উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে রাজধানীর বিমানবন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা ‘দখলদার হটাও, সিভিল অ্যাভিয়েশন বাঁচাও’সহ নানা স্লোগান দেন।
বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের প্রধান কার্যালয়ের সামনে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। সেই সঙ্গে ছয় দফা দাবিও জানানো হয়।
পরে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় এক পাশের সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। তখন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া ও বিমানবন্দর থানা-পুলিশ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে সিভিল অ্যাভিয়েশন আসার অনুরোধ জানান।
পরে সড়ক ছেড়ে সিভিল অ্যাভিয়েশন বিক্ষোভ করতে থাকেন, সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে।
বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করা হচ্ছে। সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে রাখার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান, তরে এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
কর্মচারীদের ছয় দফা দাবি হলো—
প্রথমত, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
দ্বিতীয়ত, বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
চতুর্থত, ২০১৬ সালে চালুকৃত ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় জনবল মোতায়েন কার্যক্রম থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য একটি সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে।
পঞ্চমত, ১০ সদস্যের বেবিচক পর্ষদে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে এবং বেবিচকের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
ষষ্ঠত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আমরা এমন কোনো সিদ্ধান্ত নিইনি। এমন কোনো কিছু মন্ত্রণালয়ে দিইনি। আপনারা ভুল শুনেছেন।’
তিনি বলেন, ‘আমরা আজই রিজয়েন্ডার দিয়ে দিচ্ছি। রিজয়েন্ডারে আপনারা পেয়ে যাবেন, আমরা সিভিল অ্যাভিয়েশনের নতুন কোনো ফোর্স গঠনের সিদ্ধান্ত নেই নিই।’
মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, ‘আপনারা যে আজ আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, মানুষের দুর্ভোগ করেছেন। সেটা ভবিষ্যতে আর করবেন না।’

বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে রাজধানীর বিমানবন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা ‘দখলদার হটাও, সিভিল অ্যাভিয়েশন বাঁচাও’সহ নানা স্লোগান দেন।
বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের প্রধান কার্যালয়ের সামনে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। সেই সঙ্গে ছয় দফা দাবিও জানানো হয়।
পরে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় এক পাশের সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। তখন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া ও বিমানবন্দর থানা-পুলিশ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে সিভিল অ্যাভিয়েশন আসার অনুরোধ জানান।
পরে সড়ক ছেড়ে সিভিল অ্যাভিয়েশন বিক্ষোভ করতে থাকেন, সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে।
বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করা হচ্ছে। সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে রাখার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান, তরে এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
কর্মচারীদের ছয় দফা দাবি হলো—
প্রথমত, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
দ্বিতীয়ত, বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
চতুর্থত, ২০১৬ সালে চালুকৃত ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় জনবল মোতায়েন কার্যক্রম থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য একটি সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে।
পঞ্চমত, ১০ সদস্যের বেবিচক পর্ষদে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে এবং বেবিচকের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
ষষ্ঠত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আমরা এমন কোনো সিদ্ধান্ত নিইনি। এমন কোনো কিছু মন্ত্রণালয়ে দিইনি। আপনারা ভুল শুনেছেন।’
তিনি বলেন, ‘আমরা আজই রিজয়েন্ডার দিয়ে দিচ্ছি। রিজয়েন্ডারে আপনারা পেয়ে যাবেন, আমরা সিভিল অ্যাভিয়েশনের নতুন কোনো ফোর্স গঠনের সিদ্ধান্ত নেই নিই।’
মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, ‘আপনারা যে আজ আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, মানুষের দুর্ভোগ করেছেন। সেটা ভবিষ্যতে আর করবেন না।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে