নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি মার্কেটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে মইয়ের সঙ্গে আটকে থাকা মেকানিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ওই মেকানিককে উদ্ধার করে তারা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আনোয়ার সাত্তার জানান, মুন্সিগঞ্জের গজারিয়া থানার জামালদি বাসস্ট্যান্ডের জিন্নাত আলী মার্কেট থেকে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে আবু রায়হান নামের এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান, তাঁদের মার্কেটে এসি সার্ভিসিংয়ের জন্য একজন এসি মেকানিক মই বেয়ে ওপরে উঠেছিলেন। কিন্তু অসাবধানতাবশত চার হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে লেগে অজ্ঞান হয়ে মইয়ে আটকে আছেন। এ অবস্থায় কলার দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।
৯৯৯ কলটেকার কনস্টেবল শাকিল হোসেন কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে মুন্সিগঞ্জের গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়া অনুরোধ করেন।
ফায়ার স্টেশনের ৯৯৯ ডিসপ্যাচার ফায়ার ফাইটার মো. হানজালাল সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশন এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতায়িত এসি মেকানিক তানভীরকে (১৮) জীবিত অবস্থায় উদ্ধার করে। তাঁকে নামিয়ে এনে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ফায়ার সার্ভিস দলের নেতৃত্বে থাকা ফায়ার লিডিং অফিসার রিফাত মল্লিক ৯৯৯-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি মার্কেটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে মইয়ের সঙ্গে আটকে থাকা মেকানিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ওই মেকানিককে উদ্ধার করে তারা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আনোয়ার সাত্তার জানান, মুন্সিগঞ্জের গজারিয়া থানার জামালদি বাসস্ট্যান্ডের জিন্নাত আলী মার্কেট থেকে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে আবু রায়হান নামের এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান, তাঁদের মার্কেটে এসি সার্ভিসিংয়ের জন্য একজন এসি মেকানিক মই বেয়ে ওপরে উঠেছিলেন। কিন্তু অসাবধানতাবশত চার হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে লেগে অজ্ঞান হয়ে মইয়ে আটকে আছেন। এ অবস্থায় কলার দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।
৯৯৯ কলটেকার কনস্টেবল শাকিল হোসেন কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে মুন্সিগঞ্জের গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়া অনুরোধ করেন।
ফায়ার স্টেশনের ৯৯৯ ডিসপ্যাচার ফায়ার ফাইটার মো. হানজালাল সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশন এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতায়িত এসি মেকানিক তানভীরকে (১৮) জীবিত অবস্থায় উদ্ধার করে। তাঁকে নামিয়ে এনে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ফায়ার সার্ভিস দলের নেতৃত্বে থাকা ফায়ার লিডিং অফিসার রিফাত মল্লিক ৯৯৯-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১২ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
২৪ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে