মুন্সিগঞ্জের সিরাজদিখান পুকুর থেকে ফয়েজ মাহমুদ ফিরোজ (৫৮) নামে অবসরপ্রাপ্ত এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার শহরের মধ্য কোর্টগাঁও কাজী কমর উদ্দিন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তিনি ওই এলাকার মৃত আহসানুল আলমের ছেলে এবং ইস্টার্ন টিউবস লিমিটেডের সাবেক নির্বাহী প্রকৌশলী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়েজ মাহমুদ ফিরোজ গত বৃহস্পতিবার আসরের নামাজের পর বাড়ি থেকে বের হন তিনি। পরে তার কোনো খোঁজ ছিল না। তিনি খুব নিরিবিলি ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। উচ্চ মাত্রার মাইগ্রেন থাকার কারণে ঘুমের ওষুধ সেবন করতেন। বৃহস্পতিবার তিনি অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করায় অচেতন অবস্থায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘পুকুরের কচুরিপানা পরিষ্কার করার সময় স্থানীয়রা মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, তিনি প্রায় সময়ই অস্বাভাবিক অবস্থায় থাকত। তার পকেটে ঘুমের ওষুধসহ কিছু জিনিসপত্র পাওয়া গেছে। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৬ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৬ মিনিট আগে