
মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি মার্কেটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে মইয়ের সঙ্গে আটকে থাকা মেকানিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ওই মেকানিককে উদ্ধার করে তারা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আনোয়ার সাত্তার জানান, মুন্সিগঞ্জের গজারিয়া থানার জামালদি বাসস্ট্যান্ডের জিন্নাত আলী মার্কেট থেকে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে আবু রায়হান নামের এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান, তাঁদের মার্কেটে এসি সার্ভিসিংয়ের জন্য একজন এসি মেকানিক মই বেয়ে ওপরে উঠেছিলেন। কিন্তু অসাবধানতাবশত চার হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে লেগে অজ্ঞান হয়ে মইয়ে আটকে আছেন। এ অবস্থায় কলার দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।
৯৯৯ কলটেকার কনস্টেবল শাকিল হোসেন কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে মুন্সিগঞ্জের গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়া অনুরোধ করেন।
ফায়ার স্টেশনের ৯৯৯ ডিসপ্যাচার ফায়ার ফাইটার মো. হানজালাল সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশন এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতায়িত এসি মেকানিক তানভীরকে (১৮) জীবিত অবস্থায় উদ্ধার করে। তাঁকে নামিয়ে এনে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ফায়ার সার্ভিস দলের নেতৃত্বে থাকা ফায়ার লিডিং অফিসার রিফাত মল্লিক ৯৯৯-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৬ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩১ মিনিট আগে