বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার ঢাকা কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী শিশু হাসনাতুল ইসলাম ফাইয়াজের জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার শিশু আদালত-৩ এর বিচারক রোকসানা বেগম হ্যাপি জামিন নামঞ্জুর করেন।
ফাইয়াজের আইনজীবী মুজাহিদুল ইসলাম জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন। ফাইয়াজের জন্ম নিবন্ধন সনদ ও এসএসসির সনদ অনুসারে তাঁর জন্ম ২০০৭ সালের ১৯ এপ্রিল। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে সে। তার বয়স ১৭ বছর ৩ মাস। শিশু আইন অনুযায়ী সে একজন শিশু।
কিন্তু তাকে যাত্রাবাড়ীর একজন পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে ১৯ বছর বয়স বলে ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে গত ২৭ জুলাই ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। ওইদিন আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শিশুকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা ও তার রিমান্ড মঞ্জুরের বিষয়টি ব্যাপক সমালোচিত হওয়ার পর গত ২৮ জুলাই তার রিমান্ড বাতিল করা হয়। একইসঙ্গে তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ দেওয়া হয়।
সেদিন থেকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে আছে ফাইয়াজ। আজ তার জামিনের আবেদন করলে শিশু আদালত তাকে জামিন দেননি। ফলে ওই শিশুকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রেই থাকতে হচ্ছে।
গত ২৪ জুলাই রাতে ফাইয়াজকে মাতুয়াইলের বাসা থেকে সাদাপোশাকে একদল লোকজন এসে জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায় বলে জানান তার পরিবার। তিনদিন পরে তাকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে