
রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিক ও দোকান মালিকেরা দায় এড়াতে পারেন না—এটি সুস্পষ্টভাবে প্রমাণিত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।। তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কোন শ্রেণির কর্মকর্তা–কর্মচারী কোথায় কী অবহেলা করেছেন সেটি জানতে তদন্ত করতে হবে বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রশ্ন ফাঁস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিবি প্রধান।
ডিবি প্রধান হারুন বলেন, ‘দুটি সংস্থার কী ধরনের গাফিলতি রয়েছে এসব বিষয়ে তদন্ত চলমান। তদন্তে শেষ হলে পরবর্তীতে এ ঘটনাটি নিয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।’
হারুন আরও বলেন, ‘পুরান ঢাকায় ৫০ ভাগের বেশি ভবন রয়েছে যেসব ভবনের মালিকদের বৈধ কোনো কাগজ নেই। বিল্ডিং কোড অনুযায়ী যেভাবে ভবন নির্মাণ করা দরকার সেভাবে তাঁরা করেননি। এ বিষয়টি যাদের দেখভাল করার দরকার তাঁরা যদি না দেখেন, আমরা তো সহযোগী সংস্থা, আমরা সহযোগিতা করব। আমাদের বললে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্দিক বাজারে বিস্ফোরণে দুটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অর্ধশতাধিক।

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
২৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
২৭ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে