উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে রাজধানীর বিমানবন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা ‘দখলদার হটাও, সিভিল অ্যাভিয়েশন বাঁচাও’সহ নানা স্লোগান দেন।
বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের প্রধান কার্যালয়ের সামনে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। সেই সঙ্গে ছয় দফা দাবিও জানানো হয়।
পরে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় এক পাশের সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। তখন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া ও বিমানবন্দর থানা-পুলিশ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে সিভিল অ্যাভিয়েশন আসার অনুরোধ জানান।
পরে সড়ক ছেড়ে সিভিল অ্যাভিয়েশন বিক্ষোভ করতে থাকেন, সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে।
বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করা হচ্ছে। সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে রাখার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান, তরে এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
কর্মচারীদের ছয় দফা দাবি হলো—
প্রথমত, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
দ্বিতীয়ত, বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
চতুর্থত, ২০১৬ সালে চালুকৃত ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় জনবল মোতায়েন কার্যক্রম থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য একটি সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে।
পঞ্চমত, ১০ সদস্যের বেবিচক পর্ষদে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে এবং বেবিচকের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
ষষ্ঠত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আমরা এমন কোনো সিদ্ধান্ত নিইনি। এমন কোনো কিছু মন্ত্রণালয়ে দিইনি। আপনারা ভুল শুনেছেন।’
তিনি বলেন, ‘আমরা আজই রিজয়েন্ডার দিয়ে দিচ্ছি। রিজয়েন্ডারে আপনারা পেয়ে যাবেন, আমরা সিভিল অ্যাভিয়েশনের নতুন কোনো ফোর্স গঠনের সিদ্ধান্ত নেই নিই।’
মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, ‘আপনারা যে আজ আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, মানুষের দুর্ভোগ করেছেন। সেটা ভবিষ্যতে আর করবেন না।’

বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে রাজধানীর বিমানবন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা ‘দখলদার হটাও, সিভিল অ্যাভিয়েশন বাঁচাও’সহ নানা স্লোগান দেন।
বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের প্রধান কার্যালয়ের সামনে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। সেই সঙ্গে ছয় দফা দাবিও জানানো হয়।
পরে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় এক পাশের সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। তখন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া ও বিমানবন্দর থানা-পুলিশ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে সিভিল অ্যাভিয়েশন আসার অনুরোধ জানান।
পরে সড়ক ছেড়ে সিভিল অ্যাভিয়েশন বিক্ষোভ করতে থাকেন, সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে।
বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করা হচ্ছে। সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে রাখার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান, তরে এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
কর্মচারীদের ছয় দফা দাবি হলো—
প্রথমত, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
দ্বিতীয়ত, বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
চতুর্থত, ২০১৬ সালে চালুকৃত ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় জনবল মোতায়েন কার্যক্রম থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য একটি সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে।
পঞ্চমত, ১০ সদস্যের বেবিচক পর্ষদে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে এবং বেবিচকের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
ষষ্ঠত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আমরা এমন কোনো সিদ্ধান্ত নিইনি। এমন কোনো কিছু মন্ত্রণালয়ে দিইনি। আপনারা ভুল শুনেছেন।’
তিনি বলেন, ‘আমরা আজই রিজয়েন্ডার দিয়ে দিচ্ছি। রিজয়েন্ডারে আপনারা পেয়ে যাবেন, আমরা সিভিল অ্যাভিয়েশনের নতুন কোনো ফোর্স গঠনের সিদ্ধান্ত নেই নিই।’
মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, ‘আপনারা যে আজ আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, মানুষের দুর্ভোগ করেছেন। সেটা ভবিষ্যতে আর করবেন না।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে