টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মাত্র ৪ লাখ টাকার ইজারার অস্থায়ী কোরবানির পশুর হাট ৪২ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বালিগাঁও ও হাসাইল এলাকার অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করে টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বালিগাঁও হাটের জন্য নির্ধারিত মূল্য ধরা হয় ৩ লাখ ৮৮ হাজার ৬৬৫ টাকা এবং হাসাইল হাটের জন্য ধরা হয় ৪ লাখ ৫৬ হাজার ৮৬০ টাকা।
প্রথম পর্যায়ে সর্বোচ্চ দরদাতা হাজি আবু সাঈদ মিয়া বালিগাঁও হাটের ইজারা পান। কিন্তু পরে অভিযোগ ওঠে, ওই হাটটি দ্বিতীয়বার ‘সাব ডাকের’ মাধ্যমে ইজারা দিয়ে ৪২ লাখ টাকায় দেলোয়ার হোসেন ব্যাপারীর হাতে তুলে দেওয়া হয়েছে। এতে প্রায় ৩৮ লাখ টাকা অতিরিক্ত লেনদেন হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, এই অতিরিক্ত অর্থের বড় অংশই ভাগাভাগি করে নেয় একটি প্রভাবশালী চক্র। স্কুলের নামে থাকা হাটের আয় থেকে সামান্য একটি অংশ পায় সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। বাকি অর্থ হাট ইজারাদার এবং স্থানীয় একটি মহলের মধ্যে বণ্টন হয়।
বালিগাঁও হাটের সাব ডাকের এক শিডিউল ক্রেতা রিপন মুন্সি বলেন, ‘আমি ৩৫ লাখ টাকার শিডিউল কিনেছিলাম, কিন্তু হাট পাইনি। সর্বোচ্চ দরদাতা হিসেবে দেলোয়ার হোসেন ব্যাপারী হাট পেয়েছেন।’
আরেক শিডিউল ক্রেতা জুলহাস শেখ বলেন, ‘আমি শিডিউল কিনেও হাট পাইনি। শুনেছি, দেলোয়ার ব্যাপারী ৪২ লাখ টাকায় হাটটি কিনেছেন।’
অস্থায়ী হাট কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন ব্যাপারী বলেন, ‘৭-৮ লাখ টাকায় হাট নেওয়া হয়েছে।’
তবে হাট কমিটির সভাপতি দেলোয়ার ব্যাপারী দাবি করেন, ‘সাব ডাকের কোনো বিষয় নেই। সরকার নির্ধারিত নিয়মেই হাট পরিচালনা করা হচ্ছে।’ অথচ প্রতিবেদকের হাতে রয়েছে তাঁর শিডিউল জমা দেওয়ার আলোকচিত্র।
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাব ডাকের কোনো নিয়ম নেই। এমন কিছু ঘটেছে বলে প্রমাণ পেলে ইজারা বাতিল করা হবে।’

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মাত্র ৪ লাখ টাকার ইজারার অস্থায়ী কোরবানির পশুর হাট ৪২ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বালিগাঁও ও হাসাইল এলাকার অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করে টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বালিগাঁও হাটের জন্য নির্ধারিত মূল্য ধরা হয় ৩ লাখ ৮৮ হাজার ৬৬৫ টাকা এবং হাসাইল হাটের জন্য ধরা হয় ৪ লাখ ৫৬ হাজার ৮৬০ টাকা।
প্রথম পর্যায়ে সর্বোচ্চ দরদাতা হাজি আবু সাঈদ মিয়া বালিগাঁও হাটের ইজারা পান। কিন্তু পরে অভিযোগ ওঠে, ওই হাটটি দ্বিতীয়বার ‘সাব ডাকের’ মাধ্যমে ইজারা দিয়ে ৪২ লাখ টাকায় দেলোয়ার হোসেন ব্যাপারীর হাতে তুলে দেওয়া হয়েছে। এতে প্রায় ৩৮ লাখ টাকা অতিরিক্ত লেনদেন হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, এই অতিরিক্ত অর্থের বড় অংশই ভাগাভাগি করে নেয় একটি প্রভাবশালী চক্র। স্কুলের নামে থাকা হাটের আয় থেকে সামান্য একটি অংশ পায় সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। বাকি অর্থ হাট ইজারাদার এবং স্থানীয় একটি মহলের মধ্যে বণ্টন হয়।
বালিগাঁও হাটের সাব ডাকের এক শিডিউল ক্রেতা রিপন মুন্সি বলেন, ‘আমি ৩৫ লাখ টাকার শিডিউল কিনেছিলাম, কিন্তু হাট পাইনি। সর্বোচ্চ দরদাতা হিসেবে দেলোয়ার হোসেন ব্যাপারী হাট পেয়েছেন।’
আরেক শিডিউল ক্রেতা জুলহাস শেখ বলেন, ‘আমি শিডিউল কিনেও হাট পাইনি। শুনেছি, দেলোয়ার ব্যাপারী ৪২ লাখ টাকায় হাটটি কিনেছেন।’
অস্থায়ী হাট কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন ব্যাপারী বলেন, ‘৭-৮ লাখ টাকায় হাট নেওয়া হয়েছে।’
তবে হাট কমিটির সভাপতি দেলোয়ার ব্যাপারী দাবি করেন, ‘সাব ডাকের কোনো বিষয় নেই। সরকার নির্ধারিত নিয়মেই হাট পরিচালনা করা হচ্ছে।’ অথচ প্রতিবেদকের হাতে রয়েছে তাঁর শিডিউল জমা দেওয়ার আলোকচিত্র।
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাব ডাকের কোনো নিয়ম নেই। এমন কিছু ঘটেছে বলে প্রমাণ পেলে ইজারা বাতিল করা হবে।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৪১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে