Ajker Patrika

নির্বাচনে ভালো মানুষ বাছাই না করলে দুর্নীতি বাড়বে: দুদক চেয়ারম্যান

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি কার্যক্রমে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি কার্যক্রমে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: আজকের পত্রিকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘সামনে নির্বাচন। নির্বাচনে যাঁরা সংসদে যাবেন, আমরা যাদের নির্বাচিত করব, তাঁদের দেখেশুনে বেছে নিতে হবে। আমরা খারাপ লোক নির্বাচিত করলে খারাপ ফলই পাব। তাই আমাদের ভালো মানুষকে ভোট দিতে হবে। ভালো লোক নির্বাচিত হলে ভালো প্রশাসক আসবে আর খারাপ লোক নির্বাচিত হলে ঘুষখোর-দুর্নীতিবাজই আসবে।’

আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা ৩টা থেকে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুদকের জেলা সমন্বিত কার্যালয় আয়োজিত গণশুনানি হয়। গণশুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদক কোনো বিশাল প্রতিষ্ঠান নয়, এটি তুলনামূলক ছোট অফিস। অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা কাজ করি। সময়মতো তথ্য পেলে তদন্ত করে আমরা সত্য-মিথ্যা তুলে ধরতে পারি।’

গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, সচিব মোহাম্মদ খালেদ রহীম এবং হবিগঞ্জের পুলিশ সুপার সাজেদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

গণশুনানিতে সরকারি-বেসরকারি প্রায় সব দপ্তরের প্রধানসহ অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুনানি চলাকালে হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান এলাকার ট্রাকচালক নোমান মিয়া সহকারী মোটরযান পরিদর্শকের বিরুদ্ধে ৪ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ দেন। অভিযোগ প্রমাণিত হলে দুদক চেয়ারম্যান সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগ আসায় তাঁর বিরুদ্ধে দুদকের তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, গত দুই সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে দুদকের ১০টি বুথে প্রায় ২০০ অভিযোগ জমা পড়ে। যার বেশির ভাগই রেলওয়ে, হাসপাতাল, নির্বাচন, রেজিস্ট্রি, বিআরটিএ, পাসপোর্ট, শিক্ষা অফিস, গণপূর্তসহ বিভিন্ন দপ্তরকে ঘিরে। এর মধ্যে ৮৩টি অভিযোগের প্রকাশ্য শুনানি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে শুক্রবার দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