নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিছিল ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। এখনো ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশ নেওয়াদের শনাক্তের কাজ করছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আজ শনিবার বিকেলে গণমাধ্যমকে আইজিপি বলেন, ‘ভিডিও দেখে লং মার্চে (মার্চ ফর খিলাফত) অংশ নেওয়া হিযবুতের অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে কাজ চলছে।’
অপরদিকে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সত্ত্বেও নিষিদ্ধ সংগঠনটি কীভাবে মিছিল করতে পারল সে প্রশ্নে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ মুসল্লিদের কারণে হিযবুত তাহরীর সদস্যদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে সময় নিয়েছে পুলিশ। তাদের আলাদা করে অভিযান চালাতে হয়েছে।
গতকাল শুক্রবার বায়তুল মোকাররমে ঘোষণা দিয়ে হিযবুত তাহরীরের মিছিল করতে পারার পেছনে পুলিশের ‘গোয়েন্দা ব্যর্থতা’ রয়েছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোনো গোয়েন্দা বাহিনী নেই। ডিবি ওই অর্থে গোয়েন্দা না, গোয়েন্দা বাহিনীর প্রধান কাজ হচ্ছে অগ্রিম ইন্টেলিজেন্স কালেকশন (গোয়েন্দা তথ্য সংগ্রহ)। আমার যে ডিবি মূলত ক্রিমিনালদের নিয়ে কাজ করে। ক্রিমিনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে।’
তিনি বলেন, ‘তবে কালকের ঘটনায় আমরা প্রথমে গেটেই আমরা তাদের ডিসপার্স (ছত্রভঙ্গ) করতে পারতাম। কিন্তু গেটে প্রচুর মুসল্লি, সেখানে আমরা কোনো অ্যাকশনে গেলে মুসল্লিরা (টিয়ার) গ্যাস দ্বারা আক্রান্ত হতে পারেন। মুসল্লিদের ক্ষতি হতে পারে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। সে জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করে তাদের বিচ্ছিন্ন করে পল্টন মোড় থেকে যখন বিজয়নগরের দিকে মোড় নিতে গেছে, তখন আমরা অ্যাকশনে গেছি এবং তাদের আমরা ডিসপার্স করছি।’
গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত হিযবুত তাহরীরের মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত বলেও জানান ডিএমপি কমিশনার।
আরও পড়ুন:–
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিছিল ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। এখনো ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশ নেওয়াদের শনাক্তের কাজ করছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আজ শনিবার বিকেলে গণমাধ্যমকে আইজিপি বলেন, ‘ভিডিও দেখে লং মার্চে (মার্চ ফর খিলাফত) অংশ নেওয়া হিযবুতের অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে কাজ চলছে।’
অপরদিকে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সত্ত্বেও নিষিদ্ধ সংগঠনটি কীভাবে মিছিল করতে পারল সে প্রশ্নে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ মুসল্লিদের কারণে হিযবুত তাহরীর সদস্যদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে সময় নিয়েছে পুলিশ। তাদের আলাদা করে অভিযান চালাতে হয়েছে।
গতকাল শুক্রবার বায়তুল মোকাররমে ঘোষণা দিয়ে হিযবুত তাহরীরের মিছিল করতে পারার পেছনে পুলিশের ‘গোয়েন্দা ব্যর্থতা’ রয়েছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোনো গোয়েন্দা বাহিনী নেই। ডিবি ওই অর্থে গোয়েন্দা না, গোয়েন্দা বাহিনীর প্রধান কাজ হচ্ছে অগ্রিম ইন্টেলিজেন্স কালেকশন (গোয়েন্দা তথ্য সংগ্রহ)। আমার যে ডিবি মূলত ক্রিমিনালদের নিয়ে কাজ করে। ক্রিমিনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে।’
তিনি বলেন, ‘তবে কালকের ঘটনায় আমরা প্রথমে গেটেই আমরা তাদের ডিসপার্স (ছত্রভঙ্গ) করতে পারতাম। কিন্তু গেটে প্রচুর মুসল্লি, সেখানে আমরা কোনো অ্যাকশনে গেলে মুসল্লিরা (টিয়ার) গ্যাস দ্বারা আক্রান্ত হতে পারেন। মুসল্লিদের ক্ষতি হতে পারে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। সে জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করে তাদের বিচ্ছিন্ন করে পল্টন মোড় থেকে যখন বিজয়নগরের দিকে মোড় নিতে গেছে, তখন আমরা অ্যাকশনে গেছি এবং তাদের আমরা ডিসপার্স করছি।’
গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত হিযবুত তাহরীরের মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত বলেও জানান ডিএমপি কমিশনার।
আরও পড়ুন:–
রংপুরের বদরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র হক সাহেবের মোড় থেকে স্টেশন সড়ক এবং শহীদ মিনার থেকে থানা সড়কের এক পাশ দিয়ে ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। ঈদ সামনে রেখে কেনাকাটায় বের হওয়া মানুষজন সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
৩ ঘণ্টা আগেঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মসজিদের নামে তোলা টাকার সিংহভাগই ছয়নয় করার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে। আগে মসজিদটিতে দলিলপ্রতি মাত্র ২০ টাকা দেওয়া হলেও বর্তমানে তা-ও দেওয়া হয় না। আর এসব বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন মসজিদের সাধারণ সম্পাদক দীন ইসলাম।
৩ ঘণ্টা আগেনিজের সম্বন্ধী আর বন্ধুবান্ধব ছাড়া কাউকেই চিনছেন না রাজশাহী গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম। দরপত্রের প্রক্রিয়ার গোপন দর ফাঁস করে তিনি তাঁদের লাখ লাখ টাকার কাজ পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে অন্য কোনো ঠিকাদার কাজ পাচ্ছেন না। বঞ্চিত ঠিকাদারদের মধ্যে তীব্র ক্ষোভ...
৪ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল ল্যান্ড ক্রুজার খালাস না হওয়ায় শেষ পর্যন্ত নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গত মাসে অনুষ্ঠিত নিলামে প্রতিটি ৯ কোটি ৬৭ লাখ টাকা দামের ২৪টি গাড়ি বিক্রির জন্য তোলা হয়। সেই নিলামে ১৪ জন অংশগ্রহণ...
৪ ঘণ্টা আগে