শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর হাসপাতালের নার্সিং কোয়ার্টারের একটি কক্ষে চার্জে দেওয়া মোবাইল বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কোয়ার্টারের দ্বিতীয় তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর হাসপাতালের বাউন্ডারির ভেতরে ডাক্তার ও নার্সদের জন্য একাধিক কোয়ার্টার ভবন রয়েছে। যমুনা নামে নার্সিং কোয়ার্টার ভবনের দ্বিতীয় তলায় থাকেন সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসিমা আক্তার ও তাঁর পরিবার। আজ সকাল ৮টায় নাসিমা আক্তার সদর হাসপাতালে ডিউটিতে যান। নাসিমা আক্তারের স্বামী মেজবাউর রহমান মেয়েকে নিয়ে ঢাকা গিয়েছেন। বাসায় ছিল তাঁর কলেজ পড়ুয়া একমাত্র ছেলে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে নার্স নাসিমা আক্তারের বাসার একটি কক্ষে চার্জে থাকা মোবাইল বিস্ফোরণে লেপ তোশকে আগুন ধরে যায়। কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় পাশের কোয়ার্টারের বাসিন্দারা। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসার এসি, খাট, কম্বল, আসবাবসহ প্রায় ২ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে যায়।
নাসিমা আক্তার বলেন, ‘আমি সকাল ৮টায় ছেলেকে বাসায় রেখে সদর হাসপাতালে ডিউটিতে যাই। ১২টার দিকে খবর পাই বাসায় আগুন লেগেছে। বাসায় শুধু আমার ২২ বছরের কলেজ পড়ুয়া ছেলে ছিল। এক রুমে মোবাইল চার্জে রেখে অন্য রুমে ছেলে ঘুমাচ্ছিল। মোবাইল বিস্ফোরণে রুমে আগুন লেগেছে। খবর পেয়ে আমি দ্রুত বাসায় আসি। আগুনে আমার বাসার এসি, আসবাবসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আল্লাহর রহমতে আমার ছেলের কোনো ক্ষতি হয়নি।’
শরীয়তপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস বলেন, ‘মোবাইল বিস্ফোরণে আগুনের সূত্রপাতের আলামত পাওয়া গেছে। তদন্ত করলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যবে। তবে মোবাইল চার্জে রাখার বিষয়ে আমাদের সবার সতর্ক থাকতে হবে। বিছানায় অথবা বালিশের নিচে মোবাইল চার্জে রাখা উচিত নয়।’

শরীয়তপুর সদর হাসপাতালের নার্সিং কোয়ার্টারের একটি কক্ষে চার্জে দেওয়া মোবাইল বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কোয়ার্টারের দ্বিতীয় তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর হাসপাতালের বাউন্ডারির ভেতরে ডাক্তার ও নার্সদের জন্য একাধিক কোয়ার্টার ভবন রয়েছে। যমুনা নামে নার্সিং কোয়ার্টার ভবনের দ্বিতীয় তলায় থাকেন সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসিমা আক্তার ও তাঁর পরিবার। আজ সকাল ৮টায় নাসিমা আক্তার সদর হাসপাতালে ডিউটিতে যান। নাসিমা আক্তারের স্বামী মেজবাউর রহমান মেয়েকে নিয়ে ঢাকা গিয়েছেন। বাসায় ছিল তাঁর কলেজ পড়ুয়া একমাত্র ছেলে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে নার্স নাসিমা আক্তারের বাসার একটি কক্ষে চার্জে থাকা মোবাইল বিস্ফোরণে লেপ তোশকে আগুন ধরে যায়। কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় পাশের কোয়ার্টারের বাসিন্দারা। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসার এসি, খাট, কম্বল, আসবাবসহ প্রায় ২ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে যায়।
নাসিমা আক্তার বলেন, ‘আমি সকাল ৮টায় ছেলেকে বাসায় রেখে সদর হাসপাতালে ডিউটিতে যাই। ১২টার দিকে খবর পাই বাসায় আগুন লেগেছে। বাসায় শুধু আমার ২২ বছরের কলেজ পড়ুয়া ছেলে ছিল। এক রুমে মোবাইল চার্জে রেখে অন্য রুমে ছেলে ঘুমাচ্ছিল। মোবাইল বিস্ফোরণে রুমে আগুন লেগেছে। খবর পেয়ে আমি দ্রুত বাসায় আসি। আগুনে আমার বাসার এসি, আসবাবসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আল্লাহর রহমতে আমার ছেলের কোনো ক্ষতি হয়নি।’
শরীয়তপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস বলেন, ‘মোবাইল বিস্ফোরণে আগুনের সূত্রপাতের আলামত পাওয়া গেছে। তদন্ত করলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যবে। তবে মোবাইল চার্জে রাখার বিষয়ে আমাদের সবার সতর্ক থাকতে হবে। বিছানায় অথবা বালিশের নিচে মোবাইল চার্জে রাখা উচিত নয়।’

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
৫ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
৭ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে