উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে (৫০) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
উত্তরখানের পুরানপাড়া বাথানের শাহি শাহনেওয়াজের বাড়ির চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে আজ সোমবার (১০ মার্চ) ভোরে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ওই উপাধ্যক্ষ হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের খলিলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের ১২-৭ পশ্চিম মালিবাগ ও উত্তরখানের ওই বাড়িতে থাকতেন। তিনি বৈষম্যবিরোধী অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন।
এ বিষয়ে ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকা’কে বলেন, ‘নিহত ওই শিক্ষক দুই-তিন মাস যাবৎ একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। সেখানে তিনি একাই থাকতেন। তিন দিন আগে একজন নারী, ছেলেসহ ওঠেন। ধারণা করা হচ্ছে, গত ভোরে (সোমবার) তাঁরাই এ ঘটনা ঘটিয়ে পালিয়েছেন।’
এক প্রশ্নের জবাবে ওসি জিয়া বলেন, ‘তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে বাথরুমে আটকে রাখা হয়েছিল। একপর্যায়ে তিনি বাথরুম থেকে বেরিয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। তারপর আশপাশের লোকজন তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
অপর প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘জানা গেছে, সাইফুর রহমানের সঙ্গে তাঁর স্ত্রীর দূরত্ব রয়েছে। এ ঘটনায় তাঁর ভাইকে খবর দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে এলাকাবাসী ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী তাঁর ভাবি পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটে কয়েক দিন আগে উঠেছিলেন। ওই নারীর সঙ্গে তাঁর ছেলেও ছিল।’
এসব সূত্র আরও জানায়, পুরানপাড়া এলাকায় তিনি একটি জমি কিনেছিলেন। সেখানে বাড়ি করার জন্যই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন।’
ঘটনাস্থলের ষষ্ঠ তলার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির আশপাশের লোকজন সেখানে ভিড় করেছেন। ষষ্ঠ তলার বাড়ির চতুর্থ তলার ওই ফ্ল্যাটের টয়লেট ও শয়নকক্ষের মেঝেতে রক্ত রয়েছে।
আরও খবর পড়ুন:

রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে (৫০) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
উত্তরখানের পুরানপাড়া বাথানের শাহি শাহনেওয়াজের বাড়ির চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে আজ সোমবার (১০ মার্চ) ভোরে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ওই উপাধ্যক্ষ হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের খলিলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের ১২-৭ পশ্চিম মালিবাগ ও উত্তরখানের ওই বাড়িতে থাকতেন। তিনি বৈষম্যবিরোধী অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন।
এ বিষয়ে ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকা’কে বলেন, ‘নিহত ওই শিক্ষক দুই-তিন মাস যাবৎ একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। সেখানে তিনি একাই থাকতেন। তিন দিন আগে একজন নারী, ছেলেসহ ওঠেন। ধারণা করা হচ্ছে, গত ভোরে (সোমবার) তাঁরাই এ ঘটনা ঘটিয়ে পালিয়েছেন।’
এক প্রশ্নের জবাবে ওসি জিয়া বলেন, ‘তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে বাথরুমে আটকে রাখা হয়েছিল। একপর্যায়ে তিনি বাথরুম থেকে বেরিয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। তারপর আশপাশের লোকজন তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
অপর প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘জানা গেছে, সাইফুর রহমানের সঙ্গে তাঁর স্ত্রীর দূরত্ব রয়েছে। এ ঘটনায় তাঁর ভাইকে খবর দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে এলাকাবাসী ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী তাঁর ভাবি পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটে কয়েক দিন আগে উঠেছিলেন। ওই নারীর সঙ্গে তাঁর ছেলেও ছিল।’
এসব সূত্র আরও জানায়, পুরানপাড়া এলাকায় তিনি একটি জমি কিনেছিলেন। সেখানে বাড়ি করার জন্যই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন।’
ঘটনাস্থলের ষষ্ঠ তলার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির আশপাশের লোকজন সেখানে ভিড় করেছেন। ষষ্ঠ তলার বাড়ির চতুর্থ তলার ওই ফ্ল্যাটের টয়লেট ও শয়নকক্ষের মেঝেতে রক্ত রয়েছে।
আরও খবর পড়ুন:

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১২ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
৩০ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে