আজকের পত্রিকা ডেস্ক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৫ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৭২ টাকার সম্পদ অর্জন এবং নিজ নামীয় ৩১টি ব্যাংক হিসাবে ৬২ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলাটি করা হয়েছে তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা বেগম ও নুরুজ্জামান আহমেদকে আসামি করে। তাঁর বিরুদ্ধে অবৈধ উপায়ে ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১৬৬ টাকার সম্পদ অর্জন এবং নিজ নামে ২৫টি ব্যাংক হিসাবে ৫০ কোটি ৪৩ লাখ ১৬ হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে তৃতীয় মামলাটি করা হয়েছে সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে। এই মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও আসামি করা হয়েছে। পিতার ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৪৫০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া রাকিবুজ্জামানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯২৫ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২), ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাগুলো করা হয়েছে।
গত বছরের ৫ সেপ্টেম্বর নুরুজ্জামান আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৫ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৭২ টাকার সম্পদ অর্জন এবং নিজ নামীয় ৩১টি ব্যাংক হিসাবে ৬২ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলাটি করা হয়েছে তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা বেগম ও নুরুজ্জামান আহমেদকে আসামি করে। তাঁর বিরুদ্ধে অবৈধ উপায়ে ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১৬৬ টাকার সম্পদ অর্জন এবং নিজ নামে ২৫টি ব্যাংক হিসাবে ৫০ কোটি ৪৩ লাখ ১৬ হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে তৃতীয় মামলাটি করা হয়েছে সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে। এই মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও আসামি করা হয়েছে। পিতার ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৪৫০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া রাকিবুজ্জামানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯২৫ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২), ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাগুলো করা হয়েছে।
গত বছরের ৫ সেপ্টেম্বর নুরুজ্জামান আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে