ঢামেক প্রতিনিধি

রাজধানীর মেরুর বাড্ডার একটি বাসায় স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী সেলিমকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন মাহমুদা হক বৃষ্টি (৩৩) ও সানজা মারওয়া (১০)। আজ বুধবার সকাল ৬টার দিকে মা-মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ছাদেক মিয়া জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে ফরাজী হাসপাতালে গিয়ে ওই মা-মেয়েকে অচেতন অবস্থায় পাওয়া যায়। বাসা থেকে স্বামী ও স্বজনেরা তাদের ওই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। স্বজনদের অভিযোগের ভিত্তিতে ফরাজি হাসপাতাল থেকে ওই নারীর স্বামীকে আটক করা হয়। আর মা-মেয়েকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে নিহত বৃষ্টির মামা সোহেল সিকদার বলেন, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার চাষিরা গ্রামে। বর্তমানে মেরুল বাড্ডা জামশেদ টাওয়ারের অষ্টম তলায় থাকতেন তাঁরা। এটি বৃষ্টির স্বামী সেলিমের নিজের বাড়ি।
সোহেল সিকদার অভিযোগ করে বলেন, রাত আনুমানিক ২টার দিকে বৃষ্টির স্বামী সেলিম আমাদের গ্রামের বাড়িতে ফোন করে খবর দেয়, বৃষ্টি ও তাঁর মেয়ে বিষ খেয়েছে তাদের অবস্থা ভালো না। তখন গ্রাম থেকে আমাকে ফোন করে বিষয়টি জানায়। পরে ওই বাসায় গিয়ে বৃষ্টিকে এক রুমে এবং পাশের রুমে সানজাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় বাসায় সেলিম একাই ছিলেন। ৯ মাসের ছোট ছেলে সারিনকে প্রতিবেশী এক ভাড়াটিয়ার কোলে দেখতে পান। সঙ্গে সঙ্গে বৃষ্টি ও সানজাকে ফরাজী হাসপাতালে নিয়ে যান।
সেলিমের পরকীয়া সম্পর্ক রয়েছে এবং একাধিকবার একাধিক মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করেছেন। এসব বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। তার জের ধরেই সেলিম তাদের দুজনকেই শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ করেন স্বজনেরা।

রাজধানীর মেরুর বাড্ডার একটি বাসায় স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী সেলিমকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন মাহমুদা হক বৃষ্টি (৩৩) ও সানজা মারওয়া (১০)। আজ বুধবার সকাল ৬টার দিকে মা-মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ছাদেক মিয়া জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে ফরাজী হাসপাতালে গিয়ে ওই মা-মেয়েকে অচেতন অবস্থায় পাওয়া যায়। বাসা থেকে স্বামী ও স্বজনেরা তাদের ওই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। স্বজনদের অভিযোগের ভিত্তিতে ফরাজি হাসপাতাল থেকে ওই নারীর স্বামীকে আটক করা হয়। আর মা-মেয়েকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে নিহত বৃষ্টির মামা সোহেল সিকদার বলেন, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার চাষিরা গ্রামে। বর্তমানে মেরুল বাড্ডা জামশেদ টাওয়ারের অষ্টম তলায় থাকতেন তাঁরা। এটি বৃষ্টির স্বামী সেলিমের নিজের বাড়ি।
সোহেল সিকদার অভিযোগ করে বলেন, রাত আনুমানিক ২টার দিকে বৃষ্টির স্বামী সেলিম আমাদের গ্রামের বাড়িতে ফোন করে খবর দেয়, বৃষ্টি ও তাঁর মেয়ে বিষ খেয়েছে তাদের অবস্থা ভালো না। তখন গ্রাম থেকে আমাকে ফোন করে বিষয়টি জানায়। পরে ওই বাসায় গিয়ে বৃষ্টিকে এক রুমে এবং পাশের রুমে সানজাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় বাসায় সেলিম একাই ছিলেন। ৯ মাসের ছোট ছেলে সারিনকে প্রতিবেশী এক ভাড়াটিয়ার কোলে দেখতে পান। সঙ্গে সঙ্গে বৃষ্টি ও সানজাকে ফরাজী হাসপাতালে নিয়ে যান।
সেলিমের পরকীয়া সম্পর্ক রয়েছে এবং একাধিকবার একাধিক মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করেছেন। এসব বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। তার জের ধরেই সেলিম তাদের দুজনকেই শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ করেন স্বজনেরা।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
২ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
২ ঘণ্টা আগে