দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত ৩০ নেতা-কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এসব হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহতরা হলেন পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শাকিল, ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত, মোটবি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল, যুবদল নেতা ইয়াসিন, মাসুম, ছনুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় ও ওমর, ফেনী শহরের নাজির রোডের মো. রহিম (৩৪), বারাহীপুরের আবুল হোসেন (৩২) ও ইয়াছিন আরাফাত (২৮), সদর উপজেলার লক্ষিয়ারার আমিনুল হক আরিফ (২৫), পাচগাছিয়ার জাফর উল্লাহ বাদলসহ (৪০) অন্যরা।
ফেনী ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ এস এম সোহরাব আল হাসাইন তারভির জানান, সন্ধ্যা পর্যন্ত আটজন আহত রোগীকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার বিএনপির জনসমাবেশের আয়োজন করা হয়েছে। সেই জনসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা এবং তাঁদের বাড়িঘরে হামলা ভাঙচুর করা হচ্ছে। সব প্রতিকূলতার মধ্যেও আগামীকাল বিএনপির জনসমাবেশ করা হবে বলেও জানান তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার জানান, আগামীকাল ফেনী জেলা বিএনপির জনসভাকে কেন্দ্র করে পুরো জেলাব্যাপী ছাত্রলীগ ও যুবলীগ তাঁদের দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। দুই শতাধিক বাড়িঘরে হামলা ও লুটপাট হয়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, আগামীকালের জনসভায় তাঁরা ৫০ হাজার নেতা-কর্মীর সমাগম করার প্রস্তুতি ছিল। ১০ দফা দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি হিসেবে আগামীকাল ফেনী জেলা বিএনপির জনসভা নির্ধারণ রয়েছে। তাঁরা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা করতে চাইলেও প্রশাসনের অনুমতি মেলেনি। বাধ্য হয়ে ইসলামপুর রোডের দলীয় কার্যালয়ের সামনে আগামীকাল তাঁরা জনসভা করবেন। জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
আলাল উদ্দিন আরও জানান, হামলা-মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না। যেকোনো মূল্যে তাঁরা আগামীকাল জনসভা করবেন।
ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ উল্লাহ খন্দকার জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির কোনো নেতা-কর্মীর ওপর হামলা করেননি। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দলীয় হামলা হতে পারে।

ফেনীর বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত ৩০ নেতা-কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এসব হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহতরা হলেন পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শাকিল, ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত, মোটবি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল, যুবদল নেতা ইয়াসিন, মাসুম, ছনুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় ও ওমর, ফেনী শহরের নাজির রোডের মো. রহিম (৩৪), বারাহীপুরের আবুল হোসেন (৩২) ও ইয়াছিন আরাফাত (২৮), সদর উপজেলার লক্ষিয়ারার আমিনুল হক আরিফ (২৫), পাচগাছিয়ার জাফর উল্লাহ বাদলসহ (৪০) অন্যরা।
ফেনী ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ এস এম সোহরাব আল হাসাইন তারভির জানান, সন্ধ্যা পর্যন্ত আটজন আহত রোগীকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার বিএনপির জনসমাবেশের আয়োজন করা হয়েছে। সেই জনসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা এবং তাঁদের বাড়িঘরে হামলা ভাঙচুর করা হচ্ছে। সব প্রতিকূলতার মধ্যেও আগামীকাল বিএনপির জনসমাবেশ করা হবে বলেও জানান তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার জানান, আগামীকাল ফেনী জেলা বিএনপির জনসভাকে কেন্দ্র করে পুরো জেলাব্যাপী ছাত্রলীগ ও যুবলীগ তাঁদের দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। দুই শতাধিক বাড়িঘরে হামলা ও লুটপাট হয়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, আগামীকালের জনসভায় তাঁরা ৫০ হাজার নেতা-কর্মীর সমাগম করার প্রস্তুতি ছিল। ১০ দফা দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি হিসেবে আগামীকাল ফেনী জেলা বিএনপির জনসভা নির্ধারণ রয়েছে। তাঁরা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা করতে চাইলেও প্রশাসনের অনুমতি মেলেনি। বাধ্য হয়ে ইসলামপুর রোডের দলীয় কার্যালয়ের সামনে আগামীকাল তাঁরা জনসভা করবেন। জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
আলাল উদ্দিন আরও জানান, হামলা-মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না। যেকোনো মূল্যে তাঁরা আগামীকাল জনসভা করবেন।
ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ উল্লাহ খন্দকার জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির কোনো নেতা-কর্মীর ওপর হামলা করেননি। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দলীয় হামলা হতে পারে।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৬ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
২২ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে