উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে একটি মশাল মিছিল হয়েছে। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার থেকে এই মশাল মিছিলটি বের হয়। এতে প্রায় ৩০ জন ছাত্র-জনতা উপস্থিত ছিল।
উত্তরার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি বিএনএস সেন্টার থেকে আজমপুর হয়ে শহীদ মুগ্ধ মঞ্চে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া ছাত্র-জনতা ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘লীগের দোসর ফজু ভাই, এখনো কেন পালায় নাই’, ‘আমার সোনার বাংলায়, ফজলুদের ঠাঁই নাই’, ‘কাউয়া গেছে যেই পথে, ফজু যাবে সেই পথে’ স্লোগান দেয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কানেক্টিং গাজী’স-এর কমান্ডার জনি আখন্দ বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের মতো যাদের ওপর বাকশালি প্রেতাত্মা ভর করেছে, যারা বিএনপিতে বসে গুপ্ত রাজনীতি করছে, যারা বাকশালি বয়ান ফেরি করছে, তারা সাবধান হয়ে যান। জুলাই বিপ্লবীরা ব্যবস্থা নেওয়ার আগে আশা করি, বিএনপি তাদের স্থায়ীভাবে বহিষ্কার করবে।’
তুরাগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, ‘সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং কৃষক লীগ নেতা ছিল। সে কীভাবে বিএনপিতে ঢুকল, সেটা জানতে চাই।’
বিমানবন্দরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব নোমান রেজা বলেন, ‘যারা জুলাই বিপ্লবীদের রাজাকার বলে, তারা হলো হানাদার। তারেক রহমানের কাছে আমার প্রশ্ন, ফজুর মতো মানসিক ভারসাম্যহীন নেতার নেতৃত্বে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল কীভাবে পরিচালিত হয়।’
জুলাই ব্রিগেডের অন্যতম সংগঠক লাবীব মুহান্নাদ বলেন, ‘বড় রাজনৈতিক দলকে বলব—যারা জুলাইকে ধারণ করে না, যারা দিল্লির তাঁবেদারি করে, মুজিবের তাঁবেদারি করে, শেখ হাসিনার তাঁবেদারি করে, তাদের অতি দ্রুত বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক। যদি তা না পারেন, তাহলে নির্বাসনে পাঠিয়ে দেব আমরা।’
উল্লেখ্য, সম্প্রতি ফজলুর রহমান একটি টেলিভিশনের টক শোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে দায়ী করেছেন। তাঁর ভাষায়, এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী জামায়াত। এই সময় তিনি জুলাই আন্দোলন ও আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলে সম্বোধন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে একটি মশাল মিছিল হয়েছে। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার থেকে এই মশাল মিছিলটি বের হয়। এতে প্রায় ৩০ জন ছাত্র-জনতা উপস্থিত ছিল।
উত্তরার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি বিএনএস সেন্টার থেকে আজমপুর হয়ে শহীদ মুগ্ধ মঞ্চে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া ছাত্র-জনতা ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘লীগের দোসর ফজু ভাই, এখনো কেন পালায় নাই’, ‘আমার সোনার বাংলায়, ফজলুদের ঠাঁই নাই’, ‘কাউয়া গেছে যেই পথে, ফজু যাবে সেই পথে’ স্লোগান দেয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কানেক্টিং গাজী’স-এর কমান্ডার জনি আখন্দ বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের মতো যাদের ওপর বাকশালি প্রেতাত্মা ভর করেছে, যারা বিএনপিতে বসে গুপ্ত রাজনীতি করছে, যারা বাকশালি বয়ান ফেরি করছে, তারা সাবধান হয়ে যান। জুলাই বিপ্লবীরা ব্যবস্থা নেওয়ার আগে আশা করি, বিএনপি তাদের স্থায়ীভাবে বহিষ্কার করবে।’
তুরাগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, ‘সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং কৃষক লীগ নেতা ছিল। সে কীভাবে বিএনপিতে ঢুকল, সেটা জানতে চাই।’
বিমানবন্দরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব নোমান রেজা বলেন, ‘যারা জুলাই বিপ্লবীদের রাজাকার বলে, তারা হলো হানাদার। তারেক রহমানের কাছে আমার প্রশ্ন, ফজুর মতো মানসিক ভারসাম্যহীন নেতার নেতৃত্বে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল কীভাবে পরিচালিত হয়।’
জুলাই ব্রিগেডের অন্যতম সংগঠক লাবীব মুহান্নাদ বলেন, ‘বড় রাজনৈতিক দলকে বলব—যারা জুলাইকে ধারণ করে না, যারা দিল্লির তাঁবেদারি করে, মুজিবের তাঁবেদারি করে, শেখ হাসিনার তাঁবেদারি করে, তাদের অতি দ্রুত বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক। যদি তা না পারেন, তাহলে নির্বাসনে পাঠিয়ে দেব আমরা।’
উল্লেখ্য, সম্প্রতি ফজলুর রহমান একটি টেলিভিশনের টক শোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে দায়ী করেছেন। তাঁর ভাষায়, এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী জামায়াত। এই সময় তিনি জুলাই আন্দোলন ও আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলে সম্বোধন করেন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
১ ঘণ্টা আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুসলিমবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে
হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কোস্ট গার্ড সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলা সদরে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে