
মুন্সিগঞ্জের সিরাজদিখান-টঙ্গিবাড়ী দুই উপজেলার কুন্ডেরবাজার বেইলি সেতু সংস্কারের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সংস্কারকাজে দীর্ঘ এক মাস বন্ধ থাকবে সেতুটি। এদিকে স্থানীয়রা জানান, বিকল্প যাতায়াতের ব্যবস্থা না রেখে সংস্কারকাজ হাতে নেওয়ায় দুর্ভোগে পড়তে হতে তাঁদের।
মুন্সিগঞ্জ সওজ বিভাগ সূত্রে জানা গেছে, কুন্ডেরবাজার বেইলি সেতুটি জরুরি ভিত্তিতে মেরামত করা হবে। ১৬ মে থেকে ১৬ জুন পর্যন্ত আগামী এক মাস সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প সড়ক হিসেবে ফতুল্লা-মুন্সিগঞ্জ-লৌহজং-মাওয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচল করার জন্য বলা হয়েছে।
সরেজমিনে গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে বেইলি সেতুটির ওপর দিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সেতুটি মেরামতের সরঞ্জাম এবং শ্রমিকদের দেখা যায়নি।
মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন বলেন, ‘সিরাজদিখান থেকে মুন্সিগঞ্জে পরীক্ষা দিতে যেতে হয় এই সড়ক দিয়ে। এই সেতু দিয়ে না যেতে পারলে বালুচর হয়ে ঘুরে যেতে হবে। আমাদের জন্য বিকল্প রাস্তা নির্মাণ বা হেঁটে সেতু পার হওয়ার দাবি জানাই।’
পথচারী আল আমীন বলেন, ‘মুক্তারপুরে একটি দোকানে চাকরি করি। প্রতিদিন এই সড়ক দিয়ে মুক্তারপুরে যাই। এক মাস বেইলি সেতুটি বন্ধ থাকলে অনেক ভোগান্তিতে পড়তে হবে। আমরা চাই হেঁটে হলেও সেতুটি পার হতে পারি সেই ব্যবস্থা করে দেওয়ার।’
অটোরিকশাচালক আলমগীর হোসেন বলেন, ‘আমরা চাই অটোরিকশা যেন সেতু পর্যন্ত আসতে পারে সে ব্যবস্থা করে দিতে।’
কয়েকজন অটোরিকশাচালক জানান, সেতুটি বন্ধ হলে বালুচর হয়ে বেতকা দিয়ে এরপর মুন্সিগঞ্জে যেতে হবে। এতে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে যেতে হবে। মহাসড়ক দিয়ে মাওয়া ঘুরে গেলে তাঁদের জন্য অনেক দূর হয়ে যাবে। হেঁটে যাত্রীরা এপার থেকে ওপার যদি যেতে পারে, তবে অটোচালক ও যাত্রীদের জন্য অনেকটাই দুর্ভোগ কমবে।
সওজের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবুল কাশেম মোহাম্মদ নাহীন রেজা বলেন, বেইলি সেতুটির মধ্যভাগে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। মাঝের অংশ খুলে নতুন বেইলি স্থাপন করা হবে। এ জন্য যান চলাচলের পাশাপাশি মানুষের চলাচলও বন্ধ থাকবে। বেইলি সেতুটি মেরামত হলে সেতুর ওপর দিয়ে বাসসহ ভারী যানবাহন চলবে।
এ ছাড়া আগামী অর্থবছরে এখানে আরেকটি ১৫০ মিটার স্টিলের সেতু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এ জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান সওজের নির্বাহী এই প্রকৌশলী।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৬ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩১ মিনিট আগে