
রাজধানীর তেজগাঁও এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্রেন থেকে কনটেইনার পড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্রেন অপারেটরকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ের তেজকুনীপাড়া রেলওয়ে কলোনিসংলগ্ন বিজয় সরণি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শামীম মিয়া (৩৯)। নরসিংদীর রায়পুরায় উপজেলার সদাঘরকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে। এ ঘটনায় আজহারুল ইসলাম সোহাগ নামে ক্রেন অপারেটরকে আটক করা হয়েছে।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, তেজগাঁও থানাধীন তেজকুনীপাড়া রেল কলোনিসংলগ্ন বিজয় সরণি ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে একটি কনটেইনার ক্রেনের মাধ্যমে অন্যত্র সরানোর সময় সেটি পড়ে যায়। এ সময় এর নিচে থাকা শ্রমিক শামীম মিয়া চাপা পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিহত শ্রমিককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।
এর আগে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ের পাশে দিলু রোড এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মই পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মতিউর রহমান (৫০)। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর কারণ দেখিয়ে নিহতের বোন মনোয়ারা বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে