সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

বিএনপির কারাবন্দী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ছোট ভাই জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে ফেনী মডেল থানার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার জসিম উদ্দিন চৌধুরী (৬১) সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের দক্ষিণ ভাটিয়ারি এলাকার মৃত গোলাম হোসেন চৌধুরীর ছেলে এবং রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাবের হাতে গ্রেপ্তার কারাবন্দী আসলাম চৌধুরীর ছোট ভাই জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ডবলমুরিং, পাঁচলাইশ, সীতাকুণ্ড, ঢাকার মতিঝিল ও গুলশান থানায় আটটি মামলা রয়েছে। সব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ তাঁকে ঋণখেলাপি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার বলেন, ‘গত ২৪ জানুয়ারি বিভিন্ন সংবাদমাধ্যমে শীর্ষ ২০ জন ঋণখেলাপির নাম প্রকাশিত হয়। তালিকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে কারাবন্দী আসলাম চৌধুরীর রাইজিং স্টিল লিমিটেডের ১ হাজার ১৪২ কোটি টাকা ঋণের কথা উঠে আসে। এরপর বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র্যাব।’
নুরুল আবসার বলেন, ‘প্রাথমিক তদন্তে রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বেসরকারি এবি ব্যাংক থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলার তথ্য পাওয়া যায়। এরপর প্রযুক্তির সহায়তায় আজ ভোরে ফেনীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।’
নুরুল আবসার আরও বলেন, ‘কারাবন্দী আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান রাইজিং স্টিল লিমিটেড পুরোনো জাহাজ কিনতে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। ওই ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুদকের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে আসলাম চৌধুরী ও তাঁর দুই ভাই জসিম চৌধুরী, আমজাদ চৌধুরী এবং আসলাম চৌধুরীর স্ত্রী নাজনীন মাওলাকে আসামি করে মামলা করেন।’
র্যাব-৭ কর্মকর্তা বলেন, ‘মামলার পর থেকে পলাতক ছিলেন জসিম উদ্দিন চৌধুরী। গত ৬ জানুয়ারি আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত ছিলেন কারাগারে আটক আসলাম চৌধুরী। চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত আসামিদের বিচার শুরুর আদেশ দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২ মার্চ দিন রাখেন।’

বিএনপির কারাবন্দী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ছোট ভাই জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে ফেনী মডেল থানার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার জসিম উদ্দিন চৌধুরী (৬১) সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের দক্ষিণ ভাটিয়ারি এলাকার মৃত গোলাম হোসেন চৌধুরীর ছেলে এবং রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাবের হাতে গ্রেপ্তার কারাবন্দী আসলাম চৌধুরীর ছোট ভাই জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ডবলমুরিং, পাঁচলাইশ, সীতাকুণ্ড, ঢাকার মতিঝিল ও গুলশান থানায় আটটি মামলা রয়েছে। সব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ তাঁকে ঋণখেলাপি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার বলেন, ‘গত ২৪ জানুয়ারি বিভিন্ন সংবাদমাধ্যমে শীর্ষ ২০ জন ঋণখেলাপির নাম প্রকাশিত হয়। তালিকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে কারাবন্দী আসলাম চৌধুরীর রাইজিং স্টিল লিমিটেডের ১ হাজার ১৪২ কোটি টাকা ঋণের কথা উঠে আসে। এরপর বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র্যাব।’
নুরুল আবসার বলেন, ‘প্রাথমিক তদন্তে রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বেসরকারি এবি ব্যাংক থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলার তথ্য পাওয়া যায়। এরপর প্রযুক্তির সহায়তায় আজ ভোরে ফেনীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।’
নুরুল আবসার আরও বলেন, ‘কারাবন্দী আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান রাইজিং স্টিল লিমিটেড পুরোনো জাহাজ কিনতে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। ওই ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুদকের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে আসলাম চৌধুরী ও তাঁর দুই ভাই জসিম চৌধুরী, আমজাদ চৌধুরী এবং আসলাম চৌধুরীর স্ত্রী নাজনীন মাওলাকে আসামি করে মামলা করেন।’
র্যাব-৭ কর্মকর্তা বলেন, ‘মামলার পর থেকে পলাতক ছিলেন জসিম উদ্দিন চৌধুরী। গত ৬ জানুয়ারি আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত ছিলেন কারাগারে আটক আসলাম চৌধুরী। চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত আসামিদের বিচার শুরুর আদেশ দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২ মার্চ দিন রাখেন।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২৪ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২৬ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৮ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে