ফারুক ছিদ্দিক, ঢাকা

বঙ্গবাজারে সাতটি মার্কেটের ৫ হাজারের বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর সেই পোড়া স্তূপে টোকাই, ফেরিওয়ালা আর ছিন্নমূল নারী ও পথশিশুরা খুঁজছে লোহা, টিনের বিভিন্ন বস্তু আর কাপড়চোপড়।
মরিয়ম আক্তার নামের এক ছিন্নমূল নারী ছাইয়ের মধ্যে কিছু খোঁজাখুঁজি করছিলেন। স্তূপের ভেতরে ভালো কোনো কাপড় খুঁজে পাচ্ছেন কি না, জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমাগো কি কোনো হক নেই? আমরা গরিব, ভিক্ষা করে খাই, পথেঘাটে থাকি, এইখানোত্তুন কিছু লইয়েরে যদি কাঁথামোথা সেলাইতে পারি, তো সমস্যা কী? পাশে আরেক নারী এসে মরিয়মের উদ্দেশে বলেন, ‘মানুষ তাদের দোকানপাটের জন্য হাহাকার করতেছে, আপনি এসব কী করেন? আল্লাহবিল্লা করেন।’ তখন মরিয়ম বলেন, ‘এই বেডি। ভালা মারাইস না, আমাগো নাই তাই নিতাছি, তদের আছে তাই লাগব না। আমারে কস, কিন্তু ওই বেডারা লোহা নিয়া যাইতেছে, তাদের একটু ক তো, পারোস কিনা দেখি।’
লোহা টেনে টেনে নিয়ে যাচ্ছে আহমদ হোসেন নামের এক যুবক। জিজ্ঞেস করলে বলেন, ‘লোহালক্কড় বেইচা টাকা পামু। টাকার জন্য করতেছি।’ কিন্তু এখানে তো আপনার দোকান নেই, কেন আপনি নিয়ে যাচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকারের জিনিস নিচ্ছি। তাতে কিছু বললে সরকারের লোকজন বলুক।’
লোহাজাতীয় বিভিন্ন বস্তুর একটি বস্তা টেনে নিয়ে যাচ্ছে আলামীন হোসেন নামের এক পথশিশু। আলামীন বলে, ‘এত কথা বুঝি না ভাই—বেচমু, টাকা পামু। আপনাকে এসব কমু কেন?’
গতকাল মঙ্গলবার পুড়ে ছাই হয়ে যাওয়া সাতটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করেছে। আজ বুধবার সকাল থেকে এনেক্সকো ভবন থেকে ধোঁয়া বের হওয়ার কারণে ছিটানো হচ্ছে পানি।
আরও খবর পড়ুন:

বঙ্গবাজারে সাতটি মার্কেটের ৫ হাজারের বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর সেই পোড়া স্তূপে টোকাই, ফেরিওয়ালা আর ছিন্নমূল নারী ও পথশিশুরা খুঁজছে লোহা, টিনের বিভিন্ন বস্তু আর কাপড়চোপড়।
মরিয়ম আক্তার নামের এক ছিন্নমূল নারী ছাইয়ের মধ্যে কিছু খোঁজাখুঁজি করছিলেন। স্তূপের ভেতরে ভালো কোনো কাপড় খুঁজে পাচ্ছেন কি না, জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমাগো কি কোনো হক নেই? আমরা গরিব, ভিক্ষা করে খাই, পথেঘাটে থাকি, এইখানোত্তুন কিছু লইয়েরে যদি কাঁথামোথা সেলাইতে পারি, তো সমস্যা কী? পাশে আরেক নারী এসে মরিয়মের উদ্দেশে বলেন, ‘মানুষ তাদের দোকানপাটের জন্য হাহাকার করতেছে, আপনি এসব কী করেন? আল্লাহবিল্লা করেন।’ তখন মরিয়ম বলেন, ‘এই বেডি। ভালা মারাইস না, আমাগো নাই তাই নিতাছি, তদের আছে তাই লাগব না। আমারে কস, কিন্তু ওই বেডারা লোহা নিয়া যাইতেছে, তাদের একটু ক তো, পারোস কিনা দেখি।’
লোহা টেনে টেনে নিয়ে যাচ্ছে আহমদ হোসেন নামের এক যুবক। জিজ্ঞেস করলে বলেন, ‘লোহালক্কড় বেইচা টাকা পামু। টাকার জন্য করতেছি।’ কিন্তু এখানে তো আপনার দোকান নেই, কেন আপনি নিয়ে যাচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকারের জিনিস নিচ্ছি। তাতে কিছু বললে সরকারের লোকজন বলুক।’
লোহাজাতীয় বিভিন্ন বস্তুর একটি বস্তা টেনে নিয়ে যাচ্ছে আলামীন হোসেন নামের এক পথশিশু। আলামীন বলে, ‘এত কথা বুঝি না ভাই—বেচমু, টাকা পামু। আপনাকে এসব কমু কেন?’
গতকাল মঙ্গলবার পুড়ে ছাই হয়ে যাওয়া সাতটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করেছে। আজ বুধবার সকাল থেকে এনেক্সকো ভবন থেকে ধোঁয়া বের হওয়ার কারণে ছিটানো হচ্ছে পানি।
আরও খবর পড়ুন:

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে