গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়া–চর কিশোরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে পর্যটকবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ৬ জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় চর কিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে মেঘনায় ট্রলারটি ডুবে যায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন বলেন, ‘জরুরি সেবার নম্বর ৯৯৯–এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, ট্রলারে ১১ জন আরোহী ছিলেন। এর মধ্যে পাঁচজন জীবিত উদ্ধার হয়েছেন। নিখোঁজ রয়েছেন ছয়জন।’
নিখোঁজদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তাঁরা হলেন— সুমনা আক্তার (২৫) জান্নাতুল মাওয়া (৬) সাফা (৪) মারওয়া (৮) রিমাদ (২) সাব্বির হোসাইন (৪০)।
বেঁচে ফেরা যাত্রী রিয়াদ জানান, বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলার দৌলতপুর থেকে ১১ জন আত্মীয়–স্বজনজন মিলে মুন্সিগঞ্জ–নারায়ণগঞ্জের সীমান্তবর্তী চর কিশোরগঞ্জ এলাকায় ভ্রমণের জন্য এসেছিলেন তাঁরা। ভ্রমণ শেষে সন্ধ্যায় ট্রলারযোগে গজারিয়ায় ফিরে যাচ্ছিলেন। তাঁদের ট্রলারটি মাঝনদীতে পৌঁছালে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অন্যরা তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ রয়েছে ছয়জন। তাঁদের মধ্যে তিনজন একই পরিবারের।
ফায়ার সার্ভিস ও নৌ–পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তবে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন বলেন, ‘নিখোঁজদের মধ্যে চারটি শিশু ও দুজন নারী রয়েছেন। বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় নদীতে অভিযান চালানো যাচ্ছে না। সকাল হলে আমাদের অভিযান তৎপরতা চলবে।’

মুন্সিগঞ্জের গজারিয়া–চর কিশোরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে পর্যটকবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ৬ জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় চর কিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে মেঘনায় ট্রলারটি ডুবে যায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন বলেন, ‘জরুরি সেবার নম্বর ৯৯৯–এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, ট্রলারে ১১ জন আরোহী ছিলেন। এর মধ্যে পাঁচজন জীবিত উদ্ধার হয়েছেন। নিখোঁজ রয়েছেন ছয়জন।’
নিখোঁজদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তাঁরা হলেন— সুমনা আক্তার (২৫) জান্নাতুল মাওয়া (৬) সাফা (৪) মারওয়া (৮) রিমাদ (২) সাব্বির হোসাইন (৪০)।
বেঁচে ফেরা যাত্রী রিয়াদ জানান, বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলার দৌলতপুর থেকে ১১ জন আত্মীয়–স্বজনজন মিলে মুন্সিগঞ্জ–নারায়ণগঞ্জের সীমান্তবর্তী চর কিশোরগঞ্জ এলাকায় ভ্রমণের জন্য এসেছিলেন তাঁরা। ভ্রমণ শেষে সন্ধ্যায় ট্রলারযোগে গজারিয়ায় ফিরে যাচ্ছিলেন। তাঁদের ট্রলারটি মাঝনদীতে পৌঁছালে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অন্যরা তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ রয়েছে ছয়জন। তাঁদের মধ্যে তিনজন একই পরিবারের।
ফায়ার সার্ভিস ও নৌ–পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তবে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন বলেন, ‘নিখোঁজদের মধ্যে চারটি শিশু ও দুজন নারী রয়েছেন। বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় নদীতে অভিযান চালানো যাচ্ছে না। সকাল হলে আমাদের অভিযান তৎপরতা চলবে।’

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তাঁকে ছেড়ে দেওয়া ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়।
৭ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে (৩৫) হত্যার অভিযোগে মূল আসামি যোবায়ের হোসেন পাপ্পুকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব। বারিধারা এলাকা থেকে র্যাব-১ গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বলে রাতে জানিয়েছেন ব্যাটালিয়নটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
২০ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাজারি গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে পাঁচলাইশ থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছেন।
২২ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২৫ মিনিট আগে