নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর পিতৃ পরিচয় ডিএনএ টেস্টে নিশ্চিত হওয়ার পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। সেইসঙ্গে জন্ম নেওয়া শিশু সন্তানের ভরন–পোষণ দিতে বলা হয় ২১ বছর পর্যন্ত। তবে আসামি সেই রায় না মেনে আপিল করেন হাইকোর্টে। চান জামিনও। তবে শুনানিতে সন্তানের স্বীকৃতি ও সম্পত্তি লিখে দিতে রাজি হলে মিলে জামিন।
দুই মাসের মধ্যে সম্পত্তি লিখে দেওয়ার কথা ছিল। তারই ধারাবাহিকতায় আজ বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহুরুল হকের বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উঠে।
আসাদুলের পক্ষে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম সুজন। সঙ্গে ছিলেন আইনজীবী মাহফুজুল আলম মুন্না। এ ছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল আজিজ মিয়া মিন্টু ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন।
আইনজীবীদের তথ্য অনুযায়ী, রংপুরের মিঠাপুকুরের আসাদুলের সঙ্গে তার চাচাতো বোনের প্রেমের একপর্যায়ে বিয়ের শর্তে শারীরিক সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে গর্ভবতী হলে বিয়ে করতে অস্বীকৃতি জানান আসাদুল।
বিষয়টি মীমাংসা না হওয়ায় ২০০৭ সালে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী। পরে আদালতের নির্দেশে শিশুর পিতৃ পরিচয় নিশ্চিতে ডিএনএ টেস্ট করা হয়। তাতে জানা যায় ভুক্তভোগীর গর্ভে জন্ম নেওয়া ওই ছেলে শিশুর বাবা আসাদুল।
২০১৬ সালের রংপুরের বিচারিক আদালত ওই মামলায় রায় দেন। রায়ে আসাদুলকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। সেইসঙ্গে ২১ বছর পর্যন্ত জন্ম নেওয়া শিশুর ভরণ–পোষণ দিতে নির্দেশ দেওয়া হয়। জন্ম নেওয়া শিশুটির বয়স এখন ১৫ বছর। এরপর সাজার বিরুদ্ধে আপিল করেন আসাদুল। চান জামিন। শুনানিতে সন্তানের স্বীকৃতি ও সম্পত্তি লিখে দেওয়ার কথা জানানো হয় আদালতকে। পরে হাইকোর্ট তাকে জামিন দেন এবং সম্পত্তি লিখে দিতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় বিষয়টি আজ বুধবার শুনানির জন্য আসে।
ভোক্তভোগী নারীর আইনজীবী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, উভয়পক্ষের আইনজীবী ও স্বজনের উপস্থিতিতে আজ বুধবার আদালত নির্দেশ দেন ৫ বিঘা জমি লিখে দিতে হবে। দলিল দাখিলের পর পরবর্তী আদেশ দেওয়া হবে।
তবে ভোক্তভোগী নারী দাবি করেন আসাদুলের সম্পত্তি আরও বেশি রয়েছে। পরে আদালত সিদ্ধান্ত দেন তার প্রাপ্ত সম্পত্তির অর্ধেক লিখে দিতে হবে। আর সম্পত্তি না লিখে দিলে তার জামিন বাতিল হবে। আর এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২১ মে দিন ধার্য করেছেন আদালত।

ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর পিতৃ পরিচয় ডিএনএ টেস্টে নিশ্চিত হওয়ার পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। সেইসঙ্গে জন্ম নেওয়া শিশু সন্তানের ভরন–পোষণ দিতে বলা হয় ২১ বছর পর্যন্ত। তবে আসামি সেই রায় না মেনে আপিল করেন হাইকোর্টে। চান জামিনও। তবে শুনানিতে সন্তানের স্বীকৃতি ও সম্পত্তি লিখে দিতে রাজি হলে মিলে জামিন।
দুই মাসের মধ্যে সম্পত্তি লিখে দেওয়ার কথা ছিল। তারই ধারাবাহিকতায় আজ বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহুরুল হকের বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উঠে।
আসাদুলের পক্ষে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম সুজন। সঙ্গে ছিলেন আইনজীবী মাহফুজুল আলম মুন্না। এ ছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল আজিজ মিয়া মিন্টু ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন।
আইনজীবীদের তথ্য অনুযায়ী, রংপুরের মিঠাপুকুরের আসাদুলের সঙ্গে তার চাচাতো বোনের প্রেমের একপর্যায়ে বিয়ের শর্তে শারীরিক সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে গর্ভবতী হলে বিয়ে করতে অস্বীকৃতি জানান আসাদুল।
বিষয়টি মীমাংসা না হওয়ায় ২০০৭ সালে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী। পরে আদালতের নির্দেশে শিশুর পিতৃ পরিচয় নিশ্চিতে ডিএনএ টেস্ট করা হয়। তাতে জানা যায় ভুক্তভোগীর গর্ভে জন্ম নেওয়া ওই ছেলে শিশুর বাবা আসাদুল।
২০১৬ সালের রংপুরের বিচারিক আদালত ওই মামলায় রায় দেন। রায়ে আসাদুলকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। সেইসঙ্গে ২১ বছর পর্যন্ত জন্ম নেওয়া শিশুর ভরণ–পোষণ দিতে নির্দেশ দেওয়া হয়। জন্ম নেওয়া শিশুটির বয়স এখন ১৫ বছর। এরপর সাজার বিরুদ্ধে আপিল করেন আসাদুল। চান জামিন। শুনানিতে সন্তানের স্বীকৃতি ও সম্পত্তি লিখে দেওয়ার কথা জানানো হয় আদালতকে। পরে হাইকোর্ট তাকে জামিন দেন এবং সম্পত্তি লিখে দিতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় বিষয়টি আজ বুধবার শুনানির জন্য আসে।
ভোক্তভোগী নারীর আইনজীবী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, উভয়পক্ষের আইনজীবী ও স্বজনের উপস্থিতিতে আজ বুধবার আদালত নির্দেশ দেন ৫ বিঘা জমি লিখে দিতে হবে। দলিল দাখিলের পর পরবর্তী আদেশ দেওয়া হবে।
তবে ভোক্তভোগী নারী দাবি করেন আসাদুলের সম্পত্তি আরও বেশি রয়েছে। পরে আদালত সিদ্ধান্ত দেন তার প্রাপ্ত সম্পত্তির অর্ধেক লিখে দিতে হবে। আর সম্পত্তি না লিখে দিলে তার জামিন বাতিল হবে। আর এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২১ মে দিন ধার্য করেছেন আদালত।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৪ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৭ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে