। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বিরামপুর এলাকার এক‌টি বা‌ড়ি থে‌কে তাঁ‌কে আটক করা হ‌য়ে‌ছে। তাঁর না‌মে বি‌ভিন্ন থানায় ৭ থে‌কে ৮টি মামলা চলমান আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি
খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি গরুর খামারে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার চারজনকে আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর গভীর রাতে বালিয়াডাঙ্গী থানার বড়বাড়ী এলাকার এ এইচ আল মাসুদ ওরফে রয়েলের মালিকানাধীন একটি গরুর খামারে ১০-১২ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা প্রথমে প্রহরা কক্ষের দরজা ভেঙে ঢুকে খামারমালিককে হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে মারধর করে। পরে খামার থেকে নয়টি গরু ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।

এ ঘটনায় খামারমালিক বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় ডাকাতির মামলা করেন। শুরুতে মামলার তদন্ত থানা-পুলিশ করলেও পুলিশ সুপার ঠাকুরগাঁওয়ের নির্দেশে ৮ ডিসেম্বর তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তদন্তে দেখা গেছে, এ চক্রটি ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত।

এদিকে গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হলে তাঁরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালপত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তার কক্ষ থেকে মাহবুব আলম জনি (৩৫) নামের এক অফিস সহায়কের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহবুব আলম জনি বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামের খায়রুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুব ওই অফিসেই রাতযাপন করতেন। গত শুক্রবার থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন তাঁকে ফোনে না পেয়ে পরিচ্ছন্নতাকর্মীকে খোঁজ নিতে বলেন। গতকাল শনিবার সকালে পরিচ্ছন্নতাকর্মী জানালার ফাঁক দিয়ে ফ্যানের সঙ্গে মাহবুবকে ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘শুক্রবার থেকে মাহবুবকে কল করে পাইনি। গতকাল পতাকা টাঙানোর জন্য তাঁকে কল করেছিলাম। পরে পরিচ্ছন্নতাকর্মীকে কল করে মাহবুবকে দেখতে বলি। সে মাহবুবের ঝুলন্ত লাশ দেখেছে বলে জানায়।’

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, নিহতের পরিবার ও অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

­যশোর প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়। ছবি: সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়। ছবি: সংগৃহীত

যশোরের প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় আর নেই। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বেজপাড়া সুধীর বাবুর কাঠগোলার সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।

পরে অশোক কুমার রায়ের কফিনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর অশোক কুমার রায়ের মরদেহ নেওয়া হয় নীলগঞ্জ মহাশ্মশানে। সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বেজপাড়ার নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন অশোক কুমার রায়। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকেই অশোক রায় রাজনীতির সঙ্গে যুক্ত হন। শুধু রাজনীতিতেই নয়, শিল্প ও সাহিত্য চর্চায় ছিলেন তিনি নিবেদিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধার পরিবার সূত্রে আরও জানা গেছে, ব্যক্তিজীবনে বিনয়ী এবং সবার সঙ্গে সুসম্পর্ক ছিল অশোক রায়ের। তিনি যশোর উদীচী, চাঁদের হাটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে জেলা জাসদের নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা তাঁর বাসায় ছুটে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত