
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীর লাইসেন্স জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন।
উপজেলা কৃষি অফিস ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সারের মজুত ও মূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করা হয়। কিন্তু প্রশাসনের বাজার তদারকির খবর ছড়িয়ে পড়লে তদারকি দল দোকানগুলোতে পৌঁছানোর আগেই অসাধু ব্যবসায়ীরা সতর্ক হয়ে যায় এবং অভিযোগ অনুযায়ী তাদের কাছ থেকে কোনো অনিয়মের তথ্য প্রমাণ পাওয়া যায় না। এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে গোপনে একজনকে ক্রেতা সাজিয়ে সার কেনার মাধ্যমে দোকানগুলোর সারের মূল্য যাচাই করা হয়।
আরও জানা যায়, যাচাই করে দেখা যায় নাগেরপাড়া বাজারের একজন ব্যবসায়ী ক্রেতার (ছদ্মবেশী) কাছ থেকে ২২ টাকা মূল্যের ইউরিয়া সার ২৪ টাকা, ২২ টাকা মূল্যের টিএসপি সার ২৬ টাকা এবং ১৫ টাকা মূল্যের পটাশ সার ২০ টাকা মূল্যে বিক্রি করছে। পরে ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খুচরা সার ডিলারের লাইসেন্স জব্দ করা হয় এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই ব্যবসায়ীর খুচরা ডিলারশিপ লাইসেন্স বাতিল করার সুপারিশ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে গোসাইরহাট থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের অভিযানের খবর আগেই ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে পরে। যার কারণে অভিযোগ অনুযায়ী তাদের কাছ থেকে কোনো অনিয়মের তথ্য প্রমাণ পাওয়া যায় না। তাই কৌশলে আমাদের একজনকে ক্রেতা সাজিয়ে সারের বাজার মূল্য যাচাই করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ওই দোকানে গিয়ে আমরা ব্যবসায়ীর লাইসেন্স জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করি। সাধারণ কৃষকদের ন্যায্যমূল্যে সার পাওয়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৫ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩০ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে