ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে কৃষক লীগ নেতা আসাদ উল্লাহ ওরফে নিদু কাজীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁতী লীগ নেতা কবির হাসান চায়নাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নোয়ারপাড়া ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কবির হাসান চায়না (৪১), তাঁর বড় ভাই জিয়াউল মণ্ডল জিয়া (৪৫) এবং ভাতিজা মোখলেস (৩০)।
আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষক লীগ নেতা নিদু কাজীর সঙ্গে তাঁতী লীগ নেতা কবির হাসান চায়নার মধ্যে পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার কোরবানি ঈদের দিন বেলা ৩টার দিকে তারতাপাড়া গ্রামের জায়েদা মোড় এলাকায় ধারালো দা দিয়ে কৃষক লীগ নেতা নিদু কাজীকে কুপিয়ে জখম করে তাঁতী লীগ নেতা চায়নাসহ তাঁর লোকজন।
পরে স্থানীয়রা উদ্ধার করে বিকেলে সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় নিদু কাজীকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় রাতে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন হত্যার শিকার নিদু কাজীর বড় ভাই এবং আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন কাজী।
পরে ভোররাতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে মাদারগঞ্জ উপজেলার নলকা এলাকা থেকে কবির হাসান চায়না এবং জিয়াউল মন্ডল জিয়াকে আটক করে। এর আগে গভীর রাতে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদারের নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় মোখলেসকে আটক করা হয়।
হত্যার শিকার নিদু কাজী উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
মামলা বাদী জামাল উদ্দিন কাজী বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে পার্শ্ববর্তী মাহমুদপুর বাজারে যাওয়ার পথে তারতাপাড়ার জায়েদা মোড় এলাকায় আমার ছোট ভাই নিদু কাজীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে চায়নাসহ তার সাঙ্গপাঙ্গরা।’
জামালপুর র্যাব-১৪ কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘ইসলামপুরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি দল মাদারগঞ্জ উপজেলার নলকা এলাকা থেকে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।’
জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘নিদু কাজী হত্যা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

জামালপুরের ইসলামপুরে কৃষক লীগ নেতা আসাদ উল্লাহ ওরফে নিদু কাজীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁতী লীগ নেতা কবির হাসান চায়নাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নোয়ারপাড়া ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কবির হাসান চায়না (৪১), তাঁর বড় ভাই জিয়াউল মণ্ডল জিয়া (৪৫) এবং ভাতিজা মোখলেস (৩০)।
আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষক লীগ নেতা নিদু কাজীর সঙ্গে তাঁতী লীগ নেতা কবির হাসান চায়নার মধ্যে পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার কোরবানি ঈদের দিন বেলা ৩টার দিকে তারতাপাড়া গ্রামের জায়েদা মোড় এলাকায় ধারালো দা দিয়ে কৃষক লীগ নেতা নিদু কাজীকে কুপিয়ে জখম করে তাঁতী লীগ নেতা চায়নাসহ তাঁর লোকজন।
পরে স্থানীয়রা উদ্ধার করে বিকেলে সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় নিদু কাজীকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় রাতে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন হত্যার শিকার নিদু কাজীর বড় ভাই এবং আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন কাজী।
পরে ভোররাতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে মাদারগঞ্জ উপজেলার নলকা এলাকা থেকে কবির হাসান চায়না এবং জিয়াউল মন্ডল জিয়াকে আটক করে। এর আগে গভীর রাতে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদারের নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় মোখলেসকে আটক করা হয়।
হত্যার শিকার নিদু কাজী উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
মামলা বাদী জামাল উদ্দিন কাজী বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে পার্শ্ববর্তী মাহমুদপুর বাজারে যাওয়ার পথে তারতাপাড়ার জায়েদা মোড় এলাকায় আমার ছোট ভাই নিদু কাজীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে চায়নাসহ তার সাঙ্গপাঙ্গরা।’
জামালপুর র্যাব-১৪ কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘ইসলামপুরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি দল মাদারগঞ্জ উপজেলার নলকা এলাকা থেকে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।’
জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘নিদু কাজী হত্যা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে