ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে পূর্বশত্রুতার জেরে আগাছা দমন স্প্রে (বিষ) দিয়ে কৃষকের আলুখেত নষ্টের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। গত বুধবার উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের শোধঘাটা গ্রামের কৃষক মো. আজাদ মিয়ার খেতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে খেতেটিতে গিয়ে দেখা গেছে, রোপণ করা অপরিপক্ব আলুগাছ ঝলসে গেছে।
ভুক্তভোগী কৃষক আজাদ বলেন, ‘২০ শতাংশ জমিতে আলু রোপণ করেছি। সেই চারা পুষ্টতা পেয়ে আলু ধরার আগমুহূর্তে এমন ঘটনা ঘটেছে। প্রতিবেশী খোরশেদ আলম খুশী শত্রুতার জেরে আমার খেতে বিষাক্ত আগাছা দমননাশক স্প্রে করেন। এতে কমপক্ষে ২-৩ শতাংশ জমির আলুগাছ ঝলসে নষ্ট হয়ে গেছে।’
ভুক্তভোগী কৃষকের অভিযোগের বিষয়ে খোরশেদ আলম খুশী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এটা শত্রুতা করে করা হয়নি। আমি ঢাকায় ছিলাম। আমার লেবার পাশের ভুট্টাখেতে আগাছা দমন স্প্রে করেছে। বিষয়টি আমি জানার পর ওই কৃষককে ক্ষতিপূরণ দেব বলে জানিয়েছি।’
ঘিওর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। পাশের জমির মালিক ভুট্টাখেতে বিষ প্রয়োগ করায় আলুখেত নষ্ট হয়ে গেছে, বলে ধারণা করা হচ্ছে।’
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল আউয়াল খান বলেন, ‘কৃষক আজাদ আমার বাড়িতে এসেছিলেন। আমি উপসহকারী কর্মকর্তাকে জমিতে পাঠিয়েছিলাম। তিনি এসে বলেছেন, আলুখেত নষ্ট হয়েছে। কৃষকের অনেক ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলব।’
মানিকগঞ্জের ঘিওরে পূর্বশত্রুতার জেরে আগাছা দমন স্প্রে (বিষ) দিয়ে কৃষকের আলুখেত নষ্টের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। গত বুধবার উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের শোধঘাটা গ্রামের কৃষক মো. আজাদ মিয়ার খেতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে খেতেটিতে গিয়ে দেখা গেছে, রোপণ করা অপরিপক্ব আলুগাছ ঝলসে গেছে।
ভুক্তভোগী কৃষক আজাদ বলেন, ‘২০ শতাংশ জমিতে আলু রোপণ করেছি। সেই চারা পুষ্টতা পেয়ে আলু ধরার আগমুহূর্তে এমন ঘটনা ঘটেছে। প্রতিবেশী খোরশেদ আলম খুশী শত্রুতার জেরে আমার খেতে বিষাক্ত আগাছা দমননাশক স্প্রে করেন। এতে কমপক্ষে ২-৩ শতাংশ জমির আলুগাছ ঝলসে নষ্ট হয়ে গেছে।’
ভুক্তভোগী কৃষকের অভিযোগের বিষয়ে খোরশেদ আলম খুশী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এটা শত্রুতা করে করা হয়নি। আমি ঢাকায় ছিলাম। আমার লেবার পাশের ভুট্টাখেতে আগাছা দমন স্প্রে করেছে। বিষয়টি আমি জানার পর ওই কৃষককে ক্ষতিপূরণ দেব বলে জানিয়েছি।’
ঘিওর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। পাশের জমির মালিক ভুট্টাখেতে বিষ প্রয়োগ করায় আলুখেত নষ্ট হয়ে গেছে, বলে ধারণা করা হচ্ছে।’
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল আউয়াল খান বলেন, ‘কৃষক আজাদ আমার বাড়িতে এসেছিলেন। আমি উপসহকারী কর্মকর্তাকে জমিতে পাঠিয়েছিলাম। তিনি এসে বলেছেন, আলুখেত নষ্ট হয়েছে। কৃষকের অনেক ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলব।’
দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে লিবিয়ায় গিয়ে এক বছর যাবৎ নিখোঁজ শরীয়তপুর ও মাদারীপুর জেলার ২৪ তরুণ-যুবক। দিশেহারা হয়ে পড়েছেন তাঁদের স্বজনেরা। নিরুপায় হয়ে তাঁরা এখন আছাড়ি-পিছাড়ি খাচ্ছেন আদালত চত্বরে।
১ ঘণ্টা আগেহালদাপাড়ে তামাক চাষ, অবাধে কাঠ পুড়িয়ে তামাক পোড়ানো ও মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য এখন হুমকির মুখে। তামাকের বিকল্প চাষাবাদে সরকারি-বেসরকারি উদ্যোগে প্রান্তিক কৃষকদের বিভিন্ন প্রণোদনা দেওয়া সত্ত্বেও কিছু মানুষ...
২ ঘণ্টা আগেতিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তাতীরের ৫ জেলার লাখো মানুষ। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে আজ সোমবার রংপুরের মহিপুরে এ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাল
২ ঘণ্টা আগেজিনিয়াস পাবলিকেশনসের প্যাভিলিয়নে সাজানো ধ্রুপদি সাহিত্যিকদের গল্পসংকলন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বনফুল, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে সেখানে। মেলার অন্য স্টলেও চোখে পড়ে ধ্রুপদি লেখকদের গল্প; পাশাপাশি বেরিয়েছে নতুন গল্পকারদের লেখাও। তবে পুরোনোতে আস্থা ব
২ ঘণ্টা আগে