আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মুনি আক্তার (৩০) নামে এক বাক্প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে চিলাহাটিগামী আন্তনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেস আক্কেলপুর রেল স্টেশনে পৌঁছার আগে পৌর এলাকার হাস্তাবসন্তপুর গ্রামের মাঠের রেলব্রিজের উত্তরপাশে ওই দুর্ঘটনা ঘটে।
মুনি আক্তার (৩০) উপজেলার গণিপুর মণ্ডল পাড়া গ্রামের মোজাহার আলীর মেয়ে।
আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রেহেনা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টা ২০ মিনিটের সময় ২৭৫ নম্বর রেল ব্রিজের পাশে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছে। পরে বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ওই নারী আজ সকালে আক্কেলপুরে আসার জন্য বাড়ি থেকে বের হন। তিনি পায়ে হেঁটে রেল লাইন দিয়ে আক্কেলপুরে আসছিলেন। হাস্তাবসন্তপুর গ্রামের মাঠে রেলওয়ের ব্রিজ পার হওয়ার সময় ট্রেন চলে আসে। এ সময় ট্রেনের চালক হর্ন দিচ্ছিলেন। তখন ওই নারী দ্রুত ব্রিজ পার হওয়ার পরপরই পেছন থেকে ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ওই নারী ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই নিহত হন।
নিহতের বাবা মোজাহার আলী বলেন, ‘আমার মেয়ে জন্ম থেকে বাক্প্রতিবন্ধী। সে আজ সকালে বাড়ি থেকে বের হয়ে আক্কেলপুরে যাচ্ছিল। পরে শুনি ট্রেনে কাটা পড়ে মারা গেছে।’
সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) পরিদর্শক মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে একজন অফিসার পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মুনি আক্তার (৩০) নামে এক বাক্প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে চিলাহাটিগামী আন্তনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেস আক্কেলপুর রেল স্টেশনে পৌঁছার আগে পৌর এলাকার হাস্তাবসন্তপুর গ্রামের মাঠের রেলব্রিজের উত্তরপাশে ওই দুর্ঘটনা ঘটে।
মুনি আক্তার (৩০) উপজেলার গণিপুর মণ্ডল পাড়া গ্রামের মোজাহার আলীর মেয়ে।
আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রেহেনা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টা ২০ মিনিটের সময় ২৭৫ নম্বর রেল ব্রিজের পাশে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছে। পরে বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ওই নারী আজ সকালে আক্কেলপুরে আসার জন্য বাড়ি থেকে বের হন। তিনি পায়ে হেঁটে রেল লাইন দিয়ে আক্কেলপুরে আসছিলেন। হাস্তাবসন্তপুর গ্রামের মাঠে রেলওয়ের ব্রিজ পার হওয়ার সময় ট্রেন চলে আসে। এ সময় ট্রেনের চালক হর্ন দিচ্ছিলেন। তখন ওই নারী দ্রুত ব্রিজ পার হওয়ার পরপরই পেছন থেকে ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ওই নারী ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই নিহত হন।
নিহতের বাবা মোজাহার আলী বলেন, ‘আমার মেয়ে জন্ম থেকে বাক্প্রতিবন্ধী। সে আজ সকালে বাড়ি থেকে বের হয়ে আক্কেলপুরে যাচ্ছিল। পরে শুনি ট্রেনে কাটা পড়ে মারা গেছে।’
সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) পরিদর্শক মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে একজন অফিসার পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে