নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনার পর ভবনটি ২০ ঘণ্টা যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল সোমবার থেকে বন্ধ রয়েছে ভবনের মার্কেট।
এদিকে ঘটনার পর আজ মঙ্গলবার সকালে ভবনটির বেসমেন্টের যেই জায়গায় আগুন লেগেছিল সেটিকে ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে আটকে দিয়েছে সিআইডি।
বেলা দেড়টায় বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
গতকাল সোমবার সন্ধ্যায় আগুন লাগে ভবনটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পরপরই ভবনটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। ঘটনার ২০ ঘণ্টা পরও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
দুপুর আড়াইটার দিকে ভবনটির এক কর্মকর্তা সালমান বলেন, ভবনটিতে এখনো কোনো বিদ্যুৎ নেই। মার্কেটের দোকানদার কর্মচারীরা তাঁদের দোকানে কাজ করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। তবে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপাতত ক্রেতাদের প্রবেশও বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, সকালে সিআইডি এসে আগুনে পুড়ে যাওয়া স্থানটিতে ফিতা দিয়ে আটকে দিয়েছে। ভবনের সামনে আমরাও লোহার ব্যারিকেড দিয়ে রেখেছি।
দুপুর ১টায় সিরাজ সেন্টারে গিয়ে দেখা যায়, সামনের সড়কে যানচলাচল স্বাভাবিক। তবে ভবনটির ফুটপাত ঘেঁষে লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। ভবনটির প্রবেশমুখে কয়েকজন পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত। সামনে দিয়ে চলাচল করা উৎসুক জনতা ভবনটিকে দেখছেন, কেউ ছবিও তুলছেন। আর দোকানের কিছু কর্মচারী গেটের সামনেই দাঁড়িয়ে গল্প করছেন। আশপাশের ভবনগুলোর বেশ কিছু দোকান খুললেও এখনো সিরাজ সেন্টারের বিপরীত পাশের দোকানগুলো।
সেখানকার এক দোকান কর্মচারী জানান, মার্কেটের মালিক বলে গেছেন বিকেল ৫টা পর্যন্ত দোকান বন্ধ রাখতে। এরপর দোকান খোলা হবে। দোকানের মালিক থাকতে বলেছেন, তাই বসে আছেন তিনি।
সিরাজ সেন্টারের দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল আগুন লাগার পর ভবনটির সব দোকান বন্ধ রয়েছে। সকাল থেকে দোকানগুলোর মালিক ও কর্মচারীরা যারা আসছেন তাঁদের ভেতরের অবস্থা দেখার জন্য ঢুকতে দেওয়া হচ্ছে। ভবনের ভেতরে কোনো কিছু পুড়ে না গেলেও পানি, আগুনের ধোঁয়ায় কিছু মালামাল নষ্ট হয়েছে। সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। বিদ্যুৎ নেই। কখন দেয় জানা নেই। আরও দু-এক দিন মার্কেট বন্ধ থাকতে পারে বলেও জানান তাঁরা।
দুপুর ২টার দিকে সিরাজ সেন্টারের মালিককে ভবনের নিচে বসে থাকতে দেখা যায়। পরিচয় দিয়ে কথা বলার সময় তিনি বলেন, বাইরের বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লেগেছিল। ভবনের ভেতরে কোথাও আগুন লাগেনি।
একই ভবনে আবাসিক ও বাণিজ্যিক অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবাসিক ও বাণিজ্যিক উভয় হিসেবেই অনুমোদন নেওয়া। ভবনে অগ্নিনির্বাপণের সবকিছুই ছিল। কোনো কিছুর ঘাটতি থাকলে এখনো বসে থাকতে পারতাম না।
কথা বলা শেষে নাম জানতে চাইলে তিনি বলতে রাজি হননি।

রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনার পর ভবনটি ২০ ঘণ্টা যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল সোমবার থেকে বন্ধ রয়েছে ভবনের মার্কেট।
এদিকে ঘটনার পর আজ মঙ্গলবার সকালে ভবনটির বেসমেন্টের যেই জায়গায় আগুন লেগেছিল সেটিকে ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে আটকে দিয়েছে সিআইডি।
বেলা দেড়টায় বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
গতকাল সোমবার সন্ধ্যায় আগুন লাগে ভবনটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পরপরই ভবনটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। ঘটনার ২০ ঘণ্টা পরও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
দুপুর আড়াইটার দিকে ভবনটির এক কর্মকর্তা সালমান বলেন, ভবনটিতে এখনো কোনো বিদ্যুৎ নেই। মার্কেটের দোকানদার কর্মচারীরা তাঁদের দোকানে কাজ করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। তবে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপাতত ক্রেতাদের প্রবেশও বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, সকালে সিআইডি এসে আগুনে পুড়ে যাওয়া স্থানটিতে ফিতা দিয়ে আটকে দিয়েছে। ভবনের সামনে আমরাও লোহার ব্যারিকেড দিয়ে রেখেছি।
দুপুর ১টায় সিরাজ সেন্টারে গিয়ে দেখা যায়, সামনের সড়কে যানচলাচল স্বাভাবিক। তবে ভবনটির ফুটপাত ঘেঁষে লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। ভবনটির প্রবেশমুখে কয়েকজন পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত। সামনে দিয়ে চলাচল করা উৎসুক জনতা ভবনটিকে দেখছেন, কেউ ছবিও তুলছেন। আর দোকানের কিছু কর্মচারী গেটের সামনেই দাঁড়িয়ে গল্প করছেন। আশপাশের ভবনগুলোর বেশ কিছু দোকান খুললেও এখনো সিরাজ সেন্টারের বিপরীত পাশের দোকানগুলো।
সেখানকার এক দোকান কর্মচারী জানান, মার্কেটের মালিক বলে গেছেন বিকেল ৫টা পর্যন্ত দোকান বন্ধ রাখতে। এরপর দোকান খোলা হবে। দোকানের মালিক থাকতে বলেছেন, তাই বসে আছেন তিনি।
সিরাজ সেন্টারের দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল আগুন লাগার পর ভবনটির সব দোকান বন্ধ রয়েছে। সকাল থেকে দোকানগুলোর মালিক ও কর্মচারীরা যারা আসছেন তাঁদের ভেতরের অবস্থা দেখার জন্য ঢুকতে দেওয়া হচ্ছে। ভবনের ভেতরে কোনো কিছু পুড়ে না গেলেও পানি, আগুনের ধোঁয়ায় কিছু মালামাল নষ্ট হয়েছে। সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। বিদ্যুৎ নেই। কখন দেয় জানা নেই। আরও দু-এক দিন মার্কেট বন্ধ থাকতে পারে বলেও জানান তাঁরা।
দুপুর ২টার দিকে সিরাজ সেন্টারের মালিককে ভবনের নিচে বসে থাকতে দেখা যায়। পরিচয় দিয়ে কথা বলার সময় তিনি বলেন, বাইরের বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লেগেছিল। ভবনের ভেতরে কোথাও আগুন লাগেনি।
একই ভবনে আবাসিক ও বাণিজ্যিক অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবাসিক ও বাণিজ্যিক উভয় হিসেবেই অনুমোদন নেওয়া। ভবনে অগ্নিনির্বাপণের সবকিছুই ছিল। কোনো কিছুর ঘাটতি থাকলে এখনো বসে থাকতে পারতাম না।
কথা বলা শেষে নাম জানতে চাইলে তিনি বলতে রাজি হননি।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে