সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এখনো রোপা ও বোনা আমন ধান কাটা-মাড়াই শেষ হয়নি। ইতিমধ্যে দ্বিগুণ লাভের আশায় আগাম আলু রোপণ করছে কৃষকেরা।
সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত সময় পার করছে তাঁরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের ধলেশ্বরী নদীর তীরে আনন্দ ও উদ্দীপনা নিয়ে আগাম আলু রোপণ করছেন কৃষকেরা। কেইল ফাড়ছেন, কেউ আলু মাটির ভেতর রোপণ করছেন। আবার অনেক কৃষক জমি পরিষ্কারের কাজ করছেন। জমিতে সার ছিটানো, ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করা হচ্ছে।
অন্যদিকে উপজেলার বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ কৃষি জমিজুড়ে কাঁচা-পাকা ধান শোভা পাচ্ছে। আগামী ১-২ সপ্তাহের মধ্যেই এসব ধান কাটা ও মাড়াই শুরু হবে। ধান মাড়াই শেষ হলে উপজেলার ১৪টি ইউনিয়নে একযোগে কৃষি জমিগুলোতে বিভিন্ন জাতের আলু রোপণ করা হবে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো কার্তিক মাসের শুরুতে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি, চরেরগাঁও, চরখাসকান্দি, চান্দেরচর, চরপানিয়া গ্রামের কৃষকেরা তাদের প্রায় ১০০ বিঘা উঁচু জমিগুলোতে আগাম আলু রোপণ করে থাকেন। এতে আলু রোপণের ৫৫ থেকে ৬০ দিনের মাথায় তা বিক্রির উপযোগী হয়। তুলনামূলক কম সময় লাগায় এ আলু চাষ করে লাভবান হওয়া যায় সহজেই। তাই প্রতিবারের মতো এবারও আগাম আলু চাষে নেমেছেন এসব এলাকার কৃষকেরা। আলু চাষের জন্য বেলে ও দোঁ-আশ মাটি সবচেয়ে উপযোগী।
চান্দেরচর গ্রামের কৃষক নূর ইসলাম বলেন, ‘গত বছর আগাম আলু রোপণ করে ভালো দাম পেয়েছি। তাই এখন আলু রোপণ শুরু করেছি। এবার আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘এবার আমাদের দ্বিগুণ দামে আলুর বীজ-সার কিনতে হচ্ছে। বর্তমান বাজারে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকায় কিনতে হচ্ছে। তারপরও সব মিলিয়ে নতুন আলুতে অধিক লাভের আশা করছি।’
কয়েকজন কৃষক জানান, আগাম আলুতে ভালো দাম পাওয়ার আশায় রোপণ শুরু করছেন তাঁরা। এর কারণ হচ্ছে এবার দেশে এ যাবৎকালের সর্বোচ্চ আলুর দাম বৃদ্ধি পেয়েছে, যা এখন ৬০-৭০ টাকা কেজিতে গিয়ে ঠেকেছে। এর ফলে নতুন স্বপ্ন নিয়ে আলু রোপণ করছেন তাঁরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, এ উপজেলায় এখনো রোপা ও বোনা আমন ধান কাটা-মাড়াই শেষ না হলেও দ্বিগুণ লাভের আশায় প্রতি বছরের মতো এবারও বালুচর ইউনিয়নের কয়েক গ্রামের ২০-২৫ জন কৃষক তাদের জমিতে আগাম আলু রোপণ শুরু করেছেন। লাভবানও বেশি হয়ে থাকে তাঁরা। এ ছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকেরা ২০-২৫ দিন পর আলু রোপণ শুরু করবেন।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এখনো রোপা ও বোনা আমন ধান কাটা-মাড়াই শেষ হয়নি। ইতিমধ্যে দ্বিগুণ লাভের আশায় আগাম আলু রোপণ করছে কৃষকেরা।
সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত সময় পার করছে তাঁরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের ধলেশ্বরী নদীর তীরে আনন্দ ও উদ্দীপনা নিয়ে আগাম আলু রোপণ করছেন কৃষকেরা। কেইল ফাড়ছেন, কেউ আলু মাটির ভেতর রোপণ করছেন। আবার অনেক কৃষক জমি পরিষ্কারের কাজ করছেন। জমিতে সার ছিটানো, ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করা হচ্ছে।
অন্যদিকে উপজেলার বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ কৃষি জমিজুড়ে কাঁচা-পাকা ধান শোভা পাচ্ছে। আগামী ১-২ সপ্তাহের মধ্যেই এসব ধান কাটা ও মাড়াই শুরু হবে। ধান মাড়াই শেষ হলে উপজেলার ১৪টি ইউনিয়নে একযোগে কৃষি জমিগুলোতে বিভিন্ন জাতের আলু রোপণ করা হবে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো কার্তিক মাসের শুরুতে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি, চরেরগাঁও, চরখাসকান্দি, চান্দেরচর, চরপানিয়া গ্রামের কৃষকেরা তাদের প্রায় ১০০ বিঘা উঁচু জমিগুলোতে আগাম আলু রোপণ করে থাকেন। এতে আলু রোপণের ৫৫ থেকে ৬০ দিনের মাথায় তা বিক্রির উপযোগী হয়। তুলনামূলক কম সময় লাগায় এ আলু চাষ করে লাভবান হওয়া যায় সহজেই। তাই প্রতিবারের মতো এবারও আগাম আলু চাষে নেমেছেন এসব এলাকার কৃষকেরা। আলু চাষের জন্য বেলে ও দোঁ-আশ মাটি সবচেয়ে উপযোগী।
চান্দেরচর গ্রামের কৃষক নূর ইসলাম বলেন, ‘গত বছর আগাম আলু রোপণ করে ভালো দাম পেয়েছি। তাই এখন আলু রোপণ শুরু করেছি। এবার আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘এবার আমাদের দ্বিগুণ দামে আলুর বীজ-সার কিনতে হচ্ছে। বর্তমান বাজারে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকায় কিনতে হচ্ছে। তারপরও সব মিলিয়ে নতুন আলুতে অধিক লাভের আশা করছি।’
কয়েকজন কৃষক জানান, আগাম আলুতে ভালো দাম পাওয়ার আশায় রোপণ শুরু করছেন তাঁরা। এর কারণ হচ্ছে এবার দেশে এ যাবৎকালের সর্বোচ্চ আলুর দাম বৃদ্ধি পেয়েছে, যা এখন ৬০-৭০ টাকা কেজিতে গিয়ে ঠেকেছে। এর ফলে নতুন স্বপ্ন নিয়ে আলু রোপণ করছেন তাঁরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, এ উপজেলায় এখনো রোপা ও বোনা আমন ধান কাটা-মাড়াই শেষ না হলেও দ্বিগুণ লাভের আশায় প্রতি বছরের মতো এবারও বালুচর ইউনিয়নের কয়েক গ্রামের ২০-২৫ জন কৃষক তাদের জমিতে আগাম আলু রোপণ শুরু করেছেন। লাভবানও বেশি হয়ে থাকে তাঁরা। এ ছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকেরা ২০-২৫ দিন পর আলু রোপণ শুরু করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে