গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার কালিয়াকৈরে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটেছে। আবিদা সুলতানার বাবা ও মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা এলাকায় অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাসভবন। সেখানে তাঁর বাবা-মা থাকে। শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে ১০-১২ জন মুখোশধারী জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা আবিদা সুলতানার বাবা নাজমুল আলমের হাত-পা বেঁধে ফেলে। পরে সবাইকে জিম্মি করে তিনতলা ভবনের প্রতিটি তলায় জিনিসপত্র তছনছ করে। টাকা, স্বর্ণালংকার ও মালপত্র লুট করে নিয়ে যায়।
স্থানীয় একটি সূত্র জানায়, রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)। কয়েক দিন আগে ওই বাড়িতে কয়েকজন ব্যক্তি দুদক কর্মকর্তা পরিচয়ে গিয়েছিলেন।

আবিদা সুলতানার বাবা নাজমুল আলম বলেন, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা এলাকায় তিনি ও তাঁর স্ত্রী থাকেন। গতকাল দিবাগত রাত ৩টার দিকে ১০-১২ জন জানালার গ্রিল কেটে বাড়িতে ঢোকে। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা আমাদের বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট নিয়ে যায় ডাকাতেরা। পরে চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ আজ শনিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। শুনেছি কয়েক দিন আগেও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ওই বাড়িতে বিশেষ পরিচয়ে গিয়েছিল। সব বিষয় তদন্ত করে ব্যবস্থা নিতে কাজ চলছে।
আরও খবর পড়ুন:

গাজীপুর জেলার কালিয়াকৈরে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটেছে। আবিদা সুলতানার বাবা ও মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা এলাকায় অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাসভবন। সেখানে তাঁর বাবা-মা থাকে। শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে ১০-১২ জন মুখোশধারী জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা আবিদা সুলতানার বাবা নাজমুল আলমের হাত-পা বেঁধে ফেলে। পরে সবাইকে জিম্মি করে তিনতলা ভবনের প্রতিটি তলায় জিনিসপত্র তছনছ করে। টাকা, স্বর্ণালংকার ও মালপত্র লুট করে নিয়ে যায়।
স্থানীয় একটি সূত্র জানায়, রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)। কয়েক দিন আগে ওই বাড়িতে কয়েকজন ব্যক্তি দুদক কর্মকর্তা পরিচয়ে গিয়েছিলেন।

আবিদা সুলতানার বাবা নাজমুল আলম বলেন, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা এলাকায় তিনি ও তাঁর স্ত্রী থাকেন। গতকাল দিবাগত রাত ৩টার দিকে ১০-১২ জন জানালার গ্রিল কেটে বাড়িতে ঢোকে। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা আমাদের বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট নিয়ে যায় ডাকাতেরা। পরে চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ আজ শনিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। শুনেছি কয়েক দিন আগেও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ওই বাড়িতে বিশেষ পরিচয়ে গিয়েছিল। সব বিষয় তদন্ত করে ব্যবস্থা নিতে কাজ চলছে।
আরও খবর পড়ুন:

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৫ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩১ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৫ মিনিট আগে