রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
‘গরিব মানুষ, দিন এনে দিন খাই। এনজিও এবং ব্যাংকঋণের টাকায় দালালের মাধ্যমে ছেলেকে বিদেশ পাঠিয়ে ছেলেও গেল টাকাও গেল। কী হইল রে, আমার সব শেষ। এখন ছেলের লাশটা ছুঁয়ে দেখে মাটি দিতে চাই। আপনারা ছেলেরে আইনা দেন, মুখটা দেইখা মাটি দিতাম চাই।’
ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে নিহত মোস্তাক মিয়ার (২৩) মা এভাবেই আহাজারি করে কথাগুলো বলছিলেন। মোস্তাক নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা। মোস্তাকের পাশাপাশি ভূমধ্যসাগরে ডুবে উপজেলার আরও দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন স্বজনেরা। বাকি দুজন হলেন উপজেলার মহেশপুর ইউনিয়নের সাপমারা গ্রামের জুয়েল (২২) এবং গৌরীপুরের রাকিব চৌধুরী (২৩)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন জয়নগরের আশিক মিয়া (২৩), ঝাউকান্দির সায়েম মিয়া (১৮) ও তুলাতলীর ইমরান হোসাইন (২০)। নিখোঁজ তিনজন জীবিত আছেন নাকি সাগরে ডুবে মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত নয় তাঁদের পরিবার।
এ বিষয়ে দূতাবাসসহ প্রবাসীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চায় ভুক্তভোগী পরিবারগুলো।
খোঁজ নিয়ে জানা গেছে, অর্থনৈতিক সচ্ছলতার আশায় দালালের মাধ্যমে লিবিয়া থেকে স্বপ্নের দেশ ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হন রায়পুরার ওই ছয় তরুণ। গতকাল বৃহস্পতিবার রাকিব, মোস্তাক ও জুয়েলের স্বজনেরা নিহতের সত্যতা নিশ্চিত করেন। এদিকে ঘটনার বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও বাকি তিন তরুণের কোনো সন্ধান না মেলায় পরিবারের মধ্যে হতাশা আর উৎকণ্ঠা বিরাজ করছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ইতালির উদ্দেশে যাত্রা করা একটি ট্রলার ভূমধ্যসাগরে ডুবে যায়। ওই ট্রলারে ৪৫ জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে ৪৩ জন বাংলাদেশি। তাঁদের মধ্যে নরসিংদীর রায়পুরার ছয় তরুণও ছিলেন। ট্রলারডুবির পর কিশোরগঞ্জের ভৈরবের রাকিব নামের এক যুবক সাঁতরে প্রাণে রক্ষা পান। রাকিব মোবাইল ফোনে স্বজনদের জানান, রায়পুরার ছয় তরুণও তাঁর সঙ্গে একই ট্রলারে ছিলেন।
ভুক্তভোগী জুয়েলের বাবা সাদেক মিয়া জানান, জুয়েল গার্মেন্টসে চাকরি করতেন। ভালো বেতন পেতেন। লিবিয়াপ্রবাসী দালাল তোফাজ্জলের মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে ইতালি যাওয়ার চুক্তি হয়। গত ২৪ জানুয়ারি জুয়েলের সঙ্গে শেষ যোগাযোগ হয়েছিল পরিবারের। লিবিয়া থেকে ট্রলারে করে ইতালি যাওয়ার কথাও ভয়েস মেসেজে জানান জুয়েল। এরপর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন।
সাদেক মিয়া বলেন, ‘ঋণের টাকায় ছেলেকে বিদেশে পাঠাই। এখন সব শেষ, ছেলেও গেল টাকাও গেল। বাড়িতে ঋণের লোকজন টাকার জন্য চাপ দিচ্ছে।’
রাকিব চৌধুরীর মা আছমা বলেন, ‘দালাল তোফাজ্জলের মাধ্যমে তিন বছর আগে রাকিব বিদেশ পাড়ি দেন। ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ট্রলারে রাকিব ছিল। মোবাইলে ছবি দেখে রাকিবকে চিনতে পেরেছি। ছেলের লাশটা দেখে মাটি দিতে চাই।’
নিখোঁজ ইমরানের মা নাসিমা আক্তার বলেন, ‘ঋণের টাকায় ছেলেকে বিদেশ পাঠিয়েছি। এখন ছেলের খোঁজখবর পাচ্ছি না। এদিকে ঋণের চাপে দিশেহারা।’
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ইতালি পাঠানোর জন্য ট্রলারে ওই ছয়জনকে তোলা হয়। দালালের প্রতিশ্রুতি অনুযায়ী নিরাপদ ট্রলার ও লাইফ জ্যাকেট দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। ঘটনার পর থেকে দালালদের ফোন নম্বর বন্ধ রয়েছে।
অভিযুক্ত দালাল কবির ও তোফাজ্জলের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের কাউকে পাওয়া যায়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, ‘এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি।’
