ঢামেক প্রতিবেদক

‘মাদক নিয়ন্ত্রণে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। ফকিরাপুলে ঝুঁকি নিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে। পুলিশ সাহসিকতার কাজ করছে।’ আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টার দিকে ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত দুই পুলিশ সদস্যকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘আহত পুলিশ সদস্যদের দেখলাম। আল্লাহর রহমতে তারা ভালো আছে। এক কনস্টেবলের পায়ে ও এএসআইয়ের পেটে গুলিবিদ্ধ হয়েছে। কনস্টেবলের পায়ের গুলি রাতেই রিমুভ করা হয়েছে। তিনি সুস্থ আছেন। তাঁকে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আরেক জনের পেটের গুলি ৪৮ ঘণ্টার পর অস্ত্রোপচার করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ হালকা অস্ত্র নিয়ে কাজ করছে না। যে পরিমাণ অস্ত্র দরকার সেই পরিমাণ অস্ত্র নিয়ে কাজ করছে। সন্ত্রাসীরা কোনো ভারী অস্ত্র ইউজ করে নাই, পিস্তল ইউজ করছে। ভবিষ্যতে করলে আমরাও ভবিষ্যতের চিন্তা করব।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল রাতে ফকিরাপুলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা একটি গাড়ির গতিরোধ করে। ওই গাড়িতে থাকা মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় প্রায় ৫০০ থেকে ৬০০ গজ দূরে গিয়ে পুলিশের ওপর গুলি ছোড়ে। সেই গুলিতে আহত হন দুই পুলিশ সদস্য। তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।’
অপরাধীরা কি খুব বেশি সুযোগ নিচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অপরাধীরা বেশি সুযোগ নিতে পারছে না, এইজন্য যে আমরা চারজনের ভেতরে তিনজনকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি।’
উপদেষ্টা আরও বলেন, ‘বাকি আসামিদের ধরার চেষ্টা করছি। পুলিশ সাহসিকতার কাজ করেছে। নিজেদের জীবন বাজি রেখে মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ সময় ৯ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।’

‘মাদক নিয়ন্ত্রণে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। ফকিরাপুলে ঝুঁকি নিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে। পুলিশ সাহসিকতার কাজ করছে।’ আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টার দিকে ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত দুই পুলিশ সদস্যকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘আহত পুলিশ সদস্যদের দেখলাম। আল্লাহর রহমতে তারা ভালো আছে। এক কনস্টেবলের পায়ে ও এএসআইয়ের পেটে গুলিবিদ্ধ হয়েছে। কনস্টেবলের পায়ের গুলি রাতেই রিমুভ করা হয়েছে। তিনি সুস্থ আছেন। তাঁকে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আরেক জনের পেটের গুলি ৪৮ ঘণ্টার পর অস্ত্রোপচার করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ হালকা অস্ত্র নিয়ে কাজ করছে না। যে পরিমাণ অস্ত্র দরকার সেই পরিমাণ অস্ত্র নিয়ে কাজ করছে। সন্ত্রাসীরা কোনো ভারী অস্ত্র ইউজ করে নাই, পিস্তল ইউজ করছে। ভবিষ্যতে করলে আমরাও ভবিষ্যতের চিন্তা করব।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল রাতে ফকিরাপুলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা একটি গাড়ির গতিরোধ করে। ওই গাড়িতে থাকা মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় প্রায় ৫০০ থেকে ৬০০ গজ দূরে গিয়ে পুলিশের ওপর গুলি ছোড়ে। সেই গুলিতে আহত হন দুই পুলিশ সদস্য। তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।’
অপরাধীরা কি খুব বেশি সুযোগ নিচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অপরাধীরা বেশি সুযোগ নিতে পারছে না, এইজন্য যে আমরা চারজনের ভেতরে তিনজনকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি।’
উপদেষ্টা আরও বলেন, ‘বাকি আসামিদের ধরার চেষ্টা করছি। পুলিশ সাহসিকতার কাজ করেছে। নিজেদের জীবন বাজি রেখে মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ সময় ৯ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।’

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
২৪ মিনিট আগে
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা।
৩২ মিনিট আগে
দেশে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে লাইটার জাহাজ সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আমদানিকারকদের একটি অংশ কর্তৃক অভ্যন্তরীণ নৌপথে ব্যবহৃত লাইটার জাহাজগুলোকে অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় সৃষ্টি হওয়া সংকট মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, জামায়েত করার কারণে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
১ ঘণ্টা আগে