
মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে যাত্রীভাড়া বাড়ানোর দাবিতে চলাচল বন্ধ রেখেছেন স্পিডবোটমালিক ও চালকেরা। আজ মঙ্গলবার সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, ২০১১ সালে চালু হওয়া প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ আরিচা-কাজিরহাট রুটে বিআইডব্লিউটিএ নির্ধারিত যাত্রীভাড়া ২১০ টাকা। তবে জ্বালানি খরচ, চালকের বেতন ও অন্যান্য ব্যয় বাড়ায় দীর্ঘদিন ধরে যাত্রীপ্রতি ২৫০ টাকা ভাড়া আদায় করছিলেন মালিকেরা। ছাত্র আন্দোলনের কারণে গত বছরের ৫ আগস্ট থেকে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর নতুন লাইসেন্স নিয়ে স্পিডবোট চলাচল আবারও শুরু হয়, তখনো ২৫০ টাকা ভাড়াই নেওয়া হচ্ছিল।
সম্প্রতি কর্তৃপক্ষ আবার ২১০ টাকা হারে ভাড়া আদায়ের নির্দেশনা দিলে মালিকেরা ক্ষতির মুখে পড়ার অভিযোগ তোলেন। তাঁদের দাবি, ঈদ বা যেকোনো বিশেষ সময় যাত্রীর চাপ থাকলেও ফিরে আসার পথে যাত্রী না থাকায় লোকসান বেড়ে যায়। তাই ২৫০ টাকা ভাড়া পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্পিডবোটমালিকদের একজন জানান, ভাড়া বাড়ানোর আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বিআইডব্লিউটিএ আরিচা ট্রাফিক সুপারভাইজার আফসার আলী জানান, ভাড়া বাড়ানোর দাবিতে আজ সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। যৌথ বাহিনী ঘাট পরিদর্শনে এসেছে।
বিআইডব্লিউটিএ আরিচা নদীবন্দর উপপরিচালক মো. সেলিম শেখ বলেন, মালিক সমিতির পক্ষ থেকে ভাড়া বাড়ানোর আবেদন পাওয়া গেছে। তবে মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে স্পষ্ট নির্দেশনা রয়েছে, ভাড়া বাড়ানো হবে না। ফলে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। বর্তমানে ঘাটে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২০ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে