জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভবন নির্মাণ বন্ধ ও মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল শুরু করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে ‘গাছ কাটা নিষেধ’ লেখা সংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেন। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নূরে তামিম স্রোত।
এ সময় জহির রায়হান ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মোটুসী রহমান বলেন, ‘আমরা চাই, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ-সংকট দূর হোক। তবে আইবিএ ভবনের জন্য নির্ধারিত স্থানে অসংখ্য গাছ রয়েছে। গাছ কেটে ভবন নির্মাণ করা হোক তা চাই না। তাই প্রশাসনকে বিষয়টি পুনরায় বিবেচনা করে বিকল্প স্থান নির্ধারণ করার দাবি জানাচ্ছি।’
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহসাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন গাছপালা, জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতি ধ্বংস করে ভবন নির্মাণের পাঁয়তারা করছে। আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন গাছ কাটার মহোৎসব থেকে বেরিয়ে আসুক। এ ছাড়া অবিলম্বে মাস্টারপ্ল্যান প্রণয়ন করার দাবি জানাচ্ছি।’
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বারবার গাছ কাটছে প্রশাসন। বরাবরের মতো যেখানে বেশি গাছ আছে, সেখানেই প্রশাসন ভবন নির্মাণের পাঁয়তারা করছে। তবে স্পষ্টভাবে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে আর কোনো গাছ কাটতে দেওয়া হবে না।’
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভবন নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দক্ষিণে ও বিজ্ঞান কারখানার পার্শ্ববর্তী স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেখানে আইবিএর ভবন নির্মাণের জন্য ৮ বিঘা, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভবন নির্মাণের জন্য ৬ বিঘা করে মোট ২০ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভবন নির্মাণ বন্ধ ও মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল শুরু করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে ‘গাছ কাটা নিষেধ’ লেখা সংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেন। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নূরে তামিম স্রোত।
এ সময় জহির রায়হান ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মোটুসী রহমান বলেন, ‘আমরা চাই, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ-সংকট দূর হোক। তবে আইবিএ ভবনের জন্য নির্ধারিত স্থানে অসংখ্য গাছ রয়েছে। গাছ কেটে ভবন নির্মাণ করা হোক তা চাই না। তাই প্রশাসনকে বিষয়টি পুনরায় বিবেচনা করে বিকল্প স্থান নির্ধারণ করার দাবি জানাচ্ছি।’
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহসাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন গাছপালা, জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতি ধ্বংস করে ভবন নির্মাণের পাঁয়তারা করছে। আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন গাছ কাটার মহোৎসব থেকে বেরিয়ে আসুক। এ ছাড়া অবিলম্বে মাস্টারপ্ল্যান প্রণয়ন করার দাবি জানাচ্ছি।’
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বারবার গাছ কাটছে প্রশাসন। বরাবরের মতো যেখানে বেশি গাছ আছে, সেখানেই প্রশাসন ভবন নির্মাণের পাঁয়তারা করছে। তবে স্পষ্টভাবে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে আর কোনো গাছ কাটতে দেওয়া হবে না।’
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভবন নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দক্ষিণে ও বিজ্ঞান কারখানার পার্শ্ববর্তী স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেখানে আইবিএর ভবন নির্মাণের জন্য ৮ বিঘা, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভবন নির্মাণের জন্য ৬ বিঘা করে মোট ২০ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৭ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে