রাজধানীর গুলিস্তানে ছুরিকাঘাতে মো. জাহাঙ্গীর হোসেন (৪৮) নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তিনি শাহবাগ থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে গুলিস্তান টিএন্ডটি অফিসের পাশের ফুটপাতে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত জাহাঙ্গীর হোসেন জানান, তিনি শাহবাগ থানায় এসআই হিসেবে কর্মরত। মামলার কাজে পুরান ঢাকায় জজকোর্টে যান। রাতে বাসে করে এসে গুলিস্তানে নামেন।
এসআই বলেন, ‘রাস্তা পার হয়ে টিএন্ডটি অফিসের সামনে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে আসছিলাম। টিএন্ডটি অফিসের সামনে আসলে পেছন থেকে কে বা কারা ছুরি মেরে পালিয়ে যায়। কেন আমাকে ছুরি মেরেছে, তা বলতে পারছি না।’
আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু সাইদ হাছান বলেন, ‘ঘটনার সময় আমরা ওই পুলিশ সদস্যের পেছনে ছিলাম। হঠাৎ এক যুবক ওই পুলিশ সদস্যকে ছুরি মেরে দৌড়ে পালিয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারি। এ সময় ছুরিটি ওই পুলিশ কর্মকর্তার পিঠে ঝুলে ছিল।’
সাইদ আরও বলেন, ‘পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসি। ওই অজ্ঞাত যুবকের বয়স হবে আনুমানিক (২০) বছর। ওই যুবকের পরনে একটি লুঙ্গি ছিল। গায়ে কিছু ছিল না।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত পুলিশ কর্মকর্তার পিঠে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৭ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩২ মিনিট আগে