মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে পাম তেল ছিনতাইয়ের ঘটনায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় ১৫ লাখ টাকার পাম তেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি গাড়ি ও নগদ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলম (৩২), নূর আলম ওরফে আলমগীর হোসেন (৩৮), মো. হেলালুজ্জামান (৩২) ও জোবায়ের আহমেদ জীবন ওরফে রাজা (৩৫)।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে শ্রীনগর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি বলেন, জেলা পুলিশের একাধিক ইউনিট তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ৪ মে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন হাজারীবাগ এলাকার একটি দোকান থেকে পাম তেলভর্তি ২৫টি ড্রাম, ২২টি খালি ড্রাম, নগদ ৩৯ হাজার টাকা, একটি কালো রঙের ডাবল কেবিন পিকআপ এবং একটি নীল রঙের পিকআপ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকার মাল্টি ইন্টারন্যাশনাল অয়েল মিল থেকে ৭৫ ড্রামভর্তি ১৩ হাজার ৯৫০ কেজি পাম তেল নিয়ে একটি ট্রাক ঝিনাইদহের উদ্দেশে রওনা দেয়।
রাত ৯টার দিকে ট্রাকটি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও যাত্রীছাউনির কাছে পৌঁছালে কালো রঙের একটি ডাবল কেবিন পিকআপে করে আসা ছয়জনের ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকটি থামায়। তারা চালক মো. রাসেল (২২) ও সহকারী মো. আল-আমিন হোসেনকে (২৩) হাতকড়া পরিয়ে পিকআপে তুলে নেয় এবং জোর করে নেশাজাতীয় জুস খাইয়ে অচেতন করে ফেলে। পরে তারা ট্রাক নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে পাম তেল ছিনতাইয়ের ঘটনায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় ১৫ লাখ টাকার পাম তেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি গাড়ি ও নগদ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলম (৩২), নূর আলম ওরফে আলমগীর হোসেন (৩৮), মো. হেলালুজ্জামান (৩২) ও জোবায়ের আহমেদ জীবন ওরফে রাজা (৩৫)।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে শ্রীনগর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি বলেন, জেলা পুলিশের একাধিক ইউনিট তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ৪ মে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন হাজারীবাগ এলাকার একটি দোকান থেকে পাম তেলভর্তি ২৫টি ড্রাম, ২২টি খালি ড্রাম, নগদ ৩৯ হাজার টাকা, একটি কালো রঙের ডাবল কেবিন পিকআপ এবং একটি নীল রঙের পিকআপ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকার মাল্টি ইন্টারন্যাশনাল অয়েল মিল থেকে ৭৫ ড্রামভর্তি ১৩ হাজার ৯৫০ কেজি পাম তেল নিয়ে একটি ট্রাক ঝিনাইদহের উদ্দেশে রওনা দেয়।
রাত ৯টার দিকে ট্রাকটি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও যাত্রীছাউনির কাছে পৌঁছালে কালো রঙের একটি ডাবল কেবিন পিকআপে করে আসা ছয়জনের ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকটি থামায়। তারা চালক মো. রাসেল (২২) ও সহকারী মো. আল-আমিন হোসেনকে (২৩) হাতকড়া পরিয়ে পিকআপে তুলে নেয় এবং জোর করে নেশাজাতীয় জুস খাইয়ে অচেতন করে ফেলে। পরে তারা ট্রাক নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৫ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১২ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৪ মিনিট আগে