আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে অরক্ষিত রেলগেটে উল্টে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় চালক আতাউর রহমান (৪৭) নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার বেগুনবাড়ি রেলগেটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন অটোরিকশায় ধাক্কা দেয়। স্থানীয়রা জানান, ওই রেলে গেটে কোনো গেটম্যান নেই। তবে গেটের দুই পাশে সতর্ক বার্তা লেখা রয়েছে, পথচারীরা নিজ দায়িত্বে গেট পারাপার হতে বলা হয়েছে।
নিহত আতাউর রহমানের বাড়ি উপজেলার আওয়ালগাড়ী (খাঁপাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের মোতারব হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন—আজমিরা আক্তার (১৪), তানিয়া আক্তার (১২), মজিদা বেগম (৪০) এবং ফাতেমা বেগম (৪২)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের জানান, চারজন যাত্রী নিয়ে বেগুন বাড়ি রেলগেট পার হওয়ার সময় অটোরিকশাটি রেললাইনের ওপর উল্টে যায়। চালক আতাউর রহমানসহ যাত্রীরা দ্রুত রেললাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আতাউর রহমানের মাথা থেঁতলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অটোরিকশার যাত্রী আহত ফাতেমা বেগম বলেন, ‘আমরা চারজন বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়িতে মিলাদে অংশ নিতে যাচ্ছিলাম। বেগুনবাড়ি রেল গেটে পৌঁছালে চালক ট্রেন আসছে কিনা সেটি লক্ষ্য না করেই রেললাইনের ওপরে ওঠার সময় অটোরিকশাটি উল্টে যায়। আমরা দ্রুত অটোরিকশা থেকে নামার সময় ট্রেন এসে ধাক্কা দেয়।’
আর এক যাত্রী মজিদা বেগম বলেন, ‘অটোরিকশাটি উল্টে যাওয়ার সময় আমরা রেললাইনে পাশে পড়ে যায়। আর চালক পড়ে মাঝখানে। তখন চালক অটোরিকশাটি সরানোর চেষ্টা করলে হঠাৎ ট্রেন এসে ধাক্কা দেয়। তখন অটোরিকশার যন্ত্রাংশের ধাক্কায় আমরা সবাই আহত হই। আর চালক মাঝখানে থাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।’
আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিবুল হাসান চালক আতাউর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বেগুনবাড়ি রেলগেটটি রেলওয়ের অনুমোদনহীন। সেখানে কোনো গেটম্যান নেই। পথচারীরা নিজ দায়িত্বে গেটটি পারাপার হবেন বলে গেটের দুই পাশে সাইনবোর্ডে নির্দেশনা দেওয়া আছে।

জয়পুরহাটের আক্কেলপুরে অরক্ষিত রেলগেটে উল্টে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় চালক আতাউর রহমান (৪৭) নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার বেগুনবাড়ি রেলগেটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন অটোরিকশায় ধাক্কা দেয়। স্থানীয়রা জানান, ওই রেলে গেটে কোনো গেটম্যান নেই। তবে গেটের দুই পাশে সতর্ক বার্তা লেখা রয়েছে, পথচারীরা নিজ দায়িত্বে গেট পারাপার হতে বলা হয়েছে।
নিহত আতাউর রহমানের বাড়ি উপজেলার আওয়ালগাড়ী (খাঁপাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের মোতারব হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন—আজমিরা আক্তার (১৪), তানিয়া আক্তার (১২), মজিদা বেগম (৪০) এবং ফাতেমা বেগম (৪২)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের জানান, চারজন যাত্রী নিয়ে বেগুন বাড়ি রেলগেট পার হওয়ার সময় অটোরিকশাটি রেললাইনের ওপর উল্টে যায়। চালক আতাউর রহমানসহ যাত্রীরা দ্রুত রেললাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আতাউর রহমানের মাথা থেঁতলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অটোরিকশার যাত্রী আহত ফাতেমা বেগম বলেন, ‘আমরা চারজন বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়িতে মিলাদে অংশ নিতে যাচ্ছিলাম। বেগুনবাড়ি রেল গেটে পৌঁছালে চালক ট্রেন আসছে কিনা সেটি লক্ষ্য না করেই রেললাইনের ওপরে ওঠার সময় অটোরিকশাটি উল্টে যায়। আমরা দ্রুত অটোরিকশা থেকে নামার সময় ট্রেন এসে ধাক্কা দেয়।’
আর এক যাত্রী মজিদা বেগম বলেন, ‘অটোরিকশাটি উল্টে যাওয়ার সময় আমরা রেললাইনে পাশে পড়ে যায়। আর চালক পড়ে মাঝখানে। তখন চালক অটোরিকশাটি সরানোর চেষ্টা করলে হঠাৎ ট্রেন এসে ধাক্কা দেয়। তখন অটোরিকশার যন্ত্রাংশের ধাক্কায় আমরা সবাই আহত হই। আর চালক মাঝখানে থাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।’
আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিবুল হাসান চালক আতাউর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বেগুনবাড়ি রেলগেটটি রেলওয়ের অনুমোদনহীন। সেখানে কোনো গেটম্যান নেই। পথচারীরা নিজ দায়িত্বে গেটটি পারাপার হবেন বলে গেটের দুই পাশে সাইনবোর্ডে নির্দেশনা দেওয়া আছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
৮ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে