
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মাত্র ৪ লাখ টাকার ইজারার অস্থায়ী কোরবানির পশুর হাট ৪২ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বালিগাঁও ও হাসাইল এলাকার অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করে টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বালিগাঁও হাটের জন্য নির্ধারিত মূল্য ধরা হয় ৩ লাখ ৮৮ হাজার ৬৬৫ টাকা এবং হাসাইল হাটের জন্য ধরা হয় ৪ লাখ ৫৬ হাজার ৮৬০ টাকা।
প্রথম পর্যায়ে সর্বোচ্চ দরদাতা হাজি আবু সাঈদ মিয়া বালিগাঁও হাটের ইজারা পান। কিন্তু পরে অভিযোগ ওঠে, ওই হাটটি দ্বিতীয়বার ‘সাব ডাকের’ মাধ্যমে ইজারা দিয়ে ৪২ লাখ টাকায় দেলোয়ার হোসেন ব্যাপারীর হাতে তুলে দেওয়া হয়েছে। এতে প্রায় ৩৮ লাখ টাকা অতিরিক্ত লেনদেন হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, এই অতিরিক্ত অর্থের বড় অংশই ভাগাভাগি করে নেয় একটি প্রভাবশালী চক্র। স্কুলের নামে থাকা হাটের আয় থেকে সামান্য একটি অংশ পায় সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। বাকি অর্থ হাট ইজারাদার এবং স্থানীয় একটি মহলের মধ্যে বণ্টন হয়।
বালিগাঁও হাটের সাব ডাকের এক শিডিউল ক্রেতা রিপন মুন্সি বলেন, ‘আমি ৩৫ লাখ টাকার শিডিউল কিনেছিলাম, কিন্তু হাট পাইনি। সর্বোচ্চ দরদাতা হিসেবে দেলোয়ার হোসেন ব্যাপারী হাট পেয়েছেন।’
আরেক শিডিউল ক্রেতা জুলহাস শেখ বলেন, ‘আমি শিডিউল কিনেও হাট পাইনি। শুনেছি, দেলোয়ার ব্যাপারী ৪২ লাখ টাকায় হাটটি কিনেছেন।’
অস্থায়ী হাট কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন ব্যাপারী বলেন, ‘৭-৮ লাখ টাকায় হাট নেওয়া হয়েছে।’
তবে হাট কমিটির সভাপতি দেলোয়ার ব্যাপারী দাবি করেন, ‘সাব ডাকের কোনো বিষয় নেই। সরকার নির্ধারিত নিয়মেই হাট পরিচালনা করা হচ্ছে।’ অথচ প্রতিবেদকের হাতে রয়েছে তাঁর শিডিউল জমা দেওয়ার আলোকচিত্র।
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাব ডাকের কোনো নিয়ম নেই। এমন কিছু ঘটেছে বলে প্রমাণ পেলে ইজারা বাতিল করা হবে।’

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৩ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে