আগের সভাপতির দেওয়া শিক্ষক নিয়োগকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে, তা বাতিলের আবেদন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষকেরা। এ নিয়ে গত ৩০ অক্টোবর উপাচার্য নূরুল আলমকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ছালেহ আহাম্মদ খান চিঠি দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর উদ্ভিদ বিজ্ঞান বিভাগে দুজন অস্থায়ী প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে সেখানে কোনো ব্রাঞ্চ উল্লেখ না থাকায় চলতি বছরের ২ জানুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কমিটির বিশেষ সভায় ব্রাঞ্চ উল্লেখ করে পুনবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য প্রশাসনের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিভাগের পরবর্তী সাধারণ সভায় আলোচনার মাধ্যমে কোন ব্রাঞ্চে শিক্ষক নেওয়া হবে সেটা চূড়ান্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু পরে বিভাগের তৎকালীন সভাপতি অধ্যাপক নুহু আলম বিষয়টি চূড়ান্ত করতে বিভাগে আর কোন আলোচনা করেননি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিভাগের ১১ জন শিক্ষক গত ২৮ সেপ্টেম্বর উপাচার্যের কাছে আপত্তি জানান। এ দিকে পুনবিজ্ঞপ্তি না দিয়েই সম্প্রতি ওই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সূত্রে জানা গেছে, ‘অধ্যাপক ছালেহ আহাম্মদ খান নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কমিটির বিশেষ সভা হয়। ওই সভায় ওই নিয়োগের জন্য গৃহীত সব পদক্ষেপ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে পুনরায় আলোচনা করে বিভাগের চাহিদার ভিত্তিতে ক্ষেত্র/ব্রাঞ্চ উল্লেখ করে পুনরায় বিজ্ঞাপন দিয়ে নিয়োগটি সম্পন্ন করতে উপাচার্যকে লিখিত অনুরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর, গত ৩০ অক্টোবর উপাচার্য নূরুল আলমকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ছালেহ আহাম্মদ খান একাডেমিক কমিটির সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়।
এ নিয়ে বিভাগের সভাপতি ছালেহ আহাম্মদ বলেন, ‘মাইকোলজি ও প্ল্যান্ট প্যাথলজি ব্রাঞ্চে ইতিমধ্যে ৪ জন শিক্ষক রয়েছেন। মোট ১২টি ব্রাঞ্চের ৭ টিতে ২ জন ও বাকি ৪ টিতে একজন করে শিক্ষক রয়েছেন। এমতাবস্থায়, মাইকোলজি ও প্ল্যান্ট প্যাথলজি ব্রাঞ্চে নতুন করে আরও দুজনকে নিয়োগ দেওয়া অযাচিত।’
এ নিয়ে জানতে চাইলে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নুহু আলম বলেন, ‘নিয়োগের জন্য চূড়ান্ত সাক্ষাৎকার শেষ হয়েছে এবং সেখানে উপাচার্যসহ নির্ধারিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সঠিক নিয়মপালন করেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৪ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪৩ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে