পরশুরাম (ফেনী) প্রতিনিধি

অর্ধশত বছর পরে ফেনী-১ আসনটি নিজেদের কবজায় নিল আওয়ামী লীগ। এ আসনে এক লাখ ৮৭ হাজার ৭৬০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এর আগে স্বাধীনতার পর ১৯৭৩ সালের নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন দেশ বরেণ্য সাংবাদিক এবিএম মুসা। তারপর থেকে আসনটি আওয়ামী লীগের হাতছাড়া।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের ওই আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনেও বেগম খালেদা জিয়া সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি আর নির্বাচন করতে পারেননি।
২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে জোটের শরিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারকে ছেড়ে দিলে তিনি সংসদ নির্বাচিত হন। তার মধ্যে একবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।
জয়ী হয়ে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তাঁর অনুভূতি ব্যক্ত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ৫০ বছর পরে আওয়ামী লীগ এই আসনটি ফিরে পেয়েছে।’ সে জন্য তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী–১ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৩০৯ ভোট। প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ৯৫ হাজার ৬৯৮ ভোট। ৫৪.৪৬ শতাংশ। নৌকার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের শাহরিয়ার ইকবাল পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট, স্বতন্ত্র আবুল হাসেম চৌধুরী (ঈগল) ৩ হাজার ২৪ ভোট, তৃণমূল বিএনপির শাহজাহান সাজু (সোনালী আঁশ) ১ হাজার ৪ ভোট, মোমবাতি প্রতীকের কাজী নুরুল আলম ২ হাজার ৫৬৪ ভোট।

অর্ধশত বছর পরে ফেনী-১ আসনটি নিজেদের কবজায় নিল আওয়ামী লীগ। এ আসনে এক লাখ ৮৭ হাজার ৭৬০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এর আগে স্বাধীনতার পর ১৯৭৩ সালের নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন দেশ বরেণ্য সাংবাদিক এবিএম মুসা। তারপর থেকে আসনটি আওয়ামী লীগের হাতছাড়া।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের ওই আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনেও বেগম খালেদা জিয়া সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি আর নির্বাচন করতে পারেননি।
২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে জোটের শরিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারকে ছেড়ে দিলে তিনি সংসদ নির্বাচিত হন। তার মধ্যে একবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।
জয়ী হয়ে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তাঁর অনুভূতি ব্যক্ত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ৫০ বছর পরে আওয়ামী লীগ এই আসনটি ফিরে পেয়েছে।’ সে জন্য তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী–১ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৩০৯ ভোট। প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ৯৫ হাজার ৬৯৮ ভোট। ৫৪.৪৬ শতাংশ। নৌকার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের শাহরিয়ার ইকবাল পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট, স্বতন্ত্র আবুল হাসেম চৌধুরী (ঈগল) ৩ হাজার ২৪ ভোট, তৃণমূল বিএনপির শাহজাহান সাজু (সোনালী আঁশ) ১ হাজার ৪ ভোট, মোমবাতি প্রতীকের কাজী নুরুল আলম ২ হাজার ৫৬৪ ভোট।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে