সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ডাকেরহাটি ও তুলশীখালি দুটি গ্রামে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ অবস্থায় নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী বাজার সড়কে এ মানববন্ধন করা হয়।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান সামছুল হুদা বাবুল, চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহীদুল খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।
মানববন্ধনে রানু বেগম বলেন, ‘কয়েক বছর থেকে এই এলাকায় ধলেশ্বরীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি। আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
চিত্রকোট ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহীদুল খান বলেন, ‘আমার এই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ধলেশ্বরী নদী ভাঙন দেখা দিয়েছে। এতে চল্লিশটিরও বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছেন। বর্তমানে দিশেহারা অবস্থা তাদের। এখনো শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে আছেন। আমন ধানের খেতসহ শত শত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই দুটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।’
তিনি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন, ‘ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন। নদীভাঙন দিন দিন দীর্ঘ হচ্ছে এবং নিঃস্ব মানুষের তালিকাও বড় হচ্ছে। আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ডাকেরহাটি ও তুলশীখালি দুটি গ্রামে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ অবস্থায় নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী বাজার সড়কে এ মানববন্ধন করা হয়।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান সামছুল হুদা বাবুল, চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহীদুল খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।
মানববন্ধনে রানু বেগম বলেন, ‘কয়েক বছর থেকে এই এলাকায় ধলেশ্বরীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি। আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
চিত্রকোট ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহীদুল খান বলেন, ‘আমার এই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ধলেশ্বরী নদী ভাঙন দেখা দিয়েছে। এতে চল্লিশটিরও বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছেন। বর্তমানে দিশেহারা অবস্থা তাদের। এখনো শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে আছেন। আমন ধানের খেতসহ শত শত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই দুটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।’
তিনি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন, ‘ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন। নদীভাঙন দিন দিন দীর্ঘ হচ্ছে এবং নিঃস্ব মানুষের তালিকাও বড় হচ্ছে। আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে