
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে গুলিবিদ্ধ এক তরুণী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার সমসপুর এলাকার দোগাছি সার্ভিস সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। এই সময় লাশের পাশ থেকে পাঁচটি গুলির খোসা জব্দ করা হয়।
নিহত তরুণীর নাম সাহিদা আক্তার (২২), তিনি ময়মনসিংহের বেগুনবাড়ি কোতোয়ালি থানার বরিবয়ান এলাকার আবদুল মোতালেবের মেয়ে। সাহিদা রাজধানীর ঢাকার ওয়ারী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে অজ্ঞাত অবস্থায় সাহিদাকে এক যুবকের সঙ্গে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে হাঁটতে দেখেছেন স্থানীয়রা। এর কিছু সময় পর সাহিদার লাশ সড়কে পড়ে থাকতে দেখেন তারা। সাহিদার পিঠে একাধিক গুলির চিহ্ন ছিল। লাশের পাশ থেকে পাঁচটি গুলির খোসা পড়েছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে পিবিআই, ডিবি পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে যায়। সেখানে সাহিদার হাতের আঙুলের চিহ্ন নিয়ে পরিচয় শনাক্ত করে পুলিশ। দুপুরের দিকে লাশ উদ্ধার করে শ্রীনগর থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিকেলে সাহিদার মাকে খবর দিলে তিনি থানায় এসে লাশ শনাক্ত করেন।
জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থলে যায়। বিকেলে ওই তরুণীর নাম-পরিচয় শনাক্ত করে। আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করা হয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান নিহতের মায়ের বরাত দিয়ে জানান, রাজধানীর একটি বাড়িতে বাচ্চা পালনের কাজ করত সাহিদা। শুক্রবার রাত ৮টায় তিনি ওয়ারীর বাড়ি থেকে বের হন। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল।
আজ (শনিবার) দুপুরের পরে তার মা জানতে পারেন, তার মেয়ে গুলিতে মারা গেছে। তবে কার সঙ্গে, কেন সাহিদা শ্রীনগরের দোগাছি এলাকায় এসেছিল, সেটি তাঁরা জানেন না। পুলিশ বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত করে দেখছে।’

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে