রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার উপজেলার দৌলতদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় দত্ত বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধারকারী ট্রেনটি বেলা সাড়ে ৩টার সময় রাজবাড়ী রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঘটনা স্থলে পৌঁছে গেছে। উদ্ধার কাজ চলছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেটা বলা যাচ্ছে না।
এর আগে বেলা ২টায় দৌলতদিয়া রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা নকশিকাঁথা মেইল ট্রেনের একটি বগির পাঁচটি চাকা হঠাৎ লাইনচ্যুত হয়। এরপর থেকেই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।
অন্যদিকে পোড়াদাহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী সাটল ট্রেনটি পাঁচুরিয়া স্টেশনে আটকা পড়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে ওই স্থান থেকেই ট্রেনটি পুনরায় পোড়াদাহের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
রেলওয়ে জিআরপি পুলিশ সদস্য আব্দুর রহমান বলেন, দৌলতদিয়া স্টেশন থেকে ছেড়ে আসার ১৫ মিনিট পর ট্রেন থেমে গেল। আমরা ট্রেন থেকে নেমে দেখি বগির পাঁচটি চাকা লাইটচ্যুত হয়েছে। এ ঘটনার কোনো হতাহত হয়নি। ঘটনার পর যাত্রীরা সড়ক পথে চলে গেছে। এরপর উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৬ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩১ মিনিট আগে