ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের কানাইপুরে প্রতিপক্ষের নির্যাতনে ওবায়দুর খান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন বড় ভাই রাজীব খান। এর আগে, আজ দুপুরের দিকে নির্যাতনের শিকার হন তিনি।
নিহত ওবায়দুর কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছেলে। তিনি ট্রাক্টরচালক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বেলা সাড়ে ৩টার দিকে কানাইপুর বিসিক শিল্প নগরীর কাছে তেলের পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে যান ওবায়দুর। এ সময় স্থানীয় খায়রুজ্জামান খাজার নেতৃত্বে ১০–১২ জনের একটি দল তাঁকে তুলে নিয়ে ফরিদপুর জুট ফাইবার্সের পেছনে নিয়ে অমানবিক নির্যাতন চালায়। তাঁর দুই চোখে পেরেক দিয়ে খুঁচিয়ে আঘাত করাসহ বাঁ পা ভেঙে ফেলা হয়। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যায়।
ওবায়দুরের বড় ভাই রাজীব খান বলেন, ‘থানার এক দারোগার সঙ্গে ওবায়দুরের ভালো সম্পর্ক রয়েছে। খায়রুজ্জামান খাজা এলাকায় মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। আমার ভাই তার কর্মকাণ্ডের প্রতিবাদ করত। এ ছাড়া খাজা আমাদের বিরোধী পক্ষ। বিভিন্ন সময় তার পক্ষে মেশার জন্য ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ে আসত। এসব কারণে ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে তুলে নিয়ে অমানবিকভাবে নির্যাতন করা হয়। রাতে ঢাকায় নেওয়ার পথে মারা গেছে।’
ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক তাহিরা হোসেন আজকের পত্রিকাকে, ওবায়দুরের দুই চোখ ও মাথায় আঘাতের ফলে মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া তাঁর বাঁ পা ভেঙে ফেলা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘যতটুকু জেনেছি, ওবায়দুর পুলিশের ইনফরমার হয়ে কাজ করার কারণে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ফরিদপুরের কানাইপুরে প্রতিপক্ষের নির্যাতনে ওবায়দুর খান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন বড় ভাই রাজীব খান। এর আগে, আজ দুপুরের দিকে নির্যাতনের শিকার হন তিনি।
নিহত ওবায়দুর কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছেলে। তিনি ট্রাক্টরচালক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বেলা সাড়ে ৩টার দিকে কানাইপুর বিসিক শিল্প নগরীর কাছে তেলের পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে যান ওবায়দুর। এ সময় স্থানীয় খায়রুজ্জামান খাজার নেতৃত্বে ১০–১২ জনের একটি দল তাঁকে তুলে নিয়ে ফরিদপুর জুট ফাইবার্সের পেছনে নিয়ে অমানবিক নির্যাতন চালায়। তাঁর দুই চোখে পেরেক দিয়ে খুঁচিয়ে আঘাত করাসহ বাঁ পা ভেঙে ফেলা হয়। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যায়।
ওবায়দুরের বড় ভাই রাজীব খান বলেন, ‘থানার এক দারোগার সঙ্গে ওবায়দুরের ভালো সম্পর্ক রয়েছে। খায়রুজ্জামান খাজা এলাকায় মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। আমার ভাই তার কর্মকাণ্ডের প্রতিবাদ করত। এ ছাড়া খাজা আমাদের বিরোধী পক্ষ। বিভিন্ন সময় তার পক্ষে মেশার জন্য ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ে আসত। এসব কারণে ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে তুলে নিয়ে অমানবিকভাবে নির্যাতন করা হয়। রাতে ঢাকায় নেওয়ার পথে মারা গেছে।’
ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক তাহিরা হোসেন আজকের পত্রিকাকে, ওবায়দুরের দুই চোখ ও মাথায় আঘাতের ফলে মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া তাঁর বাঁ পা ভেঙে ফেলা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘যতটুকু জেনেছি, ওবায়দুর পুলিশের ইনফরমার হয়ে কাজ করার কারণে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ের পাঁচতলা ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি। দেড় বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও চার বছরের দ্বারপ্রান্তে এসেও তা শেষ হয়নি। অথচ বিলের সিংহভাগ টাকাই তুলে নিয়েছেন ঠিকাদার। এই অনিয়মের ঘটনা ঘটেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের
৫ ঘণ্টা আগেক্যানসার চিকিৎসায় সরকারি পর্যায়ে দেশের একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) ছয়টি রেডিওথেরাপি যন্ত্রই নষ্ট। ফলে তিন সপ্তাহ ধরে এই প্রতিষ্ঠানে রেডিওথেরাপি সেবা বন্ধ রয়েছে। এতে প্রতিদিন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দুই শতাধিক রোগী।
৫ ঘণ্টা আগেপ্রায় ১০ একর জায়গাজুড়ে একের পর এক টিলা নিয়ে চট্টগ্রামের নাগিন পাহাড়। বছরের পর বছর এই পাহাড়ের ওপর এক্সকাভেটর ও কোদালের কোপ পড়ার পর এখন নিশ্চিহ্নপ্রায়। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারের সময়ই ঐতিহ্যবাহী এ পাহাড় কেটে প্রায় নিশ্চিহ্ন করেছেন দলটির নেতা-কর্মীরা। পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে আবাসিক এলাকাসহ বিভিন্ন
৫ ঘণ্টা আগেরাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার ব্যবসায়ীর ওপর হামলার ঘটনার নেপথ্যে ঢাকার দুই শীর্ষ সন্ত্রাসীর দ্বন্দ্ব। মার্কেট দখলকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হক ইমন ও ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের অনুসারীরা এই দ্বন্দ্বে জড়িয়েছেন।
৭ ঘণ্টা আগে