‘আপা, আপনার কার্ডটা দেন, আমি টাকা তুলে দিচ্ছি’—এই কথা বলে কৌশলে হাতে নিয়ে ব্যাংকের এটিএম কার্ড বদলে ফেলেন। এই সুযোগে প্রতারক ব্যাংক থেকে টাকা তুলে নেন। ভুক্তভোগী পোশাককর্মী বাসায় গিয়ে মোবাইল ফোনে টাকা তোলার মেসেজ পান। পরদিন আবার এটিএম বুথে গিয়ে সেই লোকের দেখা পান। এ সময় প্রতারক পালানোর চেষ্টা করেন। তখন আশপাশের লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আজ মঙ্গলবার দুপুরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল সোমবার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় জনতার হাতে আটক ওই ব্যক্তিকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী পোশাককর্মী শিউলি বেগম (২২)।
ভুক্তভোগী শিউলি বেগম স্বামী সোহাগ হাওলাদারের সঙ্গে আশুলিয়ায় ভাড়া বাসায় থাকেন। তাঁদের বাড়ি পিরোজপুরে। তাঁরা স্বামী-স্ত্রী দুজনই পোশাক কারখানায় কাজ করেন।
প্রতারকের নাম রাজীব শেখ (২৭)। তিনি বাগেরহাটের কচুয়া থানার গজারিয়া গ্রামের বাসিন্দা। আশুলিয়ার নরসিংহপুর সোনা মিয়া মার্কেট এলাকায় তিনি ভাড়া থাকেন।
মামলার এজাহারে শিউলি বেগম উল্লেখ করেন, গত শনিবার আশুলিয়ার নরসিংহপুর নাসা গ্রুপের সামনে এক্সিম ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে যান। এ সময় এক লোক তাঁকে বলেন, ‘আপা, আপনার কার্ডটা আমাকে দেন, আমি টাকা তুলে দিচ্ছি।’ তিনি কার্ড দিয়ে পিন কোডও বলে দেন। কিন্তু বুথে কার্ড ঢোকানোর পর বলা হয় নেটওয়ার্ক সমস্যা, এখন টাকা ওঠানো যাবে না।
এজাহারে বলা হয়, এটিএম কার্ড ফেরত নিয়ে বাসায় চলে যান শিউলি বেগম। পরে মোবাইল ফোনে ৯ হাজার টাকা তোলার মেসেজ পান। পরদিন আবার এটিএম বুথে গিয়ে সেই লোকের দেখা পান। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আশপাশের লোকজন তাঁকে আটক করেন। এ সময় তিনি এটিএম কার্ড বদলে তা দিয়ে টাকা তোলার কথা স্বীকার করেন। পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ তাঁকে আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাদরুজ জামান আজকের পত্রিকাকে বলেন, এটিএম বুথে সহযোগিতার কথা বলে প্রতারণা করেন সেই ব্যক্তি। নরম স্বভাবের নারীদের টার্গেট করতেন তিনি। টাকা তুলে দেওয়ার কথা বলে আসল কার্ড হাতে নিয়ে ভুক্তভোগীকে বাতিল কার্ড ধরিয়ে দিতেন। তাঁর কাছ থেকে বিভিন্ন মানুষের আরও ছয়টি এটিএম কার্ড জব্দ করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গত বছরের ১০ অক্টোবর একই অপরাধে চারজনকে গ্রেপ্তার করেছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। যাদের মধ্যে তিনজনই ছিল আশুলিয়ার। তারাও এটিএম বুথের সামনে গিয়ে সাধারণ মানুষের টাকা তুলে দেওয়ার সহযোগিতা করতে চেয়ে সুযোগ বুঝে কার্ড বদলে টাকা তুলে নিত।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪৪ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে