টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধসহ গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জায়েদা খাতুনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর খাঁপাড়া এলাকার মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
কারখানা শ্রমিকেরা জানান, আজ সকাল ৮টায় তাঁরা কাজে যোগ দেন। কয়েক ঘণ্টা পর শ্রমিকদের কয়েকজন বেতন পরিশোধের দাবি জানান। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধে গড়িমসি করলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে স্লোগান দিতে থাকেন। দুপুর ১২টার দিকে কারখানা ছেড়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খাঁপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন। ১০ মিনিট পর তাঁরা মহাসড়ক ছেড়ে গাজীপুরের বোর্ডবাজারের হারিকেন এলাকায় গাসিক মেয়র জায়েদা খাতুনের বাসভবনের সামনে অবস্থান নেন।
কারখানার শ্রমিকেরা বলেন, মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ৮০০ জন শ্রমিক কাজ করেন। কারখানাটিতে এখনো গত এপ্রিল মাসের বেতন বাকি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘পাঁচ দিন ধরে বেতন পরিশোধের তারিখ দিলেও বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। তাই আজ আমরা আন্দোলন করছি। গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বাড়িতে যাচ্ছি। তিনি মালিকের সঙ্গে কথা বলে আমাদের বেতন পাইয়ে দিতে ব্যবস্থা নেবেন।’
কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি দ্রুতই বেতনের ব্যবস্থা করবেন।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী আজকের পত্রিকাকে বলেন, গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কয়েক দিন ধরে বেতন পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ তা করছে না। আজ দুপুরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ১২টার দিকে তারা গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে গাজীপুর শিল্প পুলিশের সদস্যরা রয়েছেন।

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধসহ গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জায়েদা খাতুনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর খাঁপাড়া এলাকার মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
কারখানা শ্রমিকেরা জানান, আজ সকাল ৮টায় তাঁরা কাজে যোগ দেন। কয়েক ঘণ্টা পর শ্রমিকদের কয়েকজন বেতন পরিশোধের দাবি জানান। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধে গড়িমসি করলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে স্লোগান দিতে থাকেন। দুপুর ১২টার দিকে কারখানা ছেড়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খাঁপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন। ১০ মিনিট পর তাঁরা মহাসড়ক ছেড়ে গাজীপুরের বোর্ডবাজারের হারিকেন এলাকায় গাসিক মেয়র জায়েদা খাতুনের বাসভবনের সামনে অবস্থান নেন।
কারখানার শ্রমিকেরা বলেন, মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ৮০০ জন শ্রমিক কাজ করেন। কারখানাটিতে এখনো গত এপ্রিল মাসের বেতন বাকি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘পাঁচ দিন ধরে বেতন পরিশোধের তারিখ দিলেও বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। তাই আজ আমরা আন্দোলন করছি। গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বাড়িতে যাচ্ছি। তিনি মালিকের সঙ্গে কথা বলে আমাদের বেতন পাইয়ে দিতে ব্যবস্থা নেবেন।’
কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি দ্রুতই বেতনের ব্যবস্থা করবেন।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী আজকের পত্রিকাকে বলেন, গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কয়েক দিন ধরে বেতন পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ তা করছে না। আজ দুপুরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ১২টার দিকে তারা গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে গাজীপুর শিল্প পুলিশের সদস্যরা রয়েছেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৯ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
১১ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২৫ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২৭ মিনিট আগে