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ‘লিবিয়ায় ট্রলারডুবিতে ওই ছয়জন আছেন কি না, নিশ্চিত হতে কাজ করছি। মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
খোঁজ নেই রাজৈরের কুদ্দুসের
এদিকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের কুদ্দুস ব্যাপারী (৩২)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে ইতালি নেওয়ার জন্য কুদ্দুসকে প্রলোভন দেখান রাজৈরের মজুমদারকান্দি গ্রামের দালাল মনির শেখ (৫০)। এরপর কুদ্দুস ব্যাপারীর কাছ থেকে দুই বিঘা জমি লিখে নেন মনির। চার মাস আগে ইতালি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন কুদ্দুস। এরপর লিবিয়ায় অবস্থান করেন। সম্প্রতি লিবিয়ায় নৌকাডুবির ঘটনার পর থেকে কুদ্দুস নিখোঁজ হন।
নিখোঁজ কুদ্দুস ব্যাপারীর স্ত্রী দিনা আক্তার বলেন, ‘১৪ দিন ধরে কোনো কথা হয় না, খোঁজও পাচ্ছি না। এদিকে দালালও পালিয়ে গেছে; তার ফোনও বন্ধ।’
নিখোঁজ কুদ্দুসের ভাই সোবহান ব্যাপারী বলেন, ‘আমার ভাই বেঁচে আছে কি না, কিছুই জানি না। আমরা দালাল মনিরের বিচার চাই।’
মাদারীপুরের পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন, ‘ভুক্তভোগী পরিবার চাইলে মামলা করতে পারে। আমরা সহযোগিতা করব।’
‘গরিব মানুষ, দিন এনে দিন খাই। এনজিও এবং ব্যাংকঋণের টাকায় দালালের মাধ্যমে ছেলেকে বিদেশ পাঠিয়ে ছেলেও গেল টাকাও গেল। কী হইল রে, আমার সব শেষ। এখন ছেলের লাশটা ছুঁয়ে দেখে মাটি দিতে চাই। আপনারা ছেলেরে আইনা দেন, মুখটা দেইখা মাটি দিতাম চাই।’
ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে নিহত মোস্তাক মিয়ার (২৩) মা এভাবেই আহাজারি করে কথাগুলো বলছিলেন। মোস্তাক নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা। মোস্তাকের পাশাপাশি ভূমধ্যসাগরে ডুবে উপজেলার আরও দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন স্বজনেরা। বাকি দুজন হলেন উপজেলার মহেশপুর ইউনিয়নের সাপমারা গ্রামের জুয়েল (২২) এবং গৌরীপুরের রাকিব চৌধুরী (২৩)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন জয়নগরের আশিক মিয়া (২৩), ঝাউকান্দির সায়েম মিয়া (১৮) ও তুলাতলীর ইমরান হোসাইন (২০)। নিখোঁজ তিনজন জীবিত আছেন নাকি সাগরে ডুবে মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত নয় তাঁদের পরিবার।
এ বিষয়ে দূতাবাসসহ প্রবাসীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চায় ভুক্তভোগী পরিবারগুলো।
খোঁজ নিয়ে জানা গেছে, অর্থনৈতিক সচ্ছলতার আশায় দালালের মাধ্যমে লিবিয়া থেকে স্বপ্নের দেশ ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হন রায়পুরার ওই ছয় তরুণ। গতকাল বৃহস্পতিবার রাকিব, মোস্তাক ও জুয়েলের স্বজনেরা নিহতের সত্যতা নিশ্চিত করেন। এদিকে ঘটনার বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও বাকি তিন তরুণের কোনো সন্ধান না মেলায় পরিবারের মধ্যে হতাশা আর উৎকণ্ঠা বিরাজ করছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ইতালির উদ্দেশে যাত্রা করা একটি ট্রলার ভূমধ্যসাগরে ডুবে যায়। ওই ট্রলারে ৪৫ জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে ৪৩ জন বাংলাদেশি। তাঁদের মধ্যে নরসিংদীর রায়পুরার ছয় তরুণও ছিলেন। ট্রলারডুবির পর কিশোরগঞ্জের ভৈরবের রাকিব নামের এক যুবক সাঁতরে প্রাণে রক্ষা পান। রাকিব মোবাইল ফোনে স্বজনদের জানান, রায়পুরার ছয় তরুণও তাঁর সঙ্গে একই ট্রলারে ছিলেন।
ভুক্তভোগী জুয়েলের বাবা সাদেক মিয়া জানান, জুয়েল গার্মেন্টসে চাকরি করতেন। ভালো বেতন পেতেন। লিবিয়াপ্রবাসী দালাল তোফাজ্জলের মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে ইতালি যাওয়ার চুক্তি হয়। গত ২৪ জানুয়ারি জুয়েলের সঙ্গে শেষ যোগাযোগ হয়েছিল পরিবারের। লিবিয়া থেকে ট্রলারে করে ইতালি যাওয়ার কথাও ভয়েস মেসেজে জানান জুয়েল। এরপর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন।
সাদেক মিয়া বলেন, ‘ঋণের টাকায় ছেলেকে বিদেশে পাঠাই। এখন সব শেষ, ছেলেও গেল টাকাও গেল। বাড়িতে ঋণের লোকজন টাকার জন্য চাপ দিচ্ছে।’
রাকিব চৌধুরীর মা আছমা বলেন, ‘দালাল তোফাজ্জলের মাধ্যমে তিন বছর আগে রাকিব বিদেশ পাড়ি দেন। ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ট্রলারে রাকিব ছিল। মোবাইলে ছবি দেখে রাকিবকে চিনতে পেরেছি। ছেলের লাশটা দেখে মাটি দিতে চাই।’
নিখোঁজ ইমরানের মা নাসিমা আক্তার বলেন, ‘ঋণের টাকায় ছেলেকে বিদেশ পাঠিয়েছি। এখন ছেলের খোঁজখবর পাচ্ছি না। এদিকে ঋণের চাপে দিশেহারা।’
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ইতালি পাঠানোর জন্য ট্রলারে ওই ছয়জনকে তোলা হয়। দালালের প্রতিশ্রুতি অনুযায়ী নিরাপদ ট্রলার ও লাইফ জ্যাকেট দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। ঘটনার পর থেকে দালালদের ফোন নম্বর বন্ধ রয়েছে।
অভিযুক্ত দালাল কবির ও তোফাজ্জলের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের কাউকে পাওয়া যায়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, ‘এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি।’
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ‘লিবিয়ায় ট্রলারডুবিতে ওই ছয়জন আছেন কি না, নিশ্চিত হতে কাজ করছি। মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
খোঁজ নেই রাজৈরের কুদ্দুসের
এদিকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের কুদ্দুস ব্যাপারী (৩২)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে ইতালি নেওয়ার জন্য কুদ্দুসকে প্রলোভন দেখান রাজৈরের মজুমদারকান্দি গ্রামের দালাল মনির শেখ (৫০)। এরপর কুদ্দুস ব্যাপারীর কাছ থেকে দুই বিঘা জমি লিখে নেন মনির। চার মাস আগে ইতালি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন কুদ্দুস। এরপর লিবিয়ায় অবস্থান করেন। সম্প্রতি লিবিয়ায় নৌকাডুবির ঘটনার পর থেকে কুদ্দুস নিখোঁজ হন।
নিখোঁজ কুদ্দুস ব্যাপারীর স্ত্রী দিনা আক্তার বলেন, ‘১৪ দিন ধরে কোনো কথা হয় না, খোঁজও পাচ্ছি না। এদিকে দালালও পালিয়ে গেছে; তার ফোনও বন্ধ।’
নিখোঁজ কুদ্দুসের ভাই সোবহান ব্যাপারী বলেন, ‘আমার ভাই বেঁচে আছে কি না, কিছুই জানি না। আমরা দালাল মনিরের বিচার চাই।’
মাদারীপুরের পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন, ‘ভুক্তভোগী পরিবার চাইলে মামলা করতে পারে। আমরা সহযোগিতা করব।’
কম্বোগুলোতে বাবার সঙ্গে মিলিয়ে ছেলের পাঞ্জাবি, মেয়ের সঙ্গে মায়ের কুর্তি কিংবা পরিবারের সবার একই রকম পোশাক নেওয়ার প্রবণতা বাড়ছে। ফ্যাশন হাউসগুলো এমন তথ্যই জানাচ্ছে। ঈদ উপলক্ষে অন্যান্য পোশাকের পাশাপাশি ‘মেলানো পোশাক’ বিক্রি হচ্ছে বেশ ভালোই। যদিও এবারের ঈদের বিক্রি নিয়ে সন্তুষ্ট নয় অনেক ফ্যাশন হাউস। ত
৪ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি পুকুর ইজারা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ উপেক্ষা করে সিন্ডিকেটের মাধ্যমে পানির দরে পুকুর ইজারা দেওয়া হয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে পুকুর ইজারায় জালিয়াতির আশ্রয়ও নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেপ্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি। এতে ঈদে ঘরমুখো মানুষেরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। ঈদের আগে পুনরায় ট্রেনটি চালু করে দুর্ভোগ নিরসনে বিভিন্ন কর্মসূচি পালন করছে মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন। তবে কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিন সংকটের কারণে আপাতত ট্রেনটি
৪ ঘণ্টা আগেরাজধানীর ডেমরায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁরা খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুরসহ কার্যালয়ে ব্যাপক তাণ্ডব চালায়।
৪ ঘণ্টা আগে