Ajker Patrika

নিখোঁজের ১ দিন পর গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ২২: ৩৮
নিখোঁজের ১ দিন পর গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
মানিকগঞ্জের শিবালয়ে স্থানীয়দের সহায়তায় নিহত নূরজাহান বেগমের লাশ উদ্ধার করছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের শিবালয়ে নিখোঁজের একদিন পর নূরজাহান বেগম (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বোয়ালী পাড়া বাড়ির পাশে ফসলের মাঠে এই ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম বোয়ালী পাড়ার একলাস উদ্দিনের স্ত্রী। তাঁদের ঘরে তিন সন্তান আছে। লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মজিবুর রহমান।

নিহতের স্বামী একলাস উদ্দিন জানান, গতকাল সোমবার সন্ধ্যারাতে পরিবারের সবাই এক সঙ্গে খাবার খেয়ে শুয়ে পড়ি। রাত ৯টার দিকে নুরজাহান বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় বাড়ির সবাই তাঁকে খোঁজাখুঁজি করি। আজ মঙ্গলবার বিভিন্ন জায়গায় তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

একলাস উদ্দিন আরও জানান, আজ দুপুরের দিকে প্রতিবেশী একজন মাঠে ঘাস কাটতে গিয়ে নুরজাহান বেগমের লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। পরে সবাই গিয়ে দেখি গলাকাটা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ বিবস্ত্র অবস্থায় নুরজাহানের লাশ পড়ে আছে। বিকেলের দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নুরজাহানের লাশ উদ্ধার করেছে। তাঁর গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত