ঢামেক প্রতিবেদক

‘মাদক নিয়ন্ত্রণে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। ফকিরাপুলে ঝুঁকি নিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে। পুলিশ সাহসিকতার কাজ করছে।’ আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টার দিকে ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত দুই পুলিশ সদস্যকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘আহত পুলিশ সদস্যদের দেখলাম। আল্লাহর রহমতে তারা ভালো আছে। এক কনস্টেবলের পায়ে ও এএসআইয়ের পেটে গুলিবিদ্ধ হয়েছে। কনস্টেবলের পায়ের গুলি রাতেই রিমুভ করা হয়েছে। তিনি সুস্থ আছেন। তাঁকে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আরেক জনের পেটের গুলি ৪৮ ঘণ্টার পর অস্ত্রোপচার করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ হালকা অস্ত্র নিয়ে কাজ করছে না। যে পরিমাণ অস্ত্র দরকার সেই পরিমাণ অস্ত্র নিয়ে কাজ করছে। সন্ত্রাসীরা কোনো ভারী অস্ত্র ইউজ করে নাই, পিস্তল ইউজ করছে। ভবিষ্যতে করলে আমরাও ভবিষ্যতের চিন্তা করব।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল রাতে ফকিরাপুলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা একটি গাড়ির গতিরোধ করে। ওই গাড়িতে থাকা মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় প্রায় ৫০০ থেকে ৬০০ গজ দূরে গিয়ে পুলিশের ওপর গুলি ছোড়ে। সেই গুলিতে আহত হন দুই পুলিশ সদস্য। তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।’
অপরাধীরা কি খুব বেশি সুযোগ নিচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অপরাধীরা বেশি সুযোগ নিতে পারছে না, এইজন্য যে আমরা চারজনের ভেতরে তিনজনকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি।’
উপদেষ্টা আরও বলেন, ‘বাকি আসামিদের ধরার চেষ্টা করছি। পুলিশ সাহসিকতার কাজ করেছে। নিজেদের জীবন বাজি রেখে মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ সময় ৯ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।’

‘মাদক নিয়ন্ত্রণে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। ফকিরাপুলে ঝুঁকি নিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে। পুলিশ সাহসিকতার কাজ করছে।’ আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টার দিকে ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত দুই পুলিশ সদস্যকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘আহত পুলিশ সদস্যদের দেখলাম। আল্লাহর রহমতে তারা ভালো আছে। এক কনস্টেবলের পায়ে ও এএসআইয়ের পেটে গুলিবিদ্ধ হয়েছে। কনস্টেবলের পায়ের গুলি রাতেই রিমুভ করা হয়েছে। তিনি সুস্থ আছেন। তাঁকে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আরেক জনের পেটের গুলি ৪৮ ঘণ্টার পর অস্ত্রোপচার করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ হালকা অস্ত্র নিয়ে কাজ করছে না। যে পরিমাণ অস্ত্র দরকার সেই পরিমাণ অস্ত্র নিয়ে কাজ করছে। সন্ত্রাসীরা কোনো ভারী অস্ত্র ইউজ করে নাই, পিস্তল ইউজ করছে। ভবিষ্যতে করলে আমরাও ভবিষ্যতের চিন্তা করব।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল রাতে ফকিরাপুলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা একটি গাড়ির গতিরোধ করে। ওই গাড়িতে থাকা মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় প্রায় ৫০০ থেকে ৬০০ গজ দূরে গিয়ে পুলিশের ওপর গুলি ছোড়ে। সেই গুলিতে আহত হন দুই পুলিশ সদস্য। তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।’
অপরাধীরা কি খুব বেশি সুযোগ নিচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অপরাধীরা বেশি সুযোগ নিতে পারছে না, এইজন্য যে আমরা চারজনের ভেতরে তিনজনকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি।’
উপদেষ্টা আরও বলেন, ‘বাকি আসামিদের ধরার চেষ্টা করছি। পুলিশ সাহসিকতার কাজ করেছে। নিজেদের জীবন বাজি রেখে মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ সময় ৯ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪২ মিনিট আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
১ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
২ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
২ ঘণ্টা আগে